X
বুধবার, ০২ জুলাই ২০২৫
১৮ আষাঢ় ১৪৩২

প্রাক্তনের বিয়ে বন্ধুর সঙ্গে, ঢাকার গানে অনুপমের আশ্রয়!

বিনোদন ডেস্ক
২৭ নভেম্বর ২০২৩, ১৭:২৭আপডেট : ২৮ নভেম্বর ২০২৩, ১২:৪৯

রবিবার (২৬ নভেম্বর) মধ্য রাতেই কলকাতার শোবিজ পাড়ায় জানাজানি হয়ে যায় যে, অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় বিয়ে করতে চলেছেন। পাত্রীর নাম পিয়া চক্রবর্তী। হ্যাঁ, সেই পিয়া, যার সঙ্গে ছয় বছরের সংসার ছিল নন্দিত সংগীতশিল্পী অনুপম রায়ের। ২০২১ সালে তাদের বিচ্ছেদ হয়। 

অনুপম-পিয়া দম্পতির দারুণ বন্ধু ছিলেন পরমব্রত। কিন্তু সেই বন্ধুতার আড়ালে ঘনিষ্ঠ হয়ে যান পরম-পিয়া। শোনা যায়, পরমব্রতর সঙ্গে প্রেমের কারণেই অনুপমের সঙ্গে বিচ্ছেদ করেছিলেন পিয়া। অবশেষে সেই গুঞ্জনই যেন সত্যি হয়ে ধরা দিয়েছে। সোমবার (২৭ নভেম্বর) দুপুরেই পারিবারিক আয়োজনে তারা বিয়ে করেছেন বলে জানিয়েছে কলকাতার গণমাধ্যম এই সময়। যদিও শোনা যাচ্ছিল, বিয়েটা সন্ধ্যায় হবে। তবে সর্বশেষ রিপোর্ট অনুযায়ী, দুপুরেই কাগুজে আনুষ্ঠানিকতা সেরেছেন পরম-পিয়া।

বন্ধুত্বের দিনে অনুপম-পিয়া-পরমব্রত

এদিকে প্রাক্তন স্ত্রীর বিয়ের খবর প্রকাশ্যে আসার পর থেকে সোশ্যাল হ্যান্ডেলে পরপর কয়েকটি পোস্ট করেছেন অনুপম রায়। যদিও সেগুলোতে সরাসরি কিছু বলা নেই। তবু দুই-দুই চার মিলিয়ে নিচ্ছে নেটিজেনরা।

ইনস্টাগ্রাম স্টোরিতে অনুপম এক ভক্তের পোস্ট শেয়ার করেন। যেই ছবিতে লেখা রয়েছে- ‘এ শহর পারবে না ঠেকাতে জানি, তোমার চলে যাওয়া’। এটি মূলত ঢাকার তরুণ শিল্পী আহমেদ হাসান সানির জনপ্রিয় গানের লাইন। যেটা কবিতা হিসেবে লিখেছেন মুয়ীজ মাহফুজ। কলকাতায়ও গানটি বেশ জনপ্রিয়তা পেয়েছে।

অনুপমের ইনস্টাগ্রাম স্টোরি (বামে) ও আহমেদ হাসান সানি শুধু এটাই নয়, রবিবার রাতে একটি বইয়ের ছবি পোস্ট করেন অনুপম। যেটার ওপরে লেখা, ‘ভাত কাপড়ের ভাবনা এবং কয়েকটি আটপৌরে দার্শনিক প্রয়াস’। ছবিটির ক্যাপশনে বইয়ের লেখক অরিন্দম চক্রবর্তীর একটি উক্তির মাধ্যমে যেন নিজের মনের বিষাদটুকু প্রকাশ করেছেন অনুপম। সেটা এরকম, ‘নিজেই নিজেকে মারা, অন্যকে দিয়ে নিজেকে মারানো আর নিজেকে মরতে দেওয়া-এই তিনভাবেই আত্মহত্যা সম্ভব। কাজেই নিজেকে উদ্যোগ নিয়ে নিজেকে মারতে হবে-এমন নয়।’

প্রিয় শিল্পীর এসব পোস্ট দেখে ভক্তরাও তার মনের অবস্থা আঁচ করতে পারছেন। তাই তাকে সাহস-সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছেন অনেকে। কেউ বলেছেন, ‘প্লিজ, এরকম ভালো লাগে না। আনন্দে থাকো, মেনে নাও’, কেউ আবার লিখেছেন, ‘শক্ত থাকুন। আমার মনে হয় আপনি আরও ভালো কাউকে পাবেন’।

অনুপম রায় এদিকে পরমব্রত-পিয়ার বিয়ের দিনে কলকাতায় নেই অনুপম রায়। সংবাদ প্রতিদিনের খবর অনুসারে, তিনি বর্তমানে রয়েছেন যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকোতে। শনিবারই (২৫ নভেম্বর) সেখানে পৌঁছেছেন শিল্পী। আর হাজার মাইল দূরে থেকেই যেন নিজের মনের হাহাকারগুলো সোশ্যাল হ্যান্ডেলে শেয়ার করছেন, পরোক্ষভাবে।

/কেআই/
সম্পর্কিত
ফ্রান্সে বিয়ের আসরে কনেকে গুলি করে হত্যা
ফ্রান্সে বিয়ের আসরে কনেকে গুলি করে হত্যা
ইডেনের সেই ছাত্রীকে কারাগারে বিয়ে করেছেন নোবেল
ইডেনের সেই ছাত্রীকে কারাগারে বিয়ে করেছেন নোবেল
নবদম্পতির বনিবনা না হওয়ায় ঘটককে গাছে বেঁধে মারধর
নবদম্পতির বনিবনা না হওয়ায় ঘটককে গাছে বেঁধে মারধর
বাবা হলেন পরমব্রত
বাবা হলেন পরমব্রত
বিনোদন বিভাগের সর্বশেষ
সিনেমা নির্মাণে সংগীত পরিচালক ইমন সাহা
সিনেমা নির্মাণে সংগীত পরিচালক ইমন সাহা
৯ কোটি টাকা অনুদান পাচ্ছে ৩২টি চলচ্চিত্র
৯ কোটি টাকা অনুদান পাচ্ছে ৩২টি চলচ্চিত্র
ধর্ম ইস্যুতে অভিনেতা সামনে আনলেন ছেলের জন্মসনদ!
ধর্ম ইস্যুতে অভিনেতা সামনে আনলেন ছেলের জন্মসনদ!
৩৬ দিনে ৩৬ পর্বের ‘৩৬ জুলাই’
৩৬ দিনে ৩৬ পর্বের ‘৩৬ জুলাই’
৩ জুলাই থেকে শ্যামল মাওলার থ্রিলার
৩ জুলাই থেকে শ্যামল মাওলার থ্রিলার