X
রবিবার, ২৮ এপ্রিল ২০২৪
১৫ বৈশাখ ১৪৩১

দুই-তিন হাজার বছর পর একটা ছবি করছি: ওমর সানী

বিনোদন রিপোর্ট
০৯ অক্টোবর ২০২৩, ১৪:৪৯আপডেট : ০৯ অক্টোবর ২০২৩, ১৫:৫৯

নব্বই দশকে তার দাপট ছিল তুঙ্গে। নায়ক হিসেবে একের পর এক সফল সিনেমা উপহার দিয়েছেন। এরপর শূন্য দশকে ভিলেন চরিত্রেও বেশ কিছু কাজ করেছেন। কিন্তু আগের মতো সাফল্য আর সেভাবে আসেনি।

বলা হচ্ছে চিত্রনায়ক ওমর সানীর কথা। নায়ক ও ভিলেন পেরিয়ে তিনি এখন জ্যেষ্ঠ চরিত্রে কাজ করেন। তাও কালেভদ্রে। এই যেমন অনেক দিন পর একটি ছবিতে যুক্ত হলেন সম্প্রতি। যেটার নাম ‘ডেডবডি’। পরিচালনা ও প্রযোজনায় মো. ইকবাল।

ছবিটিতে যুক্ত হয়ে ওমর সানী নিজের অনুভূতি প্রকাশ করলেন আক্ষেপের সুরে। সেটা এরকম, ‘আমার জন্য দোয়া করবেন। প্রায় দুই থেকে তিন হাজার বছর পর একটা ছবি করছি। ভালো লাগছে। আশা করছি সুন্দর কিছু হবে।’

রবিবার (৮ অক্টোবর) রাতে বিএফডিসিতে ছবিটির মহরত অনুষ্ঠিত হয়। সেখানে হাজির হয়ে ওমর সানী জানান, অনেকে তাকে জিজ্ঞেস করে, সিনেমা পুরোপুরি ছেড়ে দিয়েছেন কিনা? তার দাবি, এমন কোনও কথা তিনি কখনও বলেননি।

মহরতে ‘ডেডবডি’ টিম ‘ডেডবডি’ ছবির প্রসঙ্গে সানীর ভাষ্য, ‘গল্পটা শোনার পর আমি ইকবালকে একটাই প্রশ্ন করেছিলাম, এই ক্যারেক্টারটা করা উচিত হবে কিনা? ও জবাবে বলেছে, এটা করা উচিত ওমর সানীর জন্য। তখন আমি রাজি হয়ে যাই।’

এদিকে পরিচালক ইকবাল বললেন, ‘বন্ধু ওমর সানী বলেছে সিনেমাটি নিয়ে ঈদে আসতে। আমি তো প্রায় ঈদেই আসি। আগামী ঈদেও আসব নতুন সিনেমা নিয়ে।’

এই ছবির নায়ক-নায়িকা হিসেবে থাকছেন জিয়াউল রোশান, মিষ্টি জাহান ও কলকাতার অন্বেষা রায় এনি। এছাড়াও অভিনয় করবেন শ্যামল মাওলা, রাশেদ মামুন অপুর মতো মেধাবী অভিনেতা। আগামী রোজার ঈদে ছবিটি মুক্তি পাবে বলে ঘোষণা দিয়েছেন পরিচালক।  

/কেআই/
সম্পর্কিত
ঈদ সিনেমার গান-চিত্র: কোন গানের দৌড় কতদূর
ঈদ সিনেমার গান-চিত্র: কোন গানের দৌড় কতদূর
বিয়ের তিন বছর পর নায়কের মেহেদি ও বিবাহোত্তর সংবর্ধনা
বিয়ের তিন বছর পর নায়কের মেহেদি ও বিবাহোত্তর সংবর্ধনা
নারায়ণগঞ্জের ভালবাসায় সিক্ত সজল-পূজা-রোশান
নারায়ণগঞ্জের ভালবাসায় সিক্ত সজল-পূজা-রোশান
পূজার ‘জ্বীন’ একা দেখতে পারলে লাখ টাকা পুরস্কার!
পূজার ‘জ্বীন’ একা দেখতে পারলে লাখ টাকা পুরস্কার!
বিনোদন বিভাগের সর্বশেষ
প্রেক্ষাগৃহ থেকে না নামতেই উঠলো পাঠ্যসূচিতে!
প্রেক্ষাগৃহ থেকে না নামতেই উঠলো পাঠ্যসূচিতে!
গানে গানে সরকারের সমালোচনা, ইরানি গায়কের মৃত্যুদণ্ড
গানে গানে সরকারের সমালোচনা, ইরানি গায়কের মৃত্যুদণ্ড
ঢাকাই নির্বাক ছবির মস্কো জয়, যেমনটা বললেন নির্মাতা
ঢাকাই নির্বাক ছবির মস্কো জয়, যেমনটা বললেন নির্মাতা
ফুরফুরে মেজাজে পান্নু
ফুরফুরে মেজাজে পান্নু
বাংলা গানের উন্নয়ন ও বিকাশে ‘অংশীজন সভা’
বাংলা গানের উন্নয়ন ও বিকাশে ‘অংশীজন সভা’