প্রথমবার বলিউড প্রজেক্টে কাজ করলেন দক্ষিণী সিনেমার লেডি সুপারস্টার নয়নতারা। অ্যাটলি কুমার নির্মিত ছবিটির নাম ‘জাওয়ান’। যেখানে তার নায়ক বলিউড বাদশাহ শাহরুখ খান। গত ৭ সেপ্টেম্বর এটি মুক্তি পায় বিশ্বব্যাপী। এরপর থেকেই আলোচনার কেন্দ্রে রয়েছে। হাজার কোটি রুপির বেশি কালেকশন করে ইতোমধ্যে হিন্দি সিনেমায় নতুন ইতিহাস গড়েছে ছবিটি।
কিন্তু এত এত সাফল্যের ভিড়ে একটি বিতর্ক গত কিছু দিন ধরেই সোশ্যাল মিডিয়ায় চর্চিত হচ্ছে। তা হলো- ‘জাওয়ান’-এ কাজ করে নাখোশ নয়নতারা। শাহরুখ খান ও নির্মাতা অ্যাটলির ওপর নাকি বেজায় ক্ষুব্ধ তিনি। তাকে নাকি ছবিতে গুরুত্ব কম দেওয়া হয়েছে। অন্যদিকে দীপিকা পাড়ুকোনকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। আর এ কারণেই নাকি ‘জাওয়ান’র প্রচারে অংশ নেননি নয়নতারা; এমনকি ছবির সাকসেস পার্টিতেও হাজির হননি।
কিন্তু আসলেই কি তাই? না, বিষয়টি মোটেও এমন নয়। বরং গণমাধ্যমের অতিরঞ্জন আর সোশ্যাল মিডিয়ার ফিসফাসেই তিলকে তাল বানানো হয়েছে। মূলত নয়নতারা সিনেমার অনুষ্ঠান খুব একটা যান না। আর কথাটি স্পষ্ট ভাষায় জানালেন তার স্বামী, নির্মাতা ভিগনেশ শিবান।
সম্প্রতি ভিগনেশ ও নয়নতারা একত্রে একটি প্রসাধনী ব্র্যান্ড খুলেছেন। ‘৯স্কিন’ নামের সেই প্রতিষ্ঠানের উদ্বোধন করা হয়েছে মালয়েশিয়ায়। সেখানেই ভিগনেশ জানান তার স্ত্রীর ব্যতিক্রম বিশ্বাসের কথা। যেখানে সব নায়িকাই ছবির প্রচারে ছুটে যান নানা অনুষ্ঠানে, সেখানে নয়নতারা কেন আলাদা।
ভিগনেশ বলেন, ‘নয়নতারার যখন কোনও কিছুকে ঠিক মনে হবে, কেবল তখনই সে কাজটি করবে। এমন অনেক সময় দেখা গেছে যে, সে তার ছবির প্রচার করেনি। এর মানে এটা নয় যে, সিনেমা নিজেই নিজের প্রচারণা করবে। তবে নয়নতারা মন থেকে বিশ্বাস করে, প্রতিটি ভালো জিনিস নিজ থেকেই প্রচার হয়।’
এর আগে যখন ‘জাওয়ান’ ও নয়নতারাকে ঘিরে এই বিতর্ক চলছিল, তখন নায়িকার অনেক ভক্তও তার অনুষ্ঠানবিমুখতার বিষয়টি সামনে আনার চেষ্টা করেছিলেন। কিন্তু তাতে ফায়দা হয়নি খুব একটা।
প্রসঙ্গত, নয়নতারা অভিনীত নতুন আরেকটি ছবি মুক্তি পেয়েছে গত ২৮ সেপ্টেম্বর। ‘ইরাইভান’ নামের সেই তামিল ছবিতে তার নায়ক জয়ম রবি। এর বাইরে তার হাতে রয়েছে ‘টেস্ট’ ও নাম চূড়ান্ত না হওয়া একটি ছবির কাজ।
সূত্র: ইন্ডিয়া টুডে