একটি নাটকের প্রচারণাকে ঘিরে বিপরীতমুখী মন্তব্য করেন অভিনেতা ফারহান আহমেদ জোভান ও অভিনেত্রী তাসনিয়া ফারিণ। প্রথমে ফারিণের দিকে অভিযোগের আঙুল তোলেন জোভান। জানান, ওটিটি ভুবনে যাওয়ার পর নাটককে অবজ্ঞা করছেন অভিনেত্রী। তাই হয়তো নিজের অভিনীত নাটকের প্রচারও করছেন না সোশ্যাল হ্যান্ডেলে।
বিষয়টি নিয়ে বাংলা ট্রিবিউনকে বিস্তারিত জানান ফারিণ। তার ভাষ্য ছিল, জোভান কিংবা নাটকটির নির্মাতা মহিদুল মহিম কেউই তার সঙ্গে এ ব্যাপারে আলাপ করেননি। যদিও ফারিণের এমন মন্তব্যকেও ‘অসত্য’ বলেছেন জোভান।
তবে স্বস্তির খবর হলো, বিষয়টি সাংগঠনিক সালিশ-বিচার পর্যন্ত না গড়িয়ে, দ্বন্দ্বের অবসান ঘটতে যাচ্ছে দ্রুতই। রবিবার (৩ সেপ্টেম্বর) বিষয়টি বাংলা ট্রিবিউনকে জানালেন নির্মাতা মহিদুল মহিম। তার পরিচালিত ‘জানেমান তুই আমার’ নাটক প্রসঙ্গেই যত গণ্ডগোল!
জানা গেছে, বেশ কিছু দিন বিদেশ ভ্রমণ শেষে শনিবার (৩ সেপ্টেম্বর) দেশে ফিরেছেন তাসনিয়া ফারিণ। ইতোমধ্যে তার সঙ্গে কথা হয়েছে বলে জানান মহিম। তিনি বলেন, “জানেমান তুই আমার’ নাটকের প্রমোশনাল সব কিছুই সময়মতো ফারিণ আপুর হোয়াটসঅ্যাপে পাঠানো হয়েছিল। আমি নিজেই পাঠিয়েছি। তারপরও প্রমোশন না করায় একটু ভুল বোঝাবুঝি তৈরি হয়েছে। গতকাল (২ সেপ্টেম্বর) রাতে ফারিণ আপু ও জোভান ভাইয়ার সঙ্গে আমার কথা হয় পুরো বিষয়টি নিয়ে। আসলে আমাদের কিছুটা ভুল বোঝাবুঝির কারণে বিষয়টা নিয়ে জটিলতা তৈরি হয়েছে। এটাকে না বাড়িয়ে আমরা নিজেরাই আন্তরিকতার সঙ্গে বিষয়টা সমাধান করছি। আশা করছি এই বিষয়টির এখানেই সমাপ্তি ঘটবে।’’
মহিম জানান, সোমবার (৪ সেপ্টেম্বর) জোভান ও ফারিণকে নিয়ে সামনাসামনি বসে আলোচনার মাধ্যমে এই জটিলতা মিটিয়ে নেবেন। নির্মাতার ভাষ্য, ‘আমি চাই না, নিজেদের মধ্যে এসব ছোটখাটো বিষয় নিয়ে ভুল বোঝাবুঝি হোক। কারণ দিনশেষে আমরা একসঙ্গেই কাজ করবো।’
প্রসঙ্গত, গেলো ২১ আগস্ট অন্তর্জালে প্রচার হয়েছে ‘জানেমান তুই আমার’ নাটকটি। এতে জোভান ও ফারিণ জুটিবেঁধে অভিনয় করেছেন। প্রচারের আগে স্বাভাবিকভাবেই শিল্পীরা সংশ্লিষ্ট কাজ নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট দেন। কিন্তু ফারিণ সেটা করেননি বলে জোভান ও নির্মাতা মহিমের সঙ্গে অভিনেত্রীর ভুল বোঝাবুঝি সৃষ্টি হয়।
আরও পড়ুন