X
রবিবার, ১৯ মে ২০২৪
৫ জ্যৈষ্ঠ ১৪৩১

নাম পুষ্প, কিন্তু তিনি অ্যাকশন লেডি!

বিনোদন রিপোর্ট
০৯ নভেম্বর ২০২৩, ১২:৩৬আপডেট : ০৯ নভেম্বর ২০২৩, ১৩:৪৪

পুষ্প তথা ফুল তার নাম। কিন্তু ফুলের মতো কোমল নয়, তার মন বেশ শক্ত। রীতিমতো মারপিট করেন। যাকে বলা হয় অ্যাকশন লেডি। এমন অবতারেই শুক্রবার (১০ নভেম্বর) বড় পর্দায় আসছেন তরুণ অভিনেত্রী মানসী প্রকৃতি। ছবির নাম ‘যন্ত্রণা’। 

আরিফুর জামান আরিফ পরিচালিত এই ছবিতে প্রকৃতির নায়ক আদর আজাদ। এটি নায়িকার অভিনীত ষষ্ঠ ছবি হলেও, মুক্তির নিরিখে চতুর্থ। মাঝে লম্বা সময় ছোট পর্দায় সময় দিয়েছেন। তাই পুনরায় সিনেমায় এসে বেশ উচ্ছ্বসিত তিনি। 

‘যন্ত্রণা’ ছবিতে অভিনয়ের প্রসঙ্গে মানসী প্রকৃতি বললেন, ‘লেডি অ্যাকশন গল্পে সিনেমাটি নির্মিত হয়েছে। আমার চরিত্রের নাম পুষ্প। পুষ্পকে ঘিরেই গল্পটি এগিয়ে যাবে। অ্যাকশন চরিত্রে এবারই প্রথম অভিনয় করেছি। এটা অনেক চ্যালেঞ্জিং চরিত্র। প্রচুর মারপিটের দৃশ্য আছে। চেষ্টা করেছি পর্দায় অ্যাকশন লেডির রুদ্রমূর্তি ফুটিয়ে তুলতে। বাকিটা দর্শক বিবেচনা করবেন।’

প্রকৃতির অভিষেক হয়েছিল ‘শেষ কথা’ ছবির মাধ্যমে। এরপর আরও দুটি ছবিতে তাকে দেখা গেছে। বর্তমানে তার অভিনীত আরও দুটি ছবি রয়েছে মুক্তির অপেক্ষায়। এগুলো হলো- ‘দুই ঘণ্টা দশ মিনিট’ ও ‘রং রোড-আদুরী অধ্যায়’। এছাড়া টিভি নাটকের কাজেও রয়েছে তার ব্যস্ততা। সম্প্রতি কিছু নাটকের কাজ সেরেছেন। সেগুলো ক্রমান্বয়ে আসবে প্রচারে। 

উল্লেখ্য, ‘যন্ত্রণা’ ছবিতে আরও অভিনয় করেছেন শতাব্দী ওয়াদুদ, ডন, বড়দা মিঠু, সায়মা স্মৃতি, আশরাফ কবির, সোহেল রশিদ, গাঙ্গুয়া, জাহিদ, পারভেজ সুমন, শেখ স্বপ্না, পারভিন আক্তার, অতিথি শিল্পী তনামি হক প্রমুখ। এটি প্রযোজনা করেছে স্মার্ট মাল্টিমিডিয়া।

/কেআই/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
রাইমা নাকি সুচিত্রা!
রাইমা নাকি সুচিত্রা!
জুনে ‘সংবাদ’ তৈরিতে নামছেন তারা
জুনে ‘সংবাদ’ তৈরিতে নামছেন তারা
সন্ধ্যায় করতালি পেয়ে সেলেনার কান্না, রাতে কেট ব্ল্যানচেটের আলো
কান উৎসব ২০২৪সন্ধ্যায় করতালি পেয়ে সেলেনার কান্না, রাতে কেট ব্ল্যানচেটের আলো
বাবার জন্মশতবর্ষে কন্যার বর্ণিল আয়োজন
স্মরণে কলিম শরাফীবাবার জন্মশতবর্ষে কন্যার বর্ণিল আয়োজন
ঢাকায় প্রথমবার ‘পপাই’র একক কনসার্ট
ঢাকায় প্রথমবার ‘পপাই’র একক কনসার্ট