X
শনিবার, ০৩ মে ২০২৫
২০ বৈশাখ ১৪৩২

ঢাকার ভোটে রণবীরকে হারিয়ে বিজয়ের পথে শহিদ!

বিনোদন রিপোর্ট
০৬ ফেব্রুয়ারি ২০২৪, ১৭:০৬আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২৪, ১৭:০৬

বলিউড তারকা শহিদ কাপুর ও রণবীর সিংয়ের জনপ্রিয়তা এ দেশেও রয়েছে। এর মধ্যে একজন শিগগির ঢাকায় আসবেন। কিন্তু কে? সেটা ঠিক করবেন সাধারণ দর্শক। অর্থাৎ দর্শকের আগ্রহ তথা ভোটের নিরিখেই একজনকে বাছাই করা হবে আয়োজক প্রতিষ্ঠানের পক্ষ থেকে।

ভিন্ন মাত্রার এই আয়োজন করছে ওয়ান মোর জিরো কমিউনিকেশনস নামের ইভেন্ট প্রতিষ্ঠান। যেটার কর্ণধার গানবাংলা টেলিভিশন ও টিএম নেটওয়ার্কের প্রধান নির্বাহী কৌশিক হোসেন তাপস। তিনিই ফেসবুকে একটি পোল শেয়ার করে চমকপ্রদ ইঙ্গিতটি দিয়েছেন।

২০২৪-এ ঢাকার মঞ্চে কার পরিবেশনা দেখতে চান, শহিদ কাপুর নাকি রণবীর সিং? প্রতিবেদনটি লেখার আগ পর্যন্ত এই পোলে এক হাজারের বেশি দর্শক ভোট দিয়েছেন। তাতে বিশাল ব্যবধানে এগিয়ে আছেন শহিদ। ৮৩ শতাংশ ঢাকাই দর্শক তাকে দেখতে চাইছেন। আর রণবীর সিংয়ের জন্য পড়েছে মাত্র ১৭ শতাংশ ভোট। সে হিসেবে আগেই অনুমান করা যায়, ঢাকার ভোটে রণবীরকে হারিয়ে বিজয়ের পথে এগিয়ে আছেন শহিদ!

বলা প্রয়োজন, টিএম তথা তাপস-মুন্নী প্রতিষ্ঠিত দেশের অন্যতম ইভেন্ট প্রতিষ্ঠান ওয়ান মোর জিরো কমিউনিকেশনস। প্রায় এক যুগেরও বেশি সময় ধরে বিনোদন জগতে চমক জাগানিয়া অনুষ্ঠানের আয়োজন করে আসছে। এবার তাদের হাত ধরেই ঢাকায় আসতে চলেছেন বলিউড তারকা শহিদ অথবা রণবীর। যদিও অনুষ্ঠানের দিন-তারিখ কিংবা অন্যান্য বিস্তারিত এখনই খোলাসা করতে চাইছেন না সংশ্লিষ্টরা।

তবে গানবাংলা সূত্রে এটুকু জানা গেছে, আগামী সেপ্টেম্বরে ঢাকায় বিশাল এই ইভেন্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে। আর তাতে বলিউডের বড় বড় তারকার সন্নিবেশ ঘটবে। থাকবে তারকাদের উপস্থিতিও।

পোল-এর লিংক:

/কেআই/এমএম/
সম্পর্কিত
‘ডন ৩’তে কৃতি শ্যানন!
‘ডন ৩’তে কৃতি শ্যানন!
বিচ্ছেদ নয়, যে কারণে বিয়ের ছবি মুছলেন রণবীর
বিচ্ছেদ নয়, যে কারণে বিয়ের ছবি মুছলেন রণবীর
নতুন অতিথির অপেক্ষায় দীপিকা-রণবীর
নতুন অতিথির অপেক্ষায় দীপিকা-রণবীর
দীপিকা-অনুশকাকে নিয়ে বেকায়দায় পড়লেন রণবীর!
দীপিকা-অনুশকাকে নিয়ে বেকায়দায় পড়লেন রণবীর!
বিনোদন বিভাগের সর্বশেষ
মৌসুমী ভুলে যেতে চান, তিনি ‘মৌসুমী’ ছিলেন!
মৌসুমী ভুলে যেতে চান, তিনি ‘মৌসুমী’ ছিলেন!
শহীদ মাহমুদ জঙ্গী: আড্ডাময় সমৃদ্ধ এক সংগীতজীবন
গীতিকবির গল্পশহীদ মাহমুদ জঙ্গী: আড্ডাময় সমৃদ্ধ এক সংগীতজীবন
কুমকুম রানীকে নৃত্যাঞ্চল পদক প্রদান
কুমকুম রানীকে নৃত্যাঞ্চল পদক প্রদান
আগুনে পুড়ে মার্কিন সংগীতশিল্পীর মৃত্যু
আগুনে পুড়ে মার্কিন সংগীতশিল্পীর মৃত্যু
সত্যজিতের জন্মদিনে ‘প্রিয় সত্যজিৎ’
সত্যজিতের জন্মদিনে ‘প্রিয় সত্যজিৎ’