X
শনিবার, ১৮ মে ২০২৪
৪ জ্যৈষ্ঠ ১৪৩১

‘বার্বি’ নিয়ে উন্মাদনা সৌদি আরবেও!

বিনোদন ডেস্ক
১৬ আগস্ট ২০২৩, ১২:৫৪আপডেট : ১৬ আগস্ট ২০২৩, ১৬:৫৫

গত ২১ জুলাই বিশ্বব্যাপী মুক্তি পেয়েছে বহুল আলোচিত হলিউড সিনেমা ‘বার্বি’। কল্পকাহিনি নির্ভর কমেডি ধাঁচের এই ছবি ইতোমধ্যে উত্তর আমেরিকার বক্স অফিসে ইতিহাস গড়েছে। সেই সঙ্গে বিশ্বব্যাপী ১ বিলিয়ন ডলারের কালেকশন ছাড়িয়ে তাক লাগিয়ে দিয়েছে। এত এত সাফল্যের ভিড়ে কিছু বিতর্কও আছে ‘বার্বি’ ঘিরে। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের সরকার ও জনগণ ছবিটির বিরুদ্ধে অবস্থান নিয়েছে।

কিন্তু এর মধ্যেই চমকে দিলো সৌদি আরব। সেখানে গত ১০ আগস্ট ‘বার্বি’ মুক্তি পেয়েছে। আর মুক্তির পর থেকেই সৌদিবাসীর বিপুল সাড়া পাচ্ছে। দর্শক হলে হলে গিয়ে উচ্ছ্বাস নিয়ে ছবিটি দেখছেন, এরপর বার্বির পোস্টার, কাটআউটের সঙ্গে ছবি তুলে সোশ্যাল হ্যান্ডেলেও শেয়ার করছেন। এমনকি ‘বার্বি’র আবহে গোলাপি রঙের পোশাক পরেও প্রেক্ষাগৃহে ভিড় করছেন নারীরা। 

আরব সংস্কৃতির সঙ্গে সাংঘর্ষিক দাবি করে কুয়েত ‘বার্বি’কে নিষিদ্ধ করেছে। এছাড়া লেবাননেও ছবিটি নিয়ে বিতর্ক-সমালোচনা দেখা গেছে। অনেকেই দাবি করছেন, ‘বার্বি’ একটি ‘চরম নারীবাদী’ সিনেমা। যেখানে পুরুষদের অসম্মান করা হয়েছে। আবার কেউ বলছেন, এটি পারিবারিক ঐতিহ্য ও মূল্যবোধের পরিপন্থী।  

গুঞ্জন ওঠে, সৌদি আরবও ছবিটিকে নিষিদ্ধ করবে। আগামী ৩১ আগস্ট এটি আরব বিশ্বের সবচেয়ে প্রভাবশালী এই দেশে মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু পরিকল্পনা বদলে আচমকা ১০ আগস্ট মুক্তি দেওয়া হয়।

‘বার্বি’ দেখতে সৌদির প্রেক্ষাগৃহে দর্শকের ভিড় নোরা আল-সাদুন নামের এক দর্শক বলেছেন, ‘আমি এটা উপভোগ করেছি এবং অবশ্যই এটা খুব মজার একটি ছবি। কিন্তু নারীবাদের বিষয়ে এটি নতুন কিছুই সামনে আনতে পারেনি।’

মোহাম্মদ এফ নামের আরেক দর্শকের মন্তব্য, ‘ছবিটির সবচেয়ে শক্তিশালী দিক হলো, একটি পুতুলের মাধ্যমে এটি পুরুষতান্ত্রিক ও ভোগবাদী সমাজের সমস্যাগুলো তুলে ধরেছে।’

কিছু নারী দর্শকের মতে, তারা এরকম একটি সিনেমার অপেক্ষায় ছিলেন, যেখানে একটি মেয়ে নারী হয়ে ওঠার সময়টাতে সামাজিক যেসব বাস্তবতার শিকার হতে হয়, তা তুলে ধরা হয়েছে। মাশায়েল আব্দুলরহমান নামের একজনের ভাষ্য, ‘এটি আমার শৈশবের অনেক মূল্যবান স্মৃতি মনে করিয়ে দিয়েছে।’

সৌদি আরবের বক্স অফিসেও দাপট দেখাচ্ছে ‘বার্বি’। ডেডলাইন-এর রিপোর্ট অনুসারে, ওপেনিং উইকেন্ডে (মুক্তির তিন দিন) দেশটি থেকে ১৮ লাখ মার্কিন ডলার কালেকশন করেছে ছবিটি। যা অতীতের সব হলিউড ছবির তুলনায় বেশি।

‘বার্বি’ সিনেমার একটি দৃশ্য উল্লেখ্য, ‘বার্বি’ নির্মাণ করেছেন নারী নির্মাতা গ্রেটা গারউইগ। এর নাম ভূমিকায় অভিনয় করেছেন মারগট রবি। এছাড়াও আছেন রায়ান গসলিং, আমেরিকা ফেরেরা, মিশেল চেরা, কেট ম্যাককিনন, হেলেন মিরেন প্রমুখ। প্রায় ১৪৫ মিলিয়ন ডলার বাজেটে ছবিটি নির্মিত হয়েছে।

সূত্র: আরব নিউজ

/কেআই/
সম্পর্কিত
চলতি বছর সৌদিতে প্রথম বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু
চলতি বছর সৌদিতে প্রথম বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু
কতটা এগোলো সৌদি-ইসরায়েল সম্পর্ক স্থাপনে মার্কিন উদ্যোগ?
কতটা এগোলো সৌদি-ইসরায়েল সম্পর্ক স্থাপনে মার্কিন উদ্যোগ?
সৌদি পৌঁছেছেন ৯ হাজার ৪৮৪ হজযাত্রী
সৌদি পৌঁছেছেন ৯ হাজার ৪৮৪ হজযাত্রী
ভিসার অপেক্ষায় ২১ হাজার হজযাত্রী
ভিসার অপেক্ষায় ২১ হাজার হজযাত্রী
বিনোদন বিভাগের সর্বশেষ
কানের লাল গালিচায় হাঁটতে কী লাগে, জানালেন প্রিয়তী
কানের লাল গালিচায় হাঁটতে কী লাগে, জানালেন প্রিয়তী
অনুরাগ কাশ্যপের সিনেমায় ঋদ্ধি!
অনুরাগ কাশ্যপের সিনেমায় ঋদ্ধি!
কান থেকে ভাবনা: নিজেকে ছোট অনুভব করাটাও দরকার
কান থেকে ভাবনা: নিজেকে ছোট অনুভব করাটাও দরকার
আমরা একে-অপরের খুব কাছের: জাহ্নবী
আমরা একে-অপরের খুব কাছের: জাহ্নবী
বাংলাদেশ ও রুনা লায়লাকে নিয়ে যা বললেন নাসিরুদ্দিন শাহ
কান উৎসব ২০২৪বাংলাদেশ ও রুনা লায়লাকে নিয়ে যা বললেন নাসিরুদ্দিন শাহ