X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

চঞ্চল ভাইকে এভাবে কখনও পর্দায় দেখা যায়নি: ফারিণ

বিনোদন রিপোর্ট
০৩ নভেম্বর ২০২৩, ২০:৫২আপডেট : ০৬ নভেম্বর ২০২৩, ১২:৫৩

উপমহাদেশে যে’কজন নির্মাতা সিনেমার ভাষা শিখিয়েছেন, পরবর্তী প্রজন্মের জন্য পথের বিস্তার করেছেন, তাদের একজন মৃণাল সেন। সত্যজিৎ রায়ের পর তাকেই ভারতীয় চলচ্চিত্রের সেরা নির্মাতা হিসেবে গণ্য করা হয়। ক্যামেরার পেছনের এই নির্মাতার জীবন পর্দায় তুলে ধরলেন ঢাকাই অভিনেতা চঞ্চল চৌধুরী।

মৃণাল সেনের জীবনের ঘটনাপ্রবাহ নিয়ে সিনেমা বানিয়েছেন টলিউডের সৃজিত মুখার্জি। নাম দিয়েছেন ‘পদাতিক’। ২ নভেম্বর সেই ছবিটি প্রথমবার প্রদর্শিত হলো লন্ডন ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে। যেখানে অতিথি হিসেবে হাজির ছিলেন সৃজিত ও চঞ্চল। তাদের সঙ্গে কাকতালীয়ভাবে ওই উৎসবে ছিলেন ঢাকাই অভিনেত্রী তাসনিয়া ফারিণও। সুযোগটি মিস না করে একসঙ্গেই ছবিটি দেখলেন তিনি।

এরপর সেটির প্রতিক্রিয়া জানাতে ভুল করলেন না অভিনেত্রী। চঞ্চল চৌধুরীর সঙ্গে সেলফি প্রকাশ করে ফারিণ বলে দিলেন, ‘চঞ্চল ভাইকে এভাবে আগে কখনও পর্দায় দেখা যায়নি।’ মানে, এমন চঞ্চল চৌধুরীকে দর্শকরা আগে কখনও পর্দায় দেখেননি, যেমনটা তিনি দেখলেন।

‘পদাতিক’ শো শেষে ফারিণ ও চঞ্চল তিনি বলেন, ‘‘গতকাল (২ নভেম্বর) বার্মিংহামে দেখে ফেললাম ‘পদাতিক’। মজার ব্যাপার হলো আমার প্রথম ছবি ‘আরো এক পৃথিবী’-এর প্রমোশনের জন্য যখন আমি কলকাতা যাই, তখন চঞ্চল ভাই ‘পদাতিক’-এর শুটিং করছিলেন। সত্যিই জীবন একটা সার্কেলের মতো।’’ বোঝালেন, ঢাকার মেয়ে হয়েও ঘুরে ফিরে কলকাতা হয়ে লন্ডনে দেখা হয়ে গেলো তাদের।

কিন্তু সিনেমাটা কেমন হলো? এমন অ্যাঙ্গেল থেকে ফারিণ বলেন, ‘সৃজিত দার আরেকটি পরিশীলিত কাজ এটি। যেখানে মৃণাল সেনের শুধু জীবন নয় বরং তাঁর পরিচালনার ধরন, সিনেমা, দর্শন, আদর্শ সবকিছুর মেলবন্ধন ঘটেছে। সেই সাথে কোথায় যেন নিজের বিবেকের মুখোমুখি হতে হয়। আয়নায় নিজ প্রতিবিম্ব ফুটে ওঠে।’

মৃণাল সেনের চরিত্রে চঞ্চল চৌধুরীর প্রশংসায় পঞ্চমুখ ফারিণ। বললেন, ‘এটা চঞ্চল ভাইর আরেকটি গ্রাউন্ড ব্রেকিং পারফরম্যান্স। এমন তীক্ষ্ণ অভিনয় সচরাচর মেলে না। পুরো টিমকে সাধুবাদ। ছবিটি নতুন বছরে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে, অথচ আমার তর সইছে না।’

‘পদাতিক’-এ চঞ্চল চৌধুরী গত ২৫ অক্টোবর থেকে শুরু হয়ে আগামী ৪ নভেম্বর যুক্তরাজ্যের চারটি শহর লন্ডন, বার্মিংহাম, ম্যানচেস্টার ও লিডসে চলছে লন্ডন ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল। বার্মিংহামের ‘রিজেন্ট স্ট্রিট সিনেমায় হয়েছে ‘পদাতিক’-এর এই প্রদর্শনী।

‘পদাতিক’ এবং মৃণাল সেনকে নিয়ে চঞ্চল আগেই বলেছেন, ‘শুধু দেখতে একরকম হওয়া একটি বায়োপিকের জন্য যথেষ্ট নয়, বিশেষ করে মৃণাল সেনের মতো একজন কিংবদন্তির ক্ষেত্রে। আমার চেষ্টা ছিল তার ভেতরকার অনুভূতি ধারণ করার। সেই চ্যালেঞ্জটা আমি নিয়েছি। মানুষ হয়তো মৃণাল সেনের ছবি দেখেছেন, জেনেছেন। কিন্তু তার জীবনাদর্শ জানেন না। মানুষের কাছে সেই অজানা বিষয়গুলো তুলে ধরাই আমাদের দায়িত্ব ছিল।’

লন্ডনের আকাশে চঞ্চল ও সৃজিত মৃণাল সেন নির্মিত ‘পদাতিক’ মুক্তি পেয়েছিল ১৯৭৩ সালে। সেই একই নামে তার বায়োপিক নির্মাণ করছেন সৃজিত মুখার্জি। জানালেন, ছোটবেলা থেকেই তিনি মৃণাল সেন দ্বারা দারুণভাবে অনুপ্রাণিত। কিংবদন্তি এই চলচ্চিত্রকারকে সৃজিতের ভাষ্য, ‘একজন ভারতীয় নির্মাতা হিসেবে তার অনেকগুলো দিক ছিল। তিনি এমন একজন মানুষ ছিলেন, যিনি প্রযোজকদের সঙ্গে বাজেট বাড়ানো নয়, বরং কমানোর জন্য তর্ক করতেন। কারণ তিনি জানতেন, বাজেট বাড়লে কাজের মধ্যে প্রযোজকের হস্তক্ষেপও বাড়বে। তিনি একটা ক্যামেরা নিয়ে রাস্তায় বেরিয়ে পড়তেন এবং শুটিং প্রক্রিয়া খুব স্বতঃস্ফূর্ত ছিল। আমি যখনই কলকাতা বা ভারতের কোনও শহরে শুটিং করি, তখন যেন মনে মনে মৃণাল সেনকে উদযাপন করি।’

এই সিনেমায় মৃণাল সেনের স্ত্রী গীতা সেনের ভূমিকায় অভিনয় করেছেন কলকাতার মনামী ঘোষ। ঢাকার মিরপুরে তাসনিয়া ফারিণ

/এমএম/
সম্পর্কিত
শাকিবের সঙ্গে ব্যক্তিগত সম্পর্কের জায়গা অন্যরকম: চঞ্চল
শাকিবের সঙ্গে ব্যক্তিগত সম্পর্কের জায়গা অন্যরকম: চঞ্চল
ঈদ শুভেচ্ছায় যা বলছেন তারকারা
ঈদ শুভেচ্ছায় যা বলছেন তারকারা
ওটিটি: দুই উৎসব, দুই সিনেমা, দুই সিরিজ
ওটিটি: দুই উৎসব, দুই সিনেমা, দুই সিরিজ
অভিনেত্রী ফারিণের প্রথম গান ‘রঙিলা’, সঙ্গে তাহসান
অভিনেত্রী ফারিণের প্রথম গান ‘রঙিলা’, সঙ্গে তাহসান
বিনোদন বিভাগের সর্বশেষ
আট গল্পের প্রদর্শনী ‘অল দ্যাট ওয়েদারস’
আট গল্পের প্রদর্শনী ‘অল দ্যাট ওয়েদারস’
অপু-বুবলীর ‘কথাযুদ্ধ’ চলমান, মাঝে শাকিবের বিয়ে গুঞ্জন!
অপু-বুবলীর ‘কথাযুদ্ধ’ চলমান, মাঝে শাকিবের বিয়ে গুঞ্জন!
ইরফান খান: জীবনের মোড় ঘুরেছিল ২০০ রুপির অভাবে!
প্রয়াণ দিনে স্মরণইরফান খান: জীবনের মোড় ঘুরেছিল ২০০ রুপির অভাবে!
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
প্রেক্ষাগৃহ থেকে না নামতেই উঠলো পাঠ্যসূচিতে!
প্রেক্ষাগৃহ থেকে না নামতেই উঠলো পাঠ্যসূচিতে!