X
শুক্রবার, ০২ মে ২০২৫
১৯ বৈশাখ ১৪৩২

চেনা ঢঙে ‘হীরামান্ডি’র প্রথম ঝলক (ভিডিও)

বিনোদন ডেস্ক
০১ ফেব্রুয়ারি ২০২৪, ১৩:১১আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২৪, ১৬:৩১

বলিউডের নন্দিত নির্মাতা সঞ্জয়লীলা বানসালির প্রথম ওয়েব সিরিজ। সুতরাং দর্শকের আগ্রহ কিঞ্চিৎ বেশিই বটে। কিন্তু প্রথম ঝলকে এমন কিছুর দেখা মেলেনি, যা সিরিজটির বৈচিত্র্য পোক্তভাবে ফুটিয়ে তোলে কিংবা যেটা বানসালির নির্মাণশৈলির চিরচেনা ছক ভেঙে দেয়।

বলা হচ্ছে, ‘হীরামান্ডি’র কথা। বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) প্রকাশ করা হয়েছে সিরিজটির ফার্স্টলুক টিজার। ১ মিনিট ১১ সেকেন্ডের এই টিজারে বানসালীর চেনা ঢঙের আভাস পাওয়া গেছে। পুরনো দিনের প্রেক্ষাপট, বিশাল রাজপ্রাসাদ আর ভারি সাজসজ্জার নারীরা; মোটের ওপর এটাই টিজার। তবে শেষাংশে গোলাগুলিতে কিছুটা রহস্যের গন্ধ ছড়ানো হয়েছে।

এই ফাঁকে বলা দরকার, ‘হীরামান্ডি’ নির্মিত হয়েছে ভারত স্বাধীনের আগের সময়ের একটি পটভূমিতে। সে সময় হীরামান্ডি জেলা ছিল বাণিজ্য, রাজনীতি, প্রেম, প্রতারণা আর সংস্কৃতির গুরুত্বপুর্ণ জায়গা। সেসবই বানসালির হাত ধরে উঠে এসেছে পর্দায়।

তবে সিরিজটির মূল গল্প আবর্তিত হয়েছে ছয়জন গণিকাকে (পতিতা) ঘিরে। এর পাশাপাশি ভারতের স্বাধীনতার প্রেক্ষাপটও জায়গা করে নেবে কিছুটা। মূল চরিত্রগুলোতে অভিনয় করেছেন মনীষা কৈরালা, সোনাক্ষী সিনহা, অদিতি রাও হায়দারি, রিচা চাড্ডা, শারমিন সেগাল ও সানজিদা শেখ। টিজারে অবশ্য তাদেরকে একঝলক দেখানোর চেয়ে আর বেশি কিছু প্রকাশ করা হয়নি।

‘হীরামান্ডি’র আরেকটি দৃশ্য সিরিজটি নিয়ে সঞ্জয়লীলা বানসালি বলেছেন, “হীরামান্ডি’ আমার নির্মাণ ক্যারিয়ারে অন্যতম মাইলফলক। লাহোরের পতিতা সমাজের ওপর এই ধাঁচে এটি মহাকাব্যিক সিরিজ হতে যাচ্ছে। এটি একটি উচ্চাভিলাষী, বিশাল এবং সবকিছু ছাড়িয়ে যাওয়া সিরিজ, এজন্য আমি নিজেও নার্ভাস।”

এটি বানসালির স্বপ্নের প্রজেক্ট। দীর্ঘ ১৪ বছর ধরেই সিরিজের ব্যাপারে পরিকল্পনা সাজিয়েছিলেন তিনি। অবশেষে তা নেটফ্লিক্সের মাধ্যমে আসছে বৈশ্বিক দর্শকের সামনে। তবে মুক্তির তারিখ এখনও ঘোষণা করা হয়নি।

টিজার: 

সূত্র: বলিউড হাঙ্গামা

/কেআই/
সম্পর্কিত
পরীর ‘রঙিলা কিতাব’ কবে আসছে জানা গেলো
পরীর ‘রঙিলা কিতাব’ কবে আসছে জানা গেলো
এলো ‘পঞ্চায়েত’র নতুন সিজন, যা বলছেন সমালোচকরা
এলো ‘পঞ্চায়েত’র নতুন সিজন, যা বলছেন সমালোচকরা
৩৫ কেজি ওজন বাড়িয়ে আলোচনায় নাঈম
৩৫ কেজি ওজন বাড়িয়ে আলোচনায় নাঈম
ঢাকার সিরিজের নাম এলো তুরস্ক থেকে!
ঢাকার সিরিজের নাম এলো তুরস্ক থেকে!
বিনোদন বিভাগের সর্বশেষ
কুমকুম রানীকে নৃত্যাঞ্চল পদক প্রদান
কুমকুম রানীকে নৃত্যাঞ্চল পদক প্রদান
আগুনে পুড়ে মার্কিন সংগীতশিল্পীর মৃত্যু
আগুনে পুড়ে মার্কিন সংগীতশিল্পীর মৃত্যু
সত্যজিতের জন্মদিনে ‘প্রিয় সত্যজিৎ’
সত্যজিতের জন্মদিনে ‘প্রিয় সত্যজিৎ’
ট্রেলারে আগ্রহ বাড়ালেন জয়া-মহসিনা, মুক্তি ১৬ মে
ট্রেলারে আগ্রহ বাড়ালেন জয়া-মহসিনা, মুক্তি ১৬ মে
নবীন নির্মাতাদের জন্য নতুন উদ্যোগ
নবীন নির্মাতাদের জন্য নতুন উদ্যোগ