X
শুক্রবার, ০৯ মে ২০২৫
২৬ বৈশাখ ১৪৩২

এবার ‘ইয়াং স্টার’ হলেন ঢাকার অন্তু

বিনোদন রিপোর্ট
০১ ডিসেম্বর ২০২৩, ১৫:০২আপডেট : ০১ ডিসেম্বর ২০২৩, ১৫:০৪

সংগীত বিষয়ক টিভি রিয়েলিটি শো ‘ইয়াং স্টার’ এর ২য় সিজনে চ্যাম্পিয়ন হয়েছেন ঢাকার প্রতিযোগী জাহিদ অন্তু। তিনি পেয়েছেন নগদ ৩ লাখ টাকার চেক। এছাড়া প্রথম রানারআপ হয়েছেন অনিক সূত্রধর আর ২য় রানারআপ হয়েছেন যৌথভাবে আদিবা কামাল ও অঙ্কিতা মল্লিক। 

গ্র্যান্ড ফিনালে আয়োজনটি ৩০ নভেম্বর রাত ৮টায় আরটিভির পর্দায় সম্প্রচার হয়।

আয়োজনটি প্রসঙ্গে আরটিভির প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক রহমান বলেন, ‘চূড়ান্ত পর্বে যারা প্রতিযোগিতা করছে তাদের সবাই আমাদের কাছে যোগ্য। সম্মানিত বিচারকগণ তাদের মধ্য থেকে শ্রেষ্ঠ নির্বাচন করেছেন। বাংলাদেশের এতো তরুণ শিল্পীদের প্রতিভা দেখে আমি খুবই আনন্দিত। এই শিল্পীরাই আগামীর বাংলাদেশ। তারাই বাংলা গানকে বিশ্ব দরবারে প্রসার ঘটাবে।’

পুরস্কারপ্রাপ্তরা তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, ‘বাংলা গান নিয়ে আরটিভির এ ধরণের একাধিক প্রতিযোগিতা রয়েছে যেগুলো দেশের পাশাপাশি বিদেশেও বাংলা গানের চর্চাকে প্রাণ দিয়েছে। আমি তাদের এ আয়োজনে অভিভূত।’

আরটিভির লোকগানের রিয়েলিটি শো ‘বাংলার গায়েন’ ও ‘বাংলার গায়েন ইউএসএ’ এবং তরুণ সংগীত শিল্পীদের অংশগ্রহণে রিয়েলিটি শো ‘ইয়াং স্টার’ ও ‘ইয়াং স্টার ইউএসএ’-এর সফলতার ধারাবাহিকতায় এবার আয়োজন করা হয় ‘ইয়াং স্টার’ সিজন-২। এতে বিচারক হিসেবে দায়িত্ব পালন করেছেন সংগীত পরিচালক ইমন সাহা, গীতিকবি কবির বকুল এবং কণ্ঠশিল্পী সানিয়া সুলতানা লিজা। 

আয়োজনটির উপস্থাপনা করেছেন ইমতু রাতিশ ও রুহানি সালসাবিল লাবণ্য। বক্তব্য রাখছিলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী

/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
নতুন গানে টিনা রাসেলের ব্যাকুলতা
নতুন গানে টিনা রাসেলের ব্যাকুলতা
ট্রেলারে ‘গুলমোহর’ যেমন
ট্রেলারে ‘গুলমোহর’ যেমন
কান ক্ল্যাসিকসে চার্লি চ্যাপলিনের সঙ্গে সত্যজিৎ রায়
কান ক্ল্যাসিকসে চার্লি চ্যাপলিনের সঙ্গে সত্যজিৎ রায়
বাবাকে ‘মিথ্যাবাদী’ বললেন নওয়াজ!
বাবাকে ‘মিথ্যাবাদী’ বললেন নওয়াজ!
একসঙ্গে আফজাল-শাকিব
একসঙ্গে আফজাল-শাকিব