X
শুক্রবার, ০৯ মে ২০২৫
২৬ বৈশাখ ১৪৩২

আনন্দের কথায় ‘ভাইরাল ফ্যামিলি’র টাইটেল

বিনোদন রিপোর্ট
৩০ সেপ্টেম্বর ২০২৩, ১৬:২০আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৩, ১৬:২০

এর আগে একক নাটক, টেলিছবি নির্মাণ করলেও এবারই প্রথম ধারাবাহিক নাটক নির্মাণ করছেন নিকুল কুমার মণ্ডল। নাম ‘ভাইরাল ফ্যামিলি’। আর এ ধারাবাহিকের টাইটেল সং লিখলেন তারেক আনন্দ। 

‘চারদিক অস্থির কেউ নাই স্থির/ বেপরোয়া জীবন চলে না ধীর/ মানুষ আর মানুষ নাই হয়ে গেছে যন্ত্র/ বোঝে না জীবনের মূলমন্ত্র/ এই হলো আমাদের আধুনিক কাল/ সবাই শুধু হতে চায় ভাইরাল...’। এমন কথায় গানটির সুর ও সংগীতায়োজন করেছেন শাহরিয়ার রাফাত। কণ্ঠ দিয়েছেন দোলা। র‍্যাপ পার্ট গেয়েছেন রিজান।

গানটি প্রসঙ্গে তারেক আনন্দ বলেন, ‘নাটকের টাইটেল গান লেখাটা যেমন চ্যালেঞ্জের তেমনই আনন্দের। কারণ, পুরো নাটকটির গল্পের ধরন বুঝে গানটি রচনা করতে হয়। আমি চেষ্টা করেছি। গানটির সুর আর গাওয়া ভালো হয়েছে। আশা করছি দর্শক-শ্রোতাদের ভালো লাগবে।’

‘ভাইরাল ফ্যামিলি’ ধারাবাহিকে অভিনয় করেছেন ডলি জহুর, মীর সাব্বির, আনিকা কবির শখ, আব্দুল্লাহ রানা, মুকিত জাকারিয়া, নাবিলা ইসলাম, শেলি আহসান, ডিকন নূর, নরেশ ভুঁইয়া, লিমন, আনোয়ার আহমেদ, সময় মণ্ডল, খান আতিক প্রমুখ।

পরিচালক নিকুল কুমার মণ্ডল জানান, একটি বেসরকারি টিভি চ্যানেলে শিগগিরই নাটকটি প্রচার হবে।

/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
নতুন গানে টিনা রাসেলের ব্যাকুলতা
নতুন গানে টিনা রাসেলের ব্যাকুলতা
ট্রেলারে ‘গুলমোহর’ যেমন
ট্রেলারে ‘গুলমোহর’ যেমন
কান ক্ল্যাসিকসে চার্লি চ্যাপলিনের সঙ্গে সত্যজিৎ রায়
কান ক্ল্যাসিকসে চার্লি চ্যাপলিনের সঙ্গে সত্যজিৎ রায়
বাবাকে ‘মিথ্যাবাদী’ বললেন নওয়াজ!
বাবাকে ‘মিথ্যাবাদী’ বললেন নওয়াজ!
একসঙ্গে আফজাল-শাকিব
একসঙ্গে আফজাল-শাকিব