X
শুক্রবার, ২১ মার্চ ২০২৫
৭ চৈত্র ১৪৩১

সুবিধাবঞ্চিত ৪ শতাধিক বাচ্চার সঙ্গে ‘মেঘনা কন্যা’র ইফতার

বিনোদন রিপোর্ট
২৭ মার্চ ২০২৪, ১৭:০২আপডেট : ২৭ মার্চ ২০২৪, ১৭:০৫

ঈদের সিনেমা ‘মেঘনা কন্যা’। নারী পাচারের ঘটনাকে কেন্দ্র এটি নির্মাণ করেছেন ফুয়াদ চৌধুরী। যার মাধ্যমে ফের বড় পর্দায় আসছেন নওশাবা। তার আগে স্বাধীনতা দিবসের সন্ধ্যায় সুবিধাবঞ্চিত ৪ শতাধিক বাচ্চার সঙ্গে ইফতার করলেন নির্মাতা-অভিনেত্রীসহ টিম ‘মেঘনা কন্যা’।

এর আয়োজন করেছিল বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীদের তৈরি সুইচ-বাংলাদেশ ফাউন্ডেশন। সমন্বয়ে ছিল টুগেদার উই ক্যান ও হোম ফেকশনারি।

বঞ্চিত শিশুদের জন্য প্রতিষ্ঠিত সুইচ তাহমিনা বানু বিদ্যানিকেতন নামের স্কুলের শিক্ষার্থীদের জন্য আয়োজন করা হয় ব্যতিক্রমী এই ইফতার।

বক্তব্য রাখছেন ফুয়াদ চৌধুরী, পাশে নওশাবা ও আয়োজকরা ‘সুইচ বাংলাদেশ ফাউন্ডেশন’-এর প্রধান সমন্বয়ক মোস্তাফিজুর রহমান বলেন, ‘গত কয়েক বছর ধরেই আমরা বাচ্চাদের জন্য বুফে আয়োজন করে থাকি। যেখানে উপস্থিত থাকেন সমাজের অনুকরণীয় মানুষরা। এবার বুফে আয়োজন করার মতো পরিস্থিতি না থাকলেও আমরা কিছু গুণী মানুষকে আহ্বান করেছিলাম। তারা এসেছেন। ধন্যবাদ দিতে চাই ফুয়াদ চৌধুরী ও কাজী নওশাবা আহমেদকে।’

নির্মাতা ফুয়াদ চৌধুরী জানান, বাচ্চাদের সঙ্গে এমন সময় কাটাতে পারাটা সত্যিই ভিন্ন এক অভিজ্ঞতা। তিনি ও নওশাবা বাচ্চাদের নিয়ে বৃক্ষরোপণও করেন।

কথা বলছে এক সুবিধাবঞ্চিত শিশু নওশাবা বলেন, ‘একবার ফল উৎসব ও ইফতারে এসব বাচ্চার সঙ্গে সময় কাটিয়েছিলাম। তারা দারুণ প্রতিভাবান। এসব বাচ্চাদেরকে থিয়েটার শেখাতে চাই। তাদের নিয়ে দেশব্যাপী পারফরম্যান্স করতে চাই। খুবই ভালো লাগে তাদের কাছে আসতে পেরে।’

ঢাকা উদ্যানের বস্তির সুবিধাবঞ্চিত নিম্ন আয়ের মানুষদের নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করছে সুইচ-বাংলাদেশ ফাউন্ডেশন। সেখানকার বাচ্চাদের সম-নাগরিক সুবিধা দিতে তাদের লেখাপড়াসহ সৃষ্টিশীল নানা অঙ্গনে সম্পৃক্ত করছে সংগঠনটি। 

এদিকে, ‘মেঘনা কন্যা’ চলচ্চিত্র নারী পাচারের ঘটনাকে কেন্দ্র করে গ্রাম ও শহরের দুই নারীর শেকল ভাঙার গল্প নিয়ে নির্মিত হয়েছে। সিনেমাটি ঈদে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। বাচ্চাদের সঙ্গে হাত মেলাচ্ছেন নওশাবা

/এমএম/
সম্পর্কিত
শুরু হলো সার্টিফিকেশন বোর্ডের সিনেমা দর্শন, কিন্তু...
শুরু হলো সার্টিফিকেশন বোর্ডের সিনেমা দর্শন, কিন্তু...
সেন্সর-কাণ্ড: সরে দাঁড়ালেন নিপুণ, বোর্ডের বৈধতা নিয়ে প্রশ্ন
সেন্সর-কাণ্ড: সরে দাঁড়ালেন নিপুণ, বোর্ডের বৈধতা নিয়ে প্রশ্ন
আবারও নিপুণ-নওশাবা: এবার সেন্সর বোর্ডে
আবারও নিপুণ-নওশাবা: এবার সেন্সর বোর্ডে
দেশ ডেকেছে, মানা করতে পারিনি: নওশাবা
দেশ ডেকেছে, মানা করতে পারিনি: নওশাবা
বিনোদন বিভাগের সর্বশেষ
তুই সের হইলে, আমি সোয়া সের: ফারহান
তুই সের হইলে, আমি সোয়া সের: ফারহান
যে কারণে কারাগারে ইয়াশ, পাগলাগারদে নিহা!
যে কারণে কারাগারে ইয়াশ, পাগলাগারদে নিহা!
‘সুড়ঙ্গ’-‘তুফান’ পেরিয়ে নিধির নতুন মিশন ‘বরবাদ’
‘সুড়ঙ্গ’-‘তুফান’ পেরিয়ে নিধির নতুন মিশন ‘বরবাদ’
ভিকি একজন চমৎকার বক্তা ও শ্রোতা: ক্যাটরিনা কাইফ  
ভিকি একজন চমৎকার বক্তা ও শ্রোতা: ক্যাটরিনা কাইফ  
‘দাগি’র প্রথম গানে নিশো–তমার প্রেমের গল্প
‘দাগি’র প্রথম গানে নিশো–তমার প্রেমের গল্প