X
শনিবার, ০৩ মে ২০২৫
২০ বৈশাখ ১৪৩২

‘অসময়’ ঝলক: কারাগারে ফারিণ, নির্বাক পলাশ! (ভিডিও)

বিনোদন রিপোর্ট
১০ জানুয়ারি ২০২৪, ১৭:২৫আপডেট : ১০ জানুয়ারি ২০২৪, ২৩:২১

তারকাবহুল কনটেন্ট বলতে যা বোঝায়, সেটাই এবার বানালেন কাজল আরেফিন অমি। নাম ‘অসময়’। যেখানে আছেন জ্যেষ্ঠ তারকা তারিক আনাম খান থেকে শুরু করে এ সময়ের তাসনিয়া ফারিণ, জিয়াউল হক পলাশরা। এটি একটি ওয়েব ফিল্ম; মুক্তি পাচ্ছে আগামী ১৮ জানুয়ারি ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-তে।

মুক্তি উপলক্ষে চলছে প্রচারণা। সেটার অংশ হিসেবেই এলো ‘অসময়’র ট্রেলার। মঙ্গলবার (৯ জানুয়ারি) রাতে এটি উন্মুক্ত করা হয় অন্তর্জালে। ২ মিনিট ১২ সেকেন্ডের ওই ট্রেলারে ছবিটির গুরুত্বপূর্ণ কিছু অংশ তুলে ধরা হয়েছে।

ট্রেলারে দেখা যায়, বিশ্ববিদ্যালয় পড়ুয়া তাসনিয়া ফারিণের ওপর একটি গুরুতর অভিযোগ ওঠে। একটি অপরাধী চক্রের সঙ্গে জড়িয়ে উচ্চবিত্ত পরিবারের ছেলেদের ব্ল্যাকমেইল করার মাধ্যমে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেয়। একপর্যায়ে কারাগারেও যেতে হয় ফারিণকে। কিন্তু সেখানকার দুর্বিষহ জীবন সহ্য করতে পারেন না তিনি।

‘অসময়’ ঝলক: কারাগারে ফারিণ, নির্বাক পলাশ! (ভিডিও) এতে আইনজীবীর ভূমিকায় আছেন শাহেদ আলী ও রুনা খান। ফারিণের বাবা-মায়ের ভূমিকায় রয়েছেন তারিক আনাম খান ও মনিরা মিঠু। সাংবাদিক চরিত্রে অভিনয় করেছেন শরাফ আহমেদ জীবন। আর একটি প্ল্যাটফর্মের কর্তার ভূমিকায় আছেন ইন্তেখাব দিনার। এছাড়া পুলিশের ভূমিকায় ইরেশ যাকেরও তার জায়গায় সাবলীল। এসব পেশা ও জগতের বিভিন্ন দিক প্রাসঙ্গিকভাবে উঠে এসেছে ছবিতে। আর ট্রেলারের শেষ দিকে এক মুহূর্তে চমকে দিয়েছেন জিয়াউল হক পলাশ। একটি গাড়ি থেকে গ্যাংস্টার রূপে বের হন তিনি। কোনও সংলাপ ছাড়াই যেন এক ঝলকে আলো কেড়ে নিয়েছেন ‘কাবিলা’।

‘অসময়’ ঝলক: কারাগারে ফারিণ, নির্বাক পলাশ! (ভিডিও) ওয়েব ফিল্মটি নিয়ে নির্মাতা কাজল আরেফিন অমি বলেন, “এটা মূলত আমাদের বর্তমান সমাজের গল্প। এখানে চেষ্টা করেছি সমাজের বিভিন্ন ইস্যু নিয়ে কথা বলতে। কিন্তু এই সিরিয়াস ইস্যুগুলো অনেক মজা, হাসির ছলে উপস্থাপন করেছি। বিষয়টা এমন না যে ‘অসময়’ দেখলে আপনাদের ঘুম চলে আসবে! এটা বিনোদনে ভরপুর একটা কনটেন্ট।”

এ ছবিতে আরও অভিনয় করেছেন শাশ্বত দত্ত, শিমুল শর্মা, লামীমা লামসহ অনেকে। 

‘অসময়’র ট্রেলার:

 

/কেআই/এমএম/এমওএফ/
সম্পর্কিত
রাজের ‘ইনসাফ’, নায়িকা ফারিণ
রাজের ‘ইনসাফ’, নায়িকা ফারিণ
ওটিটিতে ফারিণের প্রথম সিনেমা
ওটিটিতে ফারিণের প্রথম সিনেমা
দৃষ্টিহীন মানুষের সিনেমা দেখার সুযোগ!
দৃষ্টিহীন মানুষের সিনেমা দেখার সুযোগ!
ওটিটিতে ‘ফাতিমা’
ওটিটিতে ‘ফাতিমা’
বিনোদন বিভাগের সর্বশেষ
পারিশ্রমিক দ্বিগুণ করলেন শ্রদ্ধা
পারিশ্রমিক দ্বিগুণ করলেন শ্রদ্ধা
‘মানবিক ছবি’ হিসেবে মনোনীত ‘মাস্তুল’
‘মানবিক ছবি’ হিসেবে মনোনীত ‘মাস্তুল’
দর্শক-শ্রোতা প্রতিক্রিয়ায় ‘তীর’বিদ্ধ জেফার!
দর্শক-শ্রোতা প্রতিক্রিয়ায় ‘তীর’বিদ্ধ জেফার!
মৌসুমী ভুলে যেতে চান, তিনি ‘মৌসুমী’ ছিলেন!
মৌসুমী ভুলে যেতে চান, তিনি ‘মৌসুমী’ ছিলেন!
শহীদ মাহমুদ জঙ্গী: আড্ডাময় সমৃদ্ধ এক সংগীতজীবন
গীতিকবির গল্পশহীদ মাহমুদ জঙ্গী: আড্ডাময় সমৃদ্ধ এক সংগীতজীবন