X
শনিবার, ০৩ মে ২০২৫
২০ বৈশাখ ১৪৩২

এক গানে ১০ শিল্পী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ অক্টোবর ২০২৩, ১৯:০৬আপডেট : ২০ অক্টোবর ২০২৩, ১৩:৩৮

দেশের একাধিক প্রজন্মের ১০ জন শিল্পী একত্র হয়েছেন একটি গানে। যেটার শিরোনাম ‘শাবাশ সোনার বাংলাদেশ’। দেশাত্মবোধক এই গান বৃহস্পতিবার (১৯ অক্টোবর) আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়েছে।

সচিবালয়ের তথ্য অধিদফতর সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সেই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। এছাড়াও উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

গানটির কথা লিখেছেন হাসানুজ্জামান মাসুম। সুর ও সংগীতায়োজন করেছেন বাপ্পা মজুমদার। ভিডিও নির্দেশনায় গাজী শুভ্র। গানটিতে কণ্ঠ দিয়েছেন নকীব খান, ফাহমিদা নবী, বাপ্পা মজুমদার, এলিটা করিম, দিলশাদ নাহার কণা, সোমনূর মনির কোনাল, কিশোর দাস, জামান সাইফ, সাজ্জাদ হোসেন শাওন ও ইমরান মাহমুদুল।

বক্তব্য রাখছিলেন তথ্যমন্ত্রী তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেন, ‘আজকের প্রেক্ষাপটে এমন একটি গান রচনার জন্য আমি গীতিকারকে এবং সুরকার বাপ্পা মজুমদারসহ যারা এতে অংশ নিয়েছেন তাদের ধন্যবাদ জানাই। আমি গানের একজন ভালো শ্রোতা। এই গানটির মিউজিক কম্পোজিশন খুবই ভালো। গানটির মধ্যে আত্মমর্যাদার কথা রয়েছে। এই দেশটা আমাদের এবং আমাদের দেশ কীভাবে চলবে সেই সিদ্ধান্ত নেবে দেশের মানুষ, আমরা, বাইরের কেউ নয়। সেই কথাটা এই গানের মধ্যে আছে।’

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এ উদ্যোগের ভূয়সী প্রশংসা করে বলেন, ‘জাতিগত উন্নয়নের জন্য এ ধরনের সংস্কৃতিচর্চাকে এগিয়ে নিতে হবে।’

গানের পোস্টার উন্মোচন বক্তৃতা শেষে উদ্বোধনী পরিবেশনার আগে শিল্পীদের নিয়ে গানটির পোস্টার উন্মোচন করেন তথ্যমন্ত্রী।

/এসআই/কেআই/এমওএফ/
সম্পর্কিত
মাগুরার আছিয়াকে নিয়ে বাপ্পার গান
মাগুরার আছিয়াকে নিয়ে বাপ্পার গান
কাদের-হাছানসহ ১০ জনের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারি করতে চিঠি
কাদের-হাছানসহ ১০ জনের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারি করতে চিঠি
স্ত্রীসহ সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদের বিরুদ্ধে দুদকের ২ মামলা
বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ স্ত্রীসহ সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদের বিরুদ্ধে দুদকের ২ মামলা
কেমন সাড়া ফেলেছে সিয়াম-বুবলীর গান!
কেমন সাড়া ফেলেছে সিয়াম-বুবলীর গান!
বিনোদন বিভাগের সর্বশেষ
শহীদ মাহমুদ জঙ্গী: আড্ডাময় সমৃদ্ধ এক সংগীতজীবন
গীতিকবির গল্পশহীদ মাহমুদ জঙ্গী: আড্ডাময় সমৃদ্ধ এক সংগীতজীবন
কুমকুম রানীকে নৃত্যাঞ্চল পদক প্রদান
কুমকুম রানীকে নৃত্যাঞ্চল পদক প্রদান
আগুনে পুড়ে মার্কিন সংগীতশিল্পীর মৃত্যু
আগুনে পুড়ে মার্কিন সংগীতশিল্পীর মৃত্যু
সত্যজিতের জন্মদিনে ‘প্রিয় সত্যজিৎ’
সত্যজিতের জন্মদিনে ‘প্রিয় সত্যজিৎ’
ট্রেলারে আগ্রহ বাড়ালেন জয়া-মহসিনা, মুক্তি ১৬ মে
ট্রেলারে আগ্রহ বাড়ালেন জয়া-মহসিনা, মুক্তি ১৬ মে