X
বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৪
৯ ফাল্গুন ১৪৩০

বৃহস্পতিবার থেকে দেশের প্রেক্ষাগৃহে মধ্যপ্রাচ্যের ‘অ্যানিমেল’

বিনোদন রিপোর্ট
০৬ ডিসেম্বর ২০২৩, ১৩:৩৪আপডেট : ০৬ ডিসেম্বর ২০২৩, ১৪:৫৬

ছবিটি ঘিরে মোটামুটি দুই পক্ষ তৈরি হয়েছিল। এক পক্ষ আমদানি করে মুক্তি দেওয়ার চেষ্টায়, আরেক পক্ষ সেই মুক্তি রুখে দেওয়ার মিশনে। চলচ্চিত্র সংশ্লিষ্ট সংগঠনগুলোর জোটের কাছে চিঠিও দেওয়া হয়েছে। সেই মোতাবেক হয়েছে বৈঠক, আলোচনা। তবে শেষ পর্যন্ত সবুজ সংকেতই আসে। আর এবার মুক্তির পথে শেষ বাধা সেন্সরও অতিক্রম করলো ছবিটি।

হ্যাঁ, বলিউডের আলোচিত ছবি ‘অ্যানিমেল’র কথাই বলা হচ্ছে। বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) যেটা বাংলাদেশেও মুক্তি পাচ্ছে। খবরটি নিশ্চিত করেছেন ছবিটির এ দেশের পরিবেশক অনন্য মামুন। তিনি বললেন, “মঙ্গলবার (৫ ডিসেম্বর) সন্ধ্যায় ‘অ্যানিমেল’ বিনাকর্তনে সেন্সর বোর্ডের ছাড়পত্র পেয়েছে। বৃহস্পতিবার থেকেই প্রেক্ষাগৃহে দেখা যাবে। আর বুধবার (৬ ডিসেম্বর) থেকে বিভিন্ন হলে অগ্রিম টিকিটও পাওয়া যাবে।”

একটি বিষয় পরিষ্কার করা জরুরি, ‘অ্যানিমেল’ ছবিটির মূল দৈর্ঘ্য ৩ ঘণ্টা ২১ মিনিট ২৩ সেকেন্ড। তবে বাংলাদেশের সেন্সর বোর্ডে কেবল ২ ঘণ্টা ৫৫ মিনিটের একটি ভার্সন জমা দিয়েছেন সংশ্লিষ্টরা। যেটাকে বলা হচ্ছে ‘মধ্যপ্রাচ্য ভার্সন’। অর্থাৎ ছবির অতিরিক্ত সহিংসতা ও যৌনতার বিষয়গুলো বাদ দিয়েই দেশের সেন্সরে জমা দেওয়া হয়েছে। আর সেই সুবাদে বিনাকর্তনে এটি ছাড়পত্র পেয়েছে।

অ্যানিমেল এদিকে ভারত ও বিশ্বজুড়ে ‘অ্যানিমেল’ ছবিটি ঘিরে দর্শকের আগ্রহ তুঙ্গে। বক্স অফিসে এটি রীতিমতো তাণ্ডব চালাচ্ছে। ১ ডিসেম্বর মুক্তির পর মাত্র পাঁচ দিনে এর বৈশ্বিক টিকিট বিক্রি ছাড়িয়েছে ৪৮১ কোটি রুপি। এমনকি হলিউডের ছবিকে টপকে এটি বক্স অফিসে শীর্ষস্থানে অবস্থান করছে।

‘অ্যানিমেল’ নির্মাণ করেছেন ‘অর্জুন রেড্ডি’ ও ‘কবির সিং’ খ্যাত সন্দীপ রেড্ডি ভাঙ্গা। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করে তাক লাগিয়েছেন রণবীর কাপুর। তার সঙ্গে আরও আছেন রাশমিকা মান্দানা, অনিল কাপুর, ববি দেওল, তৃপ্তি ডিমরি প্রমুখ।

/কেআই/এমএম/
সম্পর্কিত
সাই পল্লবী নন, সীতা হচ্ছেন জাহ্নবী!
সাই পল্লবী নন, সীতা হচ্ছেন জাহ্নবী!
শর্ত দিয়ে বানসালির সিনেমায় রণবীর!
শর্ত দিয়ে বানসালির সিনেমায় রণবীর!
ফিল্মফেয়ার: সেরা অভিনয়ের পুরস্কার এক ঘরে, আরও যারা জিতলেন
ফিল্মফেয়ার: সেরা অভিনয়ের পুরস্কার এক ঘরে, আরও যারা জিতলেন
যেখানে রণবীরের চেয়ে এগিয়ে ভিকি!
যেখানে রণবীরের চেয়ে এগিয়ে ভিকি!
বিনোদন বিভাগের সর্বশেষ
সুচিত্রার টানে জাতীয় প্রেস ক্লাবে দুই বন্ধুর ছুটে আসা
সুচিত্রার টানে জাতীয় প্রেস ক্লাবে দুই বন্ধুর ছুটে আসা
হালুম-টুকটুকিদের সঙ্গে যুক্ত হলো নতুন বন্ধু আমিরা
হালুম-টুকটুকিদের সঙ্গে যুক্ত হলো নতুন বন্ধু আমিরা
বিয়ের পর রাকুল: জ্যাকি চিরদিনের জন্য আমার
বিয়ের পর রাকুল: জ্যাকি চিরদিনের জন্য আমার
আরও একবার চেষ্টা করে দেখতেই পারি: প্রিয়াঙ্কা
আরও একবার চেষ্টা করে দেখতেই পারি: প্রিয়াঙ্কা
২৪-এর একুশে নতুন যত গান
২৪-এর একুশে নতুন যত গান