X
বুধবার, ০১ মে ২০২৪
১৮ বৈশাখ ১৪৩১

আরিয়ানের ওয়েব সিরিজ ‘তারা কিসে আটকায়’

সুধাময় সরকার
২৬ আগস্ট ২০২৩, ১৬:০১আপডেট : ২৬ আগস্ট ২০২৩, ১৬:২৩

নারী কিসে আটকায়- এমন একটি প্রশ্ন কিংবা বিতর্ক ভাইরাল হয়েছে সম্প্রতি। সাধারণ মানুষের পাশাপাশি যাতে অংশ নিয়েছিলেন দেশের শীর্ষ তারকারও। যদিও এর সঠিক উত্তর কিংবা সমাধানের পথ কেউ দেখাতে পারেননি। বরং বিতর্ক হয়ে ছড়িয়ে আছে সোশ্যাল হ্যান্ডেলসহ চায়ের আড্ডায়।

উল্লেখযোগ্য উন্নতি এই, বিষয়টি আমলে নিয়েছেন জনপ্রিয় নির্মাতা মিজানুর রহমান আরিয়ান। সম্ভবত তিনি এর একটি সমাধানের পথ খোঁজার চেষ্টা করছেন। জানিয়েছেন, সোশ্যাল হ্যান্ডেলের এই বিতর্কের সূত্র ধরে প্রথমবারের মতো নির্মাণ করতে যাচ্ছেন একটি ওয়েব সিরিজ। নাম রেখেছেন ‘তারা কিসে আটকায়’।

নামেই স্পষ্ট, এখানে নির্মাতা আর লিঙ্গ বৈষম্যে জড়াননি। বরং নারী-পুরুষ নির্বিশেষে মানুষ আসলে কিসে আটকায়, সেটিকেই উপজীব্য করে তুলছেন পর্দায়।

আরিয়ানের জবানি, ‘মানুষ; হোক নারী অথবা পুরুষ, সে আসলে কিসে আটকায় আবার সবকিছু দিয়েও কি কাউকে আটকে রাখা যায়? অথবা একজন মানুষ কি সারাজীবন একই বিষয়ে আটকে থাকে? এসব সমীকরণ খোঁজার চেষ্টা করবো এই সিরিজের মাধ্যমে।’

যথারীতি, এখনই সিরিজের কাস্টিং কিংবা ব্যানার নিয়ে কিছু বলছেন না আরিয়ান। শুধু এটুকু জানিয়ে রাখলেন, সিরিজটি দর্শকরা দেখতে পাবেন আসছে বছরের শুরুতেই।

এদিকে এই সিরিজের সঙ্গে মিজানুর রহমান আরিয়ানের হাতে রয়েছে দুটি ওয়েব ফিল্ম। এগুলো হলো ‘ফ্লাইট ২২৭’ ও ‘পুনর্মিলনে’।

মুক্তি পাওয়া দুই সিনেমা (বামে) এবং প্রতীক্ষিত দুই সিনেমার একটি (ডানে) আরিয়ানের ভাষায়, ‘‘আলাদা দুটি জনরার সিনেমা নিয়ে কাজ করছি এখন। এরমধ্যে ‘পুনর্মিলনে’ সিনেমাটি বন্ধুত্বের গল্প। আর ‘ফ্লাইট ২২৭’ হচ্ছে জার্নির গল্প। দুটো সিনেমা এ বছরই দর্শকদের দেখাতে চাই।’’

বুঝতেই পারছেন, ওটিটি ব্যস্ততা দম ফেলার ফুরসতও দিচ্ছে না নির্মাতাকে। তবে তিনি আগেই কথা দিয়েছিলেন টিভি দর্শকদের। বলেছেন, যতো ব্যস্ততাই থাকুক বছরে অন্তত দুটি নাটক নির্মাণ করবেন। সেই কথা রাখতে গিয়ে আরিয়ান এখন নির্মাণ করছেন ‘সে বসে একা’ নামের একটি নাটক। এতে অভিনয় করছেন ইয়াশ রোহান, তটিনী ও খায়রুল বাসার।

বলা দরকার, আরিয়ানের নির্মাণে চলতি বছরে এটাই প্রথম কোনও নাটক।

তাহলে বড় পর্দায় বা প্রেক্ষাগৃহের জন্য ছবি বানাবেন কবে! টিভি নাটকে আকাশছুঁই সফলতা আর ওটিটিতে দুটি সিনেমা দিয়ে তুমুল প্রশংসা কুড়িয়েও কেন এতো দ্বিধা। তাছাড়া সিনেমার বাজারও এখন বেশ রমরমা। দর্শকও ফিরছে হলে হলে।

মৃদুভাষী মিজানুর রহমান আরিয়ান বললেন, ‘একজন নির্মাতার মূল লক্ষ্য থাকে প্রেক্ষাগৃহে। এটা পুরনো কথা। নতুন কথা হলো, আমিও সেই লক্ষ্যে হাঁটছি। এই দুটি সিনেমা ও একটি সিরিজ শেষ করেই সে খবরটি দিতে পারবো। আগে হাতের কাজগুলো শেষ করি। সিনেমার খবরটি নতুন বছরেই দিতে চাই।’ চলতি বছরের প্রথম নাটকে ইয়াশ, তটিনী ও বাশার

/এমএম/
সম্পর্কিত
সিয়াম-পরীর গানের ভিউ ১০০ মিলিয়ন!
সিয়াম-পরীর গানের ভিউ ১০০ মিলিয়ন!
দেশে শীর্ষে, বৈশ্বিক ট্রেন্ডিংয়ে  ৮১ নম্বরে!
দেশে শীর্ষে, বৈশ্বিক ট্রেন্ডিংয়ে  ৮১ নম্বরে!
এই গরমে শিরোনামহীনের শীতল সুর!
এই গরমে শিরোনামহীনের শীতল সুর!
সন্ধ্যা নামিলো শ্যাম: গানে ও চিত্রে মুগ্ধতার সমন্বয়
সন্ধ্যা নামিলো শ্যাম: গানে ও চিত্রে মুগ্ধতার সমন্বয়
বিনোদন বিভাগের সর্বশেষ
সাংবাদিক হতে চেয়ে অভিনেত্রী!
সাংবাদিক হতে চেয়ে অভিনেত্রী!
মুবিতে মুক্তি দেশি মুভি
মুবিতে মুক্তি দেশি মুভি
মে দিবসে ফুঁসে উঠলেন সিনেমা শ্রমিকরা
মে দিবসে ফুঁসে উঠলেন সিনেমা শ্রমিকরা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
সিয়াম-পরীর গানের ভিউ ১০০ মিলিয়ন!
সিয়াম-পরীর গানের ভিউ ১০০ মিলিয়ন!