X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

দেশের স্পটিফাই শ্রোতারা কী শোনেন, দেখুন পুরো তালিকা

বিনোদন রিপোর্ট
০৩ ডিসেম্বর ২০২৩, ১৯:৪২আপডেট : ০৪ ডিসেম্বর ২০২৩, ১৩:১১

বিশ্বখ্যাত মিউজিক স্ট্রিমিং সাইট স্পটিফাই। যেখানে রয়েছে ৭০ মিলিয়নেরও বেশি গানের সমৃদ্ধ এক ভাণ্ডার। যার মাধ্যমে বিশ্বের সব শ্রোতা বিনামূল্যে যে কোনও গান উপভোগ করার সুযোগ পান। বাংলাদেশের শ্রোতাদের কাছেও এই সাইটটি বেশ জনপ্রিয়।

তারই রেশ মিলেছে বছরের শেষ প্রান্তে এসে প্রকাশিত তালিকা থেকে। যে তালিকায় রয়েছে ২০২৩ সালে বাংলাদেশের শ্রোতাদের পছন্দের ৫০টি গান। তালিকাটি স্পটিফাই তৈরি করেছে বছরজুড়ে স্ট্রিমিং-এর সংখ্যা হিসাব করে। এরমধ্যে বাংলাদেশের মানুষ সবচেয়ে বেশি শুনেছে ‘বিটিএস’ সদস্য জাং কুকের ‘সেভেন’ গানটি। তবে কতবার শুনেছে, সেই সংখ্যা উল্লেখ করেনি কর্তৃপক্ষ।

এদিকে এই তালিকায় বাংলাদেশের গান হিসেবে সবচেয়ে এগিয়ে আছে মুজার তৈরি হাবিব ওয়াহিদের কণ্ঠে ‘বেণি খুলে’। তালিকার ৬ নম্বরে অবস্থান করা এই বাংলা গানটি বাংলাদেশের শ্রোতারা সবচেয়ে বেশিবার শুনেছে। 

ফৌজিয়া সুলতানা ও মুজার লেখা এই গানটির সুর করেছেন রাসেল আলী, মুজা ও ফুয়াদ। গানটিতে রয়েছে সিলেটের আঞ্চলিক ভাষা, ইংরেজি এবং চলিত ভাষার ব্যবহার। সিলেটের আঞ্চলিক ভাষা এবং ইংরেজি অংশ গেয়েছেন মুজা নিজেই। তবে গানটির মূল অংশ গেয়েছেন হাবিব।

গানটি ২০২২ সালের জুলাই মাসে উন্মুক্ত হয় ইউটিউব, স্পটিফাইসহ বেশ ক’টি মিউজিক স্ট্রিমিং অ্যাপে।

চলতি বছরে বাংলাদেশের স্পটিফাই শ্রোতাদের কাছে সর্বাধিক জনপ্রিয় বাংলা গানের তালিকায় শীর্ষে থাকার খবর পেয়ে বেশ খুশি হাবিব। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘খবরটা শুনে খুবই খুশি হয়েছি। জানতে পেরেছি দেশের শ্রোতারা বাংলা গানের মধ্যে সবচেয়ে বেশিবার শুনেছে এটি। এরজন্য আমি শুভেচ্ছা জানাই মুজাকে। কারণ এটা তারই সৃষ্টি করা গান। তাই নয়, মুজাই আমাকে গানটি গাওয়ার জন্য উৎসাহ দিয়েছে। ধন্যবাদ জানাই শ্রোতাদের প্রতি। দিনশেষে তো তারাই আমাদের বিচারক।’

এদিকে বাংলাদেশের শ্রোতাদের শোনার ভিত্তিতে তৈরি এই তালিকার দুই ও তিন নম্বরে আছে পাকিস্তানের কাইফি খলিলের ‘কাহানি সুনো ২.০’ এবং ভারতীয় ব্যান্ড দ্য লোকাল ট্রেনের ‘ছুঁ লো’।

তালিকার সেরা দশে আছে আরও দুটি বাংলা গান। ৯ নম্বরে জেফার রহমানের গাওয়া ‘ঝুমকা’, এটিও মুজার তৈরি গান। আর ১০ নম্বরে তানজিব সারোয়ারের গাওয়া ‘ডুবে ডুবে’।

শীর্ষ ৫০ গানের তালিকাটি দেখতে পাবেন এখানে ক্লিক করে। শীর্ষ ১০ গানের তালিকা

/এমএম/
সম্পর্কিত
এই গরমে শিরোনামহীনের শীতল সুর!
এই গরমে শিরোনামহীনের শীতল সুর!
সন্ধ্যা নামিলো শ্যাম: গানে ও চিত্রে মুগ্ধতার সমন্বয়
সন্ধ্যা নামিলো শ্যাম: গানে ও চিত্রে মুগ্ধতার সমন্বয়
ঈদ নাটক: ভিউতে এগিয়ে থাকা ১০
ঈদ নাটক: ভিউতে এগিয়ে থাকা ১০
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
বিনোদন বিভাগের সর্বশেষ
শিল্পীদের সমস্যাগুলো সংসদে চিহ্নিত করতে চাই: ফেরদৌস
শিল্পীদের সমস্যাগুলো সংসদে চিহ্নিত করতে চাই: ফেরদৌস
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
অবশেষে মুক্তির বার্তা
অবশেষে মুক্তির বার্তা
হলিউডের প্রস্তাব ফেরালেন ক্যাটরিনা!
হলিউডের প্রস্তাব ফেরালেন ক্যাটরিনা!
টিভি ধারাবাহিকে খলনায়িকা রিনা খান
টিভি ধারাবাহিকে খলনায়িকা রিনা খান