X
রবিবার, ২৮ এপ্রিল ২০২৪
১৫ বৈশাখ ১৪৩১

‘মানুষ’ ঝলক: জিতকে কেমন দেখালেন ঢাকাই নির্মাতা

বিনোদন রিপোর্ট
১৪ অক্টোবর ২০২৩, ১৩:০২আপডেট : ১৪ অক্টোবর ২০২৩, ১৩:৪৫

ঢাকার নির্মাতা সঞ্জয় সমদ্দার। নাটক, ওয়েব সিরিজ নির্মাণ করে নিজের দক্ষতার প্রমাণ দিয়েছেন। তবে তার প্রথম এবং সবচেয়ে আলোচিত কাজটির নাম ‘যে শহরে টাকা ওড়ে’। ২০২০ সালের এই টেলিফিল্ম বিপুল দর্শকপ্রিয়তা ও প্রশংসা পেয়েছিল। যেটার গল্পজুড়ে ছিল মানুষের জীবনে টাকার আধিপত্যের আখ্যান।

এবার পূর্ণদৈর্ঘ্য সিনেমা বানালেন সঞ্জয়। নাম ‘মানুষ’। নায়ক টলিউডের সুপারস্টার জিৎ। শুধু তাই নয়, ছবিটি প্রযোজনাও করছেন ‘সাথী’ তারকা। এ খবর পুরনো বটে। নতুন প্রসঙ্গ হলো, শনিবার (১৪ অক্টোবর) সকালে প্রকাশ্যে এসেছে ছবিটির টিজার।

প্রথম এই ঝলকে খুব বেশি কিছু যদিও বোঝা যায়নি। তবে এটুকু ইঙ্গিত পাওয়া গেলো, ‘মানুষ’র গল্পেও টাকা-রহস্যের ছাপ রেখেছেন নির্মাতা সঞ্জয়। ৫০ সেকেন্ডের এই টিজারে আড়াল থেকে জিতকে বলতে শোনা যায়, ‘আমি টাকা নয়, মানুষ গুণি’। আবার তিনি বলেছেন, ‘মানুষকে বিশ্বাস করা যায় না। আর টাকার ওপর বিশ্বাস হারানো পাপ।’

ছবিতে জিৎ নায়ক নাকি খলনায়ক, তা টিজারে অস্পষ্ট। তবে রহস্য আর মারকাট অ্যাকশন যে থাকছে, সেটা পরিষ্কার। তার সঙ্গে আলাদাভাবে নজর কেড়েছেন অভিনেতা জীতু কমল। যিনি এর আগে ‘অপরাজিত’ ছবিতে সত্যজিৎ রায়ের চরিত্রে অভিনয় করে ভূয়সী প্রশংসা পেয়েছেন। ‘মানুষ’-এ একেবারে ভিন্ন অবতারে দেখা দিয়েছেন তিনি।

টিজারে মিম পাশাপাশি ঢাকার নায়িকা বিদ্যা সিনহা মিম ও টলিউডের অভিনেত্রী সুস্মিতা চট্টোপাধ্যায়কেও এক ঝলকে দেখা গেছে। টিজারটি শেয়ার করে নায়ক জিৎ লিখেছেন, ‘যখন বিশ্বাস আর ক্রোধ একই পথে চলে…।’ 

গত ১১ অক্টোবর ভারতের সেন্সর বোর্ড থেকে ছাড়পত্র পেয়েছে ‘মানুষ’ ছবিটি। সব কিছু ঠিক থাকলে আগামী ২৪ নভেম্বর এটি মুক্তি পাবে দেশটির প্রেক্ষাগৃহে। তবে বাংলাদেশে ছবিটি মুক্তি পাবে কিনা, পেলেও তা কবে নাগাদ, তা এখনও জানা যায়নি। 

‘মানুষ’র টিজার:

 

 

/কেআই/এমএম/
সম্পর্কিত
এই গরমে শিরোনামহীনের শীতল সুর!
এই গরমে শিরোনামহীনের শীতল সুর!
সন্ধ্যা নামিলো শ্যাম: গানে ও চিত্রে মুগ্ধতার সমন্বয়
সন্ধ্যা নামিলো শ্যাম: গানে ও চিত্রে মুগ্ধতার সমন্বয়
ঈদ নাটক: ভিউতে এগিয়ে থাকা ১০
ঈদ নাটক: ভিউতে এগিয়ে থাকা ১০
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
বিনোদন বিভাগের সর্বশেষ
গানে গানে সরকারের সমালোচনা, ইরানি গায়কের মৃত্যুদণ্ড
গানে গানে সরকারের সমালোচনা, ইরানি গায়কের মৃত্যুদণ্ড
ঢাকাই নির্বাক ছবির মস্কো জয়, যেমনটা বললেন নির্মাতা
ঢাকাই নির্বাক ছবির মস্কো জয়, যেমনটা বললেন নির্মাতা
ফুরফুরে মেজাজে পান্নু
ফুরফুরে মেজাজে পান্নু
বাংলা গানের উন্নয়ন ও বিকাশে ‘অংশীজন সভা’
বাংলা গানের উন্নয়ন ও বিকাশে ‘অংশীজন সভা’
বোনকে নিয়ে সনু নিগমের প্রথম গান!
বোনকে নিয়ে সনু নিগমের প্রথম গান!