X
মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

এলেন সিনেমার জন্য, গাইলেন গান!

বিনোদন রিপোর্ট
২১ জানুয়ারি ২০২৪, ১৮:০৮আপডেট : ২১ জানুয়ারি ২০২৪, ১৮:৫১

এইতো কদিন আগেই এক সাক্ষাৎকারে ভারতের গুণী অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি স্পষ্ট বাক্যে বলেছেন, ঢাকার সিনেমায় যুক্ত হয়েছেন তিনি। সেটার শুটিংয়ে আগামী এপ্রিলে এই নগরীতে পা রাখবেন বলেও আভাস দেন। কিন্তু সেই বক্তব্যের মাত্র চার দিনের মাথায় স্বস্তিকাকে দেখা গেলো ঢাকায়!

স্বস্তিকার আচমকা এই সফরের হেতু কী? সেটার খোঁজ মিলল তার কাছ থেকেই। জানালেন, ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে তার অভিনীত সিনেমা ‘বিজয়ার পরে’ প্রদর্শিত হচ্ছে। সেটার জন্যই তার হঠাৎ আগমন। দর্শকের সঙ্গে বসে ছবিটি দেখবেন, তাদের সঙ্গে বিনিময় করবেন ভাবনাও।

কিন্তু এই সরল জার্নির মধ্যেও পাওয়া গেলো টুইস্ট। সিনেমার জন্য এসে স্বস্তিকা কণ্ঠে তুলে নিলেন গান! গাইছেন মাইক্রোফোনে, গলা ছেড়ে, পরম আবেগে। ‘না নাগো না, ভাবনা করো না, যদিবা নিশি যায়, যাবো না, যাবো না’-গানে তিনি বুঝিয়ে দিলেন, অভিনয়ের পাশাপাশি গায়কিতেও তার দারুণ দখল।

স্বস্তিকার এই সুরেলা স্বস্তি অন্তর্জালে এলো গানবাংলা টিভির প্রধান নির্বাহী ও সংগীতশিল্পী কৌশিক হোসেন তাপসের হাত ধরে। তিনিই শনিবার (২০ জানুয়ারি) রাতে সোশ্যাল হ্যান্ডেলে রিল আকারে স্বস্তিকার গানের মুহূর্ত শেয়ার করেছেন। যে গানে পিয়ানো বাজানোর দায়িত্ব সামলেছেন তাপস নিজেই। 

এই পর্যায়ে প্রশ্ন হতে পারে, চলচ্চিত্র উৎসবের নাম করে ঢাকায় নেমে গানবাংলা টিভির কার্যালয়ে ঠিক কী কারণে গিয়েছেন স্বস্তিকা? সেটার উত্তর পাওয়া গেলো প্রতিষ্ঠানটির সূত্রে। প্রাথমিক উদ্দেশ্য ছিল, তাপসের সঙ্গে গল্প-আড্ডায় দুই বাংলার সিনেমা-গান ইত্যাদি নিয়ে আলোচনা। কিন্তু এর আড়ালে নতুন কোনও চমকপ্রদ কাজের পরিকল্পনা রয়েছে কিনা, তা আপাতত অস্পষ্টই রাখলেন গানবাংলার সূত্র।

গানবাংলা’র অফিসে স্বস্তিকা ও তাপস সম্ভাবনা একেবারেই উড়িয়ে দেওয়ার সুযোগ নেই। কেননা সম্প্রতি কলকাতার আরেক অভিনেত্রী মিমি চক্রবর্তীকে দিয়ে গান গাইয়েছেন তাপস। ‘ভাল্লাগছে না’ শিরোনামের সেই গান শিগগিরই আসবে মিমির ইউটিউব চ্যানেলে। এবার কি তবে স্বস্তিকার কণ্ঠেও আসবে তাপসের সুর? সম্ভবত তারই সুতো বুনছেন তাপস-স্বস্তিকা। আভাস মিললো তেমনই। 

প্রসঙ্গত, স্বস্তিকার ‘বিজয়ার পরে’ সিনেমাটি নির্মাণ করেছেন অভিজিৎ শ্রীদাস। ছবিটিতে আরও আছেন মমতা শংকর, দীপংকর দে, মীর আফসার আলি, ঋতব্রত মুখার্জি প্রমুখ। ঢাকা উৎসবের ‘সিনেমা অব দ্য ওয়ার্ল্ড’ বিভাগে আগামী ২৪ জানুয়ারি সন্ধ্যা ৭টায় জাতীয় জাদুঘরের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব মিলনায়তনে প্রদর্শিত হবে ছবিটি। স্বস্তিকা মুখার্জি

/কেআই/এমএম/
সম্পর্কিত
টাইমস স্কয়ারের পর্দায় আবারও বাংলা গান
টাইমস স্কয়ারের পর্দায় আবারও বাংলা গান
নায়িকা মিমির মনের খবর নিয়ে গান (ভিডিও)
নায়িকা মিমির মনের খবর নিয়ে গান (ভিডিও)
ডিবি কার্যালয় থেকে বের হয়ে যা বললেন তাপস-অপু
ডিবি কার্যালয় থেকে বের হয়ে যা বললেন তাপস-অপু
তাপসের অভিযোগে ডিবি অফিসে অপু বিশ্বাসকে তলব
তাপসের অভিযোগে ডিবি অফিসে অপু বিশ্বাসকে তলব
বিনোদন বিভাগের সর্বশেষ
কানাডার স্টেডিয়ামে রেকর্ড গড়লেন দিলজিৎ
কানাডার স্টেডিয়ামে রেকর্ড গড়লেন দিলজিৎ
আট গল্পের প্রদর্শনী ‘অল দ্যাট ওয়েদারস’
আট গল্পের প্রদর্শনী ‘অল দ্যাট ওয়েদারস’
অপু-বুবলীর ‘কথাযুদ্ধ’ চলমান, মাঝে শাকিবের বিয়ে গুঞ্জন!
অপু-বুবলীর ‘কথাযুদ্ধ’ চলমান, মাঝে শাকিবের বিয়ে গুঞ্জন!
ইরফান খান: জীবনের মোড় ঘুরেছিল ২০০ রুপির অভাবে!
প্রয়াণ দিনে স্মরণইরফান খান: জীবনের মোড় ঘুরেছিল ২০০ রুপির অভাবে!
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!