X
রবিবার, ২৮ এপ্রিল ২০২৪
১৫ বৈশাখ ১৪৩১

নায়িকার এক পোস্টে নির্মাতার ব্যক্তিজীবনে তুলকালাম!

কামরুল ইসলাম
১৬ আগস্ট ২০২৩, ১৬:৫৪আপডেট : ১৬ আগস্ট ২০২৩, ১৮:৩১

নির্মাতা ও নায়িকার মধ্যে মেলামেশা, বন্ধুত্ব কিংবা প্রেম; এসব নতুন কিছু নয়। তবে ‘ঢাকা অ্যাটাক’ খ্যাত পরিচালক দীপংকর দীপনের সঙ্গে তরুণ নায়িকা জাহারা মিতুর কোনও ‘বিশেষ সম্পর্ক’র কথা ইন্ডাস্ট্রিতে গুঞ্জনেও শোনা যায়নি। অথচ এই ইস্যুতেই কিনা নির্মাতা দীপনের ব্যক্তিজীবনে উঠলো ঝড়!

ঘটনার শুরু থেকে শুরু করা যাক। সম্প্রতি সেলিব্রিটি ক্রিকেট লিগ নামের একটি আয়োজনের ঘোষণা পর্বে অংশ নেন দীপংকর দীপন। সেখানে শোবিজের আরও অনেক তারকা উপস্থিত ছিলেন। পুত্র রাজ্যকে নিয়ে হাজির হয়েছিলেন পরীমণিও। ফলে সবার আগ্রহের কেন্দ্রে চলে আসে ছোট্ট রাজ্য। তাকে কোলে নিয়ে ছবি তোলায় ব্যস্ত হয়ে পড়েন সবাই। বাদ যাননি দীপনও। রাজ্যকে যখন বুকে তুলে নিলেন, তখন তার পাশে এসে দাঁড়ালেন নায়িকা জাহারা মিতু। দুজনেই হাসিমুখে ক্যামেরায় দিলেন পোজ। সেই ছবি নিজের সোশ্যাল হ্যান্ডেলে পোস্ট করেন মিতু। ক্যাপশনে লেখেন, “আমাদের একটা ‘পরীর বাচ্চা’ আছে।”

বিষয়টিকে আলাদাভাবে দেখেননি নির্মাতা দীপন। কিন্তু পরক্ষণেই টের পেলেন, নেটিজেনদের অনেকে তার ও মিতুর মধ্যে ‘বিশেষ সম্পর্ক’র অস্তিত্ব খুঁজে বেড়াচ্ছে। সেটার ঝড়ো হাওয়া লেগেছে দীপনের পারিবারিক জীবনেও। তাই বুধবার (১৬ আগস্ট) রাত পৌনে তিনটার দিকে মিতুর পোস্টের স্ক্রিনশট নিয়ে লম্বা স্ট্যাটাস দেন নির্মাতা।

জাহারা মিতুর উদ্দেশে দীপন বলেছেন, “এটা কী পোস্ট ভাই? এই পোস্টের ছবি ও লেখা মিলে কী দাঁড়ায়, সেটা কি তুমি বোঝো না মিতু? কমেন্ট দেখো, যা তুমি ডিলিটও করোনি। আর এদিকে অন্যদের বোঝাতে বোঝাতে আমার জীবন শেষ যে, জাহারা মিতুর সঙ্গে আমার কোনও (বিশেষ) সম্পর্ক নেই; বা দহরম-মহরম সম্পর্কও নেই, বরং খুব ফরমাল সম্পর্ক। একবার দুবার দেখা হয়েছে, তাও কোনও অনুষ্ঠানেই। অনেকে বিশ্বাস করে, অনেকেই করে না; খিক খিক করে হেসে বলে, ‘ভাই ছবি ও পোস্টের ভাষা তো অন্য ইঙ্গিত দেয়!’ আর পারিবারিক অশান্তির কথা তো না-ই বললাম, সেটা সবাই বুঝবে।”

দীর্ঘ পোস্টে দীপন এটুকু বোঝাতে চেয়েছেন, মিতুর সঙ্গে তার কোনও সম্পর্ক নেই। দীপনের পোস্টে মন্তব্য করে একই সুরে কথা বললেন মিতুও। বলেছেন, ‘রাজ্য আমাদের পুরো বাংলাদেশের। হয়তো অর্থটাই ভুল বুঝেছেন। ব্যক্তিগত জীবনে কী প্যারায় আছেন, তা তো আমরা জানি না। তবে আমার এই পোস্টে আমার অজান্তে বৌদি কোনও কষ্ট পেয়ে থাকলে আমি দুঃখিত। আর স্ক্রিনশটের প্যাঁচের খেলা থেকে অনেক আগেই বের হয়ে এসেছি। এরা পারেই প্যাঁচ লাগাতে। এখন হয়তো দু-চারটা নিউজ হবে আবোল-তাবোল। এইতো।’

ঘটনায় তৃতীয় ব্যক্তির আগমন ঠিক এখানেই। মিতুর মন্তব্যে দীপনের স্ত্রীর দিকেই ইঙ্গিত করা হয়েছে। অর্থাৎ, মিতুর দেওয়া ছবির কারণে দীপনের সংসার জীবনে ঝামেলা দেখা দিয়েছে। কিন্তু দীপনের স্ত্রী সংযুক্তা মিশু ক্ষুব্ধ সুরে স্পষ্ট ভাষায় জানালেন, তিনি এর সঙ্গে সংশ্লিষ্টই নন!

বুধবার (১৬ আগস্ট) দুপুর আড়াইটায় সোশ্যাল হ্যান্ডেলে সংযুক্তা বললেন, ‘নির্মাতা দীপংকর দীপন কার সঙ্গে মেশে, কী খায়, কী পরে, কোন দেশে যায়, আর কী কী করে বেড়ায়, আমি সেটা জানি না। আর কেন জানি না, এটা আমাদের, মানে আমার আর দীপনের একান্তই ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আমাকে নিজেদের দোষ ঢাকতে বলির পাঁঠা বানাবেন না। জাহারা মিতুকে আমি চিনিও না। কিন্তু তাকে আর দীপনকে নিয়ে কী হয়েছে, আমি সত্যিই জানতাম না। আমাকে দুজন সাংবাদিক জানিয়েছিলেন, আমি পাত্তাও দেইনি। প্রতিটি মানুষের ব্যক্তিগত জীবন আছে। দীপনেরও আছে, আমারও আছে। তাই এগুলো নিয়ে আমাদের বহু বহু দিন কোনও মাথাব্যথা নেই।’

দীপনের পোস্ট নিয়ে সংযুক্তার মন্তব্য এরকম, “ওই মেয়েকে (জাহারা মিতু) নিয়ে দীপনের স্ট্যাটাস দেখে বুঝলাম; তাকেও আশপাশের লোকজন অথবা তার এখনকার ‘একান্ত’ কেউ চাপ দিয়েছে আর তাই সে স্ট্যাটাস দিয়ে তার দোষ ফুরিয়েছেন। বলির বকরা বানিয়েছেন আমাকে। ঘর আর পারিবারিক জীবনের কথা বলে নিজেকে বিপদের বাইরে ভালো মানুষ সাজিয়ে রাখলেন; আরেকবার বিক্রি করলেন আমাকে!’’

এ প্রসঙ্গে বাংলা ট্রিবিউনকে আলাদাভাবে সংযুক্তা মিশু বলেন, ‘তারা সমস্যায় পড়েছে, পড়তেই পারে। কিন্তু আমাকে দুজনই ব্যবহার করছে। অথচ আমি কিছু জানি না। এটা সারা জীবন দীপন করে আসছে। আমি মূলত একা, একাই যুদ্ধ করছি। কিন্তু দীপন বিপদে পড়লেই আমার নামটা ব্যবহার করে, এখানেই আমার আপত্তি।’

এদিকে ফেসবুক পোস্টে সংযুক্তা আরও বলেছেন, ‘নামকরা ডিরেক্টরের সঙ্গে এরা (নায়িকা) টুকটাক ছবি দেবে, গল্প করবে, এটাই তো স্বাভাবিক। এরমধ্যে আপনারা দুজনেই বলে দিলেন ছবি দেওয়ার জন্য পারিবারিক সমস্যা তৈরি হয়েছে। আর একজন বৌদি বলে দোষ ঘাড়ে ফেলে দিলো! কী মজা! আমি আহাম্মক!’

সবশেষে দীপংকর দীপনের উদ্দেশে সংযুক্তার বক্তব্য, ‘সারা জীবন তুমি তোমার স্বার্থে আমাকে বেচে গেলে। প্রথম থেকে শেষ পর্যন্ত, যখনই তোমার কোনও সমস্যা হয়, টেকনিক্যালি ঘর-সংসার আর আমার নাম বলে দাও। ২০১৫-তে তোমার বোন আর তোমার মানসিক অত্যাচারে আমি কোন পর্যায়ে চলে গিয়েছিলাম, নিশ্চয়ই তোমার মনে আছে। তোমাদের যা হয়, সব কিছুর দোষ আমাকে দাও। ১০ বছরে কোনও দিন কাউকে জানিয়েছি যে তুমি মাঠে, ঘাটে, পথে আমাকে বিক্রি করো! কোনও কাজ আটকে গেলে আমার নাম, টাকা পয়সা আটকে গেলে আমার নাম, আমার জন্য তোমার সিনেমা হয় না, আমার জন্য তোমার নাটক হয় না, আমার জন্য তোমার বন্ধু হয় না, আমার জন্য তোমার বাচ্চা হয় না, রিয়েলি! আমি তোমার নাম বেচে কোনও দিন এক কাপ চা-ও খাইনি। তাই এবার মাফ দাও। আমার কথা বলে তোমার অপরাধ ঢাকা বন্ধ করো।’

তবে দীপংকর-সংযুক্তার এই ভার্চুয়াল পারিবারিক যুদ্ধে আর যুক্ত হননি জাহারা। এমনকি তার পোস্টটিও করে দিয়েছেন অনলি মি!

উল্টো দীপনকে লক্ষ্য করে বললেন, ‘আপনাকে ছবি থেকে ক্রপ করে দিলে ব্যাপারটা আপনার জন্য মারাত্মক অসম্মানের হতো। যেটা আমি চাইনি। আপনি আমার কাছে সম্মানীয়। তাই এখনও আপনাকে ক্রপ করে ফেলে না দিয়ে বরং অনলি মি করলাম।’

জাহারা মিতু

/এমএম/
সম্পর্কিত
এই গরমে শিরোনামহীনের শীতল সুর!
এই গরমে শিরোনামহীনের শীতল সুর!
সন্ধ্যা নামিলো শ্যাম: গানে ও চিত্রে মুগ্ধতার সমন্বয়
সন্ধ্যা নামিলো শ্যাম: গানে ও চিত্রে মুগ্ধতার সমন্বয়
ঈদ নাটক: ভিউতে এগিয়ে থাকা ১০
ঈদ নাটক: ভিউতে এগিয়ে থাকা ১০
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
বিনোদন বিভাগের সর্বশেষ
বোনকে নিয়ে সনু নিগমের প্রথম গান!
বোনকে নিয়ে সনু নিগমের প্রথম গান!
বলিউডে কোণঠাসা প্রিয়াঙ্কা!
বলিউডে কোণঠাসা প্রিয়াঙ্কা!
একসঙ্গে এই অভিনেতারা...
একসঙ্গে এই অভিনেতারা...
শিল্পীদের সমস্যাগুলো সংসদে চিহ্নিত করতে চাই: ফেরদৌস
শিল্পীদের সমস্যাগুলো সংসদে চিহ্নিত করতে চাই: ফেরদৌস
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…