X
শুক্রবার, ০৯ মে ২০২৫
২৬ বৈশাখ ১৪৩২

‘মুজিব’র দীর্ঘ ভ্রমণ শেষে ‘নীলচক্র’

বিনোদন রিপোর্ট
১০ নভেম্বর ২০২৩, ১৫:৩২আপডেট : ১০ নভেম্বর ২০২৩, ১৬:৪৫

কম হলেও গত তিন বছর আরিফিন শুভ একরকম আটকে ছিলেন ‘মুজিব’ ছবির ইউনিটে। ছবিটি মুক্তি পাওয়া মানে অভিনেতার জন্য যুদ্ধজয়ের স্বস্তি পাওয়া। সেটি থেকে প্রশংসা পেলে তো আর কথাই নেই। যেন বাতাসে ভাসছেন ঢাকাই সিনেমার এই পারফেকশনিস্ট।

বলছিলেনও বার বার, এমন সিনেমা করার পর আর কোনও কাজ না করলেও আক্ষেপ থাকবে না তার।

তবে সেই ফ্যান্টাসি পেরিয়ে ফের নতুন কাজে মন বাসাতে যাচ্ছেন আরিফিন শুভ। ‘নীলচক্র’ নামের সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। এটি পরিচালনা করছেন মিঠু খান। চিত্রনাট্য ও কাহিনি বিন্যাস করেছেন নাজিম উদ দৌলা ও মিঠু খান। দ্রুতই সিনেমাটির শুটিং শুরু হতে যাচ্ছে বলে গণমাধ্যমে খবর পাঠিয়েছে টিম শুভ।

আরিফিন শুভ ‘নীলচক্র’য় চুক্তিবদ্ধ হওয়ার খবর নিশ্চিত করেছেন আরিফিন শুভ। তবে এবারও কাজ শেষ না করে এ নিয়ে বিস্তারিত কথা বলতে নারাজ নায়ক। শুধু এটুকু বললেন, ‘দর্শক সমসাময়িক একটি গল্প দেখতে পাবেন। গল্পের প্যাটার্ন ডার্ক, সঙ্গে আরও কিছু আছে।’

এরই মধ্যে সিনেমাটির অ্যানাউন্সমেন্ট পোস্টার প্রকাশ হয়েছে, যেখানে রক্তের সঙ্গে প্রযুক্তির এক মিশেল দেখা যাচ্ছে।

ফিল্ম ফায়োস প্রোডাকশন প্রযোজিত ও ফিল্ম লাইফ প্রোডাকশন নিবেদিত এই সিনেমায় আরিফিন শুভর সঙ্গে আরও অভিনয় করছেন মন্দিরা চক্রবর্তী, ফজলুর রহমান বাবু, দীপান্বিতা মার্টিন, শাহেদ আলী, টাইগার রবি, মনির আহমেদ শাকিল, প্রিয়ন্তী ঊর্বী, মাসুম রেজওয়ান, ডলার প্রমুখ। আরিফিন শুভ

/এমএম/
সম্পর্কিত
বোর্ড বলছে সব বয়সী দর্শকের সিনেমা ‘নীলচক্র’
বোর্ড বলছে সব বয়সী দর্শকের সিনেমা ‘নীলচক্র’
আগুন জ্বালিয়ে ফিরলেন আরিফিন শুভ
আগুন জ্বালিয়ে ফিরলেন আরিফিন শুভ
গোল্ডেন স্টেট ফিল্ম ফেস্টিভ্যালে ‘নীলচক্র’
গোল্ডেন স্টেট ফিল্ম ফেস্টিভ্যালে ‘নীলচক্র’
বলিউড সিরিজে শুভ, সঙ্গে সৌরসেনী মৈত্র
বলিউড সিরিজে শুভ, সঙ্গে সৌরসেনী মৈত্র
বিনোদন বিভাগের সর্বশেষ
ট্রেলারে ‘গুলমোহর’ যেমন
ট্রেলারে ‘গুলমোহর’ যেমন
কান ক্ল্যাসিকসে চার্লি চ্যাপলিনের সঙ্গে সত্যজিৎ রায়
কান ক্ল্যাসিকসে চার্লি চ্যাপলিনের সঙ্গে সত্যজিৎ রায়
বাবাকে ‘মিথ্যাবাদী’ বললেন নওয়াজ!
বাবাকে ‘মিথ্যাবাদী’ বললেন নওয়াজ!
একসঙ্গে আফজাল-শাকিব
একসঙ্গে আফজাল-শাকিব
কেন সুপারহিট ‘লিও’ ছেড়েছিলেন সাই পল্লবী?
কেন সুপারহিট ‘লিও’ ছেড়েছিলেন সাই পল্লবী?