X
সোমবার, ০৪ ডিসেম্বর ২০২৩
১৯ অগ্রহায়ণ ১৪৩০

এক সিনেমায় পরী-বুবলী!

বিনোদন রিপোর্ট
২৬ সেপ্টেম্বর ২০২৩, ১২:৫২আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৩, ১৯:০১

দুজনের ক্যারিয়ারের বয়স প্রায় কাছাকাছি। সিনেমার সংখ্যায়ও খুব একটা ফারাক নেই। আবার পেশাজীবন ছাপিয়ে তাদের ব্যক্তিজীবন নিয়ে চর্চা-বিতর্কের বিষয়েও দারুণ মিল। সেই নায়িকাদ্বয় এবার একসঙ্গে, একই সিনেমায়।

বলা হচ্ছে ঢালিউড নায়িকা পরীমণি ও শবনম বুবলীর কথা। এই প্রথম তারা একত্রে কাজ করতে চলেছেন। সিনেমার নাম ‘খেলা হবে’। এটি নির্মাণ করছেন ‘ন ডরাই’ খ্যাত তানিম রহমান অংশু। প্রযোজনায় টিএম ফিল্মস।

যদিও ছবিটি নিয়ে এখনও নির্মাতা কিংবা প্রযোজনা সংস্থা থেকে কোনও ঘোষণা কিংবা বার্তা দেওয়া হয়নি। তবে খবরটি প্রকাশ্যে এলো তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের একটি নোটিশের সুবাদে। গত ২৪ সেপ্টেম্বর মন্ত্রণালয়ের উপসচিব সাইফুল ইসলাম স্বাক্ষরিত ওই নোটিশে ‘খেলা হবে’ সিনেমার নির্মাতাসহ ১২ জন শিল্পী-কুশলীকে ভারতে গিয়ে শুটিংয়ের অনুমতি দেওয়া হয়েছে।

সেখানেই শিল্পীর তালিকায় পাওয়া গেলো পরীমণি ও বুবলীর নাম। সঙ্গে আছেন মুশফিক ফারহান, আজাদ আবুল কালাম, মিশা সওদাগর, শহীদুল আলম সাচ্চু প্রমুখ। ২৭ সেপ্টেম্বর থেকে আগামী ২১ অক্টোবরের মধ্যে এই শুটিং সম্পন্ন করতে হবে বলেও নির্দেশনায় বলা হয়েছে।

টিএম ফিল্মসের কর্ণধার ফারজানা মুন্নী ও কৌশিক হোসেন তাপস অনেক দিন ধরেই বলে আসছেন, তারা সিনেমা প্রযোজনা করবেন। চলতি বছর আটঘাট বেঁধে নেমেছেন তারা। ইতোমধ্যে দুটি প্রজেক্টের ঘোষণা দিয়েছেন। যেটার একটি পরিচালনা করছেন তানিম রহমান অংশু। তবে ছবির নাম কিংবা শিল্পী সংক্রান্ত কোনও তথ্যই এখনও প্রকাশ করেননি তারা।

নির্মাতা তানিম রহমান অংশু ও ছবির এনাউন্সমেন্ট পোস্টার এদিকে ‘খেলা হবে’ বিষয়ে নীরবতা পালন করছেন পরিচালক ও ভারতে শুটিংয়ের অনুমতি পাওয়া শিল্পীরা। নির্মাতা কেবল এটুকু জানিয়েছেন, তারা সিনেমাটি করছেন।

বলা প্রয়োজন, ‘খেলা হবে’ সংলাপটি বাংলাদেশ ও ভারতের রাজনীতিতে বেশ পরিচিত। নারায়ণগঞ্জের এক রাজনীতিবিদের মুখ থেকে আসা কথাটি সীমান্ত ছাড়িয়ে পশ্চিমবঙ্গের রাজনীতি অঙ্গনেও চর্চিত হয়েছে। শুধু তাই নয়, কিছু দিন আগে মুক্তি পাওয়া বলিউড সিনেমা ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’তেও এই সংলাপটি ব্যবহৃত হয়েছে। এছাড়া টলিউডের ওয়েব সিরিজ ‘আবার প্রলয়’-তে এই শিরোনামে একটি গান রয়েছে, যেটাতে পারফর্ম করেছেন ঢাকার নায়িকা নুসরাত ফারিয়া।

/কেআই/
সম্পর্কিত
মারা গেলেন পরীমণির নানুভাই
মারা গেলেন পরীমণির নানুভাই
পরীমণির বিরুদ্ধে মাদক মামলা: সাক্ষ্যগ্রহণের নতুন দিন ধার্য
পরীমণির বিরুদ্ধে মাদক মামলা: সাক্ষ্যগ্রহণের নতুন দিন ধার্য
অনেক অনুরোধের ঢেঁকি গিলেছি: পরীমণি
অনেক অনুরোধের ঢেঁকি গিলেছি: পরীমণি
অসুস্থতায়, ব্যস্ততায়…
অসুস্থতায়, ব্যস্ততায়…
বিনোদন বিভাগের সর্বশেষ
দেশের স্পটিফাই শ্রোতারা কী শোনেন, দেখুন পুরো তালিকা
শীর্ষে জাং কুক, ছয়ে হাবিব এবং জেফার নয় নম্বরে!
নির্বাচনের আগেই ফেরদৌসকে নিপুণের সংবর্ধনা!
নির্বাচনের আগেই ফেরদৌসকে নিপুণের সংবর্ধনা!
প্রতিবন্ধী দিবসে মুক্ত হলো বিশেষ সিনেমা
প্রতিবন্ধী দিবসে মুক্ত হলো বিশেষ সিনেমা
ছিটকে পড়ে মাহির জেদ, সঙ্গে হুমকি
ছিটকে পড়ে মাহির জেদ, সঙ্গে হুমকি
ফারুকীকে তারিক আনামের পরামর্শ: অভিনেতা হয়ো না...
ফারুকীকে তারিক আনামের পরামর্শ: অভিনেতা হয়ো না...