X
শনিবার, ০৪ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

মুম্বাইয়ের বৃষ্টিতে তিক্ত অভিজ্ঞতা সানি লিওনির

বিনোদন ডেস্ক
১০ আগস্ট ২০২৩, ১৯:৩৮আপডেট : ১১ আগস্ট ২০২৩, ১১:৫৯

বাইরে ভরা শ্রাবণ! ছাতা মাথায় ভারতীয় পত্রিকা হিন্দুস্তান টাইমসের জন্য বর্ষার স্পেশাল ফটোশুটে ব্যস্ত সানি লিওনি। গত এক দশকে ভারতীয় দর্শকদের মনে পাকা জায়গা করে নিয়েছেন বলিউডের এই বেবি ডল। এদেশের বৃষ্টির সঙ্গে অবশ্য খুব বেশি বন্ধুত্ব নেই সানির। নেপথ্যে রয়েছে বড় কারণ। তবে বৃষ্টি-ঝড়েও হাসিমুখে পোজ দিলেন ‘জিসম ২’ তাকা। ঝড়ো হাওয়ায় তার ছাতা উড়লেও মুখের হাসি অটুট ছিলো।

সানি লিওনি সানির জন্ম ও বেড়ে ওঠা কানাডায়, এরপর লম্বা সময় কেটেছে মার্কিন মুলুকে। ‘বিগ বস’র হাত ধরে ভারতে আসেন প্রাক্তন এই পর্নস্টার। কিন্তু শুরুর দিকে এদেশের বৃষ্টি দেখে বেশ বেগ পেতে হয়েছিল অভিনেত্রীকে। তিনি বললেন, ‘আমার তো ধারণাই ছিল না আকাশ থেকে এই পরিমাণ বৃষ্টি ঝরতে পারে! মুম্বাইয়ে সাগরের একদম কাছেই আমি থাকতাম। ঘরের দেওয়াল পুরো স্যাঁতস্যাঁতে হয়ে যেত, সে কারণে আমার কতো জিনিস নষ্ট হয়েছে...। বর্ষাকাল এমনিতে আমার খুব প্রিয়, গরমের ভ্যাপসানি কমে আসে। বৃষ্টি পড়লে ভালো লাগে, কিন্তু ভিজতে নয়।’

হিন্দুস্তানের ফটোশুটে সানি সানি ফাঁস করলেন মুম্বাইয়ে ভারী বৃষ্টিতে তার কোটি টাকা দামের বিদেশি গাড়ি নষ্ট হয়েছে। তাও একটি -দু’টি নয় এক্কেবারে তিন-তিনটি! নায়িকা জানান, ‘আমার খুব পছন্দের তিনটি গাড়ি মুম্বাইয়ের বৃষ্টিতে নষ্ট হয়েছে। তার মধ্যে আবার একইদিনে দুটো। একদম ভয়ঙ্কর অভিজ্ঞতা। আমি তো কাঁদতে শুরু করেছিলাম, কারণ ভারতে বসে যখন আপনি বিদেশি গাড়ি কেনেন তখন মোটা টাকা ট্যাক্স দিতে হয়। গাড়িগুলোর মধ্যে একটা ছিল আট জন বসার মার্সিডিজ ট্রাক। আমার খুব খারাপ লেগেছে, তবে এমনটা ঘটতেই পারে। আসলে এইসব জিনিস তো আমরা সহজেই রিপ্লেস করতে পারি। কেউ চোট পায়নি, সেটাই বড় কথা। এখন আমি আর বর্ষায় বিদেশি গাড়ি চড়ি না, ভারতে তৈরি একটা দারুণ ট্রাক রয়েছে আমার। আমি ভুল গাড়ি কিনেছিলাম, তার খেসারত দিয়েছি। ভারতে তৈরি গাড়িটা আমার খুব পছন্দের।’

মুম্বাইয়ের বৃষ্টি এভাবেই উপভোগ করেন সানি ও তার বাচ্চারা ৪২ বছর বয়সী অভিনেত্রী আপাতত ক্যারিয়ার আর সংসার সামলাচ্ছেন সমানতালে। তিন সন্তান নিশা, আসের আর নোয়াকে নিয়ে সারাক্ষণ ব্যস্ত থাকেন। ছেলেমেয়েকে বৃষ্টি ভিজতে দেন? অভিনেত্রী জানালেন, ‘আমি ওদের রেন-জ্যাকেট আর বুট পরিয়ে দিই। তারপর যত খুশি বাইরে এনজয় করুক কোনও আপত্তি নেই। বৃষ্টিতে ভিজে অসুস্থ না হলেই চলবে। তবে একটা জিনিস আমি কড়াভাবে মেনে চলি। এইসময় বাইরের মিষ্টিজাতীয় খাবার খেতে দিই না। কিন্তু আমার সন্তানরা কেক-কুকিজ এইসব খেতে খুব ভালোবাসে। তাই ওদের আমি ঘরেই সব বানিয়ে দিই। বুঝতেই পারছেন আমাকে রান্নাঘরে ভালোই সময় দিতে হয়।’

অনুরাগ কাশ্যপের সঙ্গে সানি লিওনি সম্প্রতি কান চলচ্চিত্র উৎসবে সাড়া ফেলেছে সানি অভিনীত ‘কেনেডি’। এই ছবিতে অনুরাগ কাশ্যপের মতো পরিচালকের সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছেন সানি। যা তার ফিল্মি ক্যারিয়ারের অন্যতম মাইলস্টোন। পর্ণ ইন্ডাস্ট্রির সঙ্গে জড়িয়ে তার অতীত, তাই কম কটাক্ষ শুনতে হয়নি বলিউডে। কিন্তু ‘কেনেডি’ তার ক্যারিয়ারের মোড় ঘোরাবে আত্মবিশ্বাসী সানি। এখন তিনি ছবিটির থ্রিয়েট্রিক্যাল রিলিজের অপেক্ষায়।

/এমএম/
সম্পর্কিত
মধ্যরাতে সানি লিওনি পেলেন ৭ মিনিটের অভিবাদন
৭৬তম কান উৎসবমধ্যরাতে সানি লিওনি পেলেন ৭ মিনিটের অভিবাদন
সানির প্রথম কান সফর: মুখে হাসি, মনে ভয়!
সানির প্রথম কান সফর: মুখে হাসি, মনে ভয়!
‘কান’র পর্দায় ভারতের তিন ছবি
‘কান’র পর্দায় ভারতের তিন ছবি
এবার অনুরাগের কান-সঙ্গী সানি লিওনি
কান উৎসব ২০২৩এবার অনুরাগের কান-সঙ্গী সানি লিওনি
বিনোদন বিভাগের সর্বশেষ
‘দেওরা’ সফলতার পর ‘মা লো মা’ চমক
‘দেওরা’ সফলতার পর ‘মা লো মা’ চমক
জন্ম আর মৃত্যুর সুরেলা মেলবন্ধনের প্রতিধ্বনি
৩৫তম জাতীয় রবীন্দ্রসংগীত উৎসবজন্ম আর মৃত্যুর সুরেলা মেলবন্ধনের প্রতিধ্বনি
যে গল্পের জন্ম ওষুধের দোকান থেকে!
যে গল্পের জন্ম ওষুধের দোকান থেকে!
উদ্বোধক মেরিল স্ট্রিপ, পাচ্ছেন স্বর্ণপাম
কান উৎসব ২০২৪উদ্বোধক মেরিল স্ট্রিপ, পাচ্ছেন স্বর্ণপাম
ধর্মীয় জনগোষ্ঠীর প্রতিক্রিয়া নিয়ে প্রামাণ্যচিত্র
ধর্মীয় জনগোষ্ঠীর প্রতিক্রিয়া নিয়ে প্রামাণ্যচিত্র