X
বুধবার, ২২ মে ২০২৪
৮ জ্যৈষ্ঠ ১৪৩১

তাদের কাজ বিয়ে ভাঙা ও গড়া!

বিনোদন রিপোর্ট
২২ মার্চ ২০২৪, ১৩:৫৭আপডেট : ২৩ মার্চ ২০২৪, ১০:২৯

মুনতাহা, বিখ্যাত ঘটক শাকিল ভাইয়ের মেয়ে। বাবার লিগ্যাসি ধরে আধুনিকতার সঙ্গে তাল মিলিয়ে ‘ম্যাচমেকার’ নামে ম্যারেজ অ্যাপস খুলেছে সে। যার মাধ্যমে বিয়ে প্রত্যাশী দুটি হৃদয়ের মেলবন্ধন ঘটানো হয়।

অন্যদিকে ইফতেখারের একটি ইনভেস্টিগেশন ফার্ম আছে। যেখানে বিয়ের আগে কেউ চাইলে হবু বউ বা হবু জামাইয়ের অতীত সম্পর্কে খোঁজ-খবর নিতে পারেন। ইফতেখার আর তার টিম খুবই দক্ষতার সঙ্গে তদন্ত করে নিখুঁত রিপোর্ট প্রদান করে।

এমন দুটি মজার পেশা ও চরিত্র নিয়ে দারুণ একটি নাটক নির্মাণ করেছেন ইমরাউল রাফাত। নাম দিয়েছেন ‘ম্যাচমেকার’। এতে মুনতাহা চরিত্রে অভিনয় করেছেন নাজনীন নিহা এবং ইফতেখার চরিত্রে তৌসিফ মাহবুব। বিভিন্ন চরিত্রে আরও আছেন শেহজাদ ওমর, শাহবাজ সানী, রিসা চৌধুরী, শহীদুল্লাহ সবুজ, যাকি আহমেদ যারিফ প্রমুখ।

আরেকটি দৃশ্যে তৌসিফ ও নিহা নির্মাতা জানান, রোমান্টিক ঘরানার এই গল্পে তিনি তুলে এনেছেন ভিন্ন ধারার দুই পেশার দুজন মানুষের মেলবন্ধন। যাদের কাজের ধরন আলাদা হলেও বিয়ে ভাঙা ও গড়ার ক্ষেত্রে দুজনের প্রতিষ্ঠানেরই প্রভাব রয়েছে। নাটকে দুজনার মধ্যকার সম্পর্ক গড়ে ওঠে একটি বিয়ে ভাঙার মধ্য দিয়ে। নিহার একটি ক্লায়েন্ট হাতছাড়া হয়ে যায় তৌসিফের নেতিবাচক রিপোর্টের কারণে! এরপর ঘটতে থাকে দুটো প্রতিষ্ঠান, দুজন ব্যক্তি ও একটি বিয়েকে কেন্দ্র করে দারুণ সব ঘটনা।

প্রযোজক এস কে সাহেদ আলী পাপ্পু জানান, ‘ম্যাচমেকার’ এই ঈদে তাদের অন্যতম বিশেষ চমক। যা ঈদ আয়োজনে প্রকাশ হবে সিএমভি’র ইউটিউব চ্যানেলে। 

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
জুয়েল-মিলির প্রেম যেন ‘রূপকথা’
জুয়েল-মিলির প্রেম যেন ‘রূপকথা’
দুটো বিচ্ছেদের গল্প এক মোহনায়...
দুটো বিচ্ছেদের গল্প এক মোহনায়...
এক ঠিকানায় তৌসিফ-জোভান-ইয়াশ, সবার সঙ্গে তটিনী!
এক ঠিকানায় তৌসিফ-জোভান-ইয়াশ, সবার সঙ্গে তটিনী!
বিয়ের ১০ মাস পর হানিমুনের গল্প!
বিয়ের ১০ মাস পর হানিমুনের গল্প!
বিনোদন বিভাগের সর্বশেষ
কান সৈকতে জয়ার প্রশংসায় টলিউডের মুমতাজ
কান সৈকতে জয়ার প্রশংসায় টলিউডের মুমতাজ
‘ভুল বোঝাবুঝি’তে শেষ কাশ্যপ-মনোজের সম্পর্ক!
‘ভুল বোঝাবুঝি’তে শেষ কাশ্যপ-মনোজের সম্পর্ক!
কানের লালগালিচায় অলিম্পিকের মশাল
কান উৎসব ২০২৪কানের লালগালিচায় অলিম্পিকের মশাল
চেনা রূপে মাহি, অন্তর্জালে তুললেন ঝড়!
চেনা রূপে মাহি, অন্তর্জালে তুললেন ঝড়!
কান মাতিয়ে বাংলাদেশে আসছে এই ছবি
কান মাতিয়ে বাংলাদেশে আসছে এই ছবি