X
মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫
১৭ আষাঢ় ১৪৩২

‘আদম’ নির্মাতা হিরণ মারা গেছেন

বিনোদন রিপোর্ট
১৫ এপ্রিল ২০২৪, ১১:২৪আপডেট : ১৫ এপ্রিল ২০২৪, ১১:২৪

দুঃখজনক তো বটেই, খবরটা আক্ষেপেরও। বয়সে টগবগে তরুণ। গেলো বছর ‘আদম’ নামের একটি ছবি মুক্তি দিয়ে কুড়িয়েছেন প্রশংসা। এরপর আরও কয়েকটি ছবি নির্মাণেও হাত দিয়েছেন। এর মধ্যেই কিনা চলে গেলেন না ফেরার দেশে!

আজ সোমবার (১৫ এপ্রিল) ভোরে মারা গেছেন তরুণ নির্মাতা আবু তাওহীদ হিরণ। তার বয়স হয়েছিল ৩৮ বছর। রাজধানীর নিউ ইস্কাটনের বাসায় তার মৃত্যু হয়েছে। ওই বাসার নিরাপত্তারক্ষীর সূত্রে খবরটি নিশ্চিত করেছেন হিরণের ঘনিষ্ঠজন রকিবুল ইসলাম রাকিব।

তিনি জানালেন, ভোর চারটার দিকে হিরণ হঠাৎ বাসার নিরাপত্তারক্ষীকে ফোন করে জানান, তিনি স্ট্রোক করছেন। এরপর প্রতিবেশীরাসহ হিরণের দরজা ভেঙে ভেতরে ঢুকলে তাকে নিথর অবস্থায় পান।

ঢাকায় হিরণের পরিবারের তেমন কেউ নেই বলে জানান রাকিব। তবে ইতোমধ্যে তার খুলনার বাড়িতে খবর দেওয়া হয়েছে। শিগগির তার মরদেহ সেখানকার খালিশপুরে নিয়ে যাওয়া হবে। সেখানেই তাকে দাফন করা হবে।

চলচ্চিত্র নির্মাণ নিয়ে অনেক স্বপ্ন ছিল আবু তাওহীদ হিরণের। প্রবল চেষ্টায় বানিয়েছিলেন ‘আদম’ ছবিটি। যেখানে অভিনয় করেছেন ইয়াশ রোহান, জান্নাতুল ফেরদৌস ঐশী, রাইসুল ইসলাম আসাদ, শহীদুজ্জামান সেলিমের মতো অভিনয়শিল্পী। গত বছরের রোজার ঈদে এটি মুক্তি পায়।

এরপর হিরণ নির্মাণ করেছেন ‘রং রোড-অধ্যায় আদুরী’ নামের একটি ছবি। যেটার নাম ভূমিকায় আছেন মানসী প্রকৃতি। এটি মুক্তির অপেক্ষায় রয়েছে। গত বছরের নভেম্বরে আরও একটি ছবির ঘোষণা দেন এই তরুণ। ‘দ্য পাপ্পি’ নামের সেই ছবির গল্প কুকুরকে ঘিরে। কিন্তু কাজ আর সেরে যেতে পারলেন না।

/কেআই/
সম্পর্কিত
দুর্ঘটনায় ছয় মাসে প্রাণ হারিয়েছে ৪২২ শ্রমিক
দুর্ঘটনায় ছয় মাসে প্রাণ হারিয়েছে ৪২২ শ্রমিক
ঢাকায় চিকিৎসায় এসে একই পরিবারের ৩ জনের রহস্যজনক মৃত্যু
ঢাকায় চিকিৎসায় এসে একই পরিবারের ৩ জনের রহস্যজনক মৃত্যু
ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু 
ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু 
রাজশাহী মেডিক্যালে এক ডেঙ্গু রোগীর মৃত্যু
রাজশাহী মেডিক্যালে এক ডেঙ্গু রোগীর মৃত্যু
বিনোদন বিভাগের সর্বশেষ
তৌকীর আহমেদের ‘ধূসর প্রজাপতি’, অভিনয়ে শ্যামল-আইশা
তৌকীর আহমেদের ‘ধূসর প্রজাপতি’, অভিনয়ে শ্যামল-আইশা
সাউথ আফ্রিকায় যাচ্ছে ‘আনটাং’
সাউথ আফ্রিকায় যাচ্ছে ‘আনটাং’
বাবা-মায়ের অমতে অভিনয়ে আসেন রাশমিকা
বাবা-মায়ের অমতে অভিনয়ে আসেন রাশমিকা
শুটিংয়ে ফিরছেন শাবনূর
শুটিংয়ে ফিরছেন শাবনূর
লাইফ সাপোর্টে মেহের আফরোজ শাওনের মা
লাইফ সাপোর্টে মেহের আফরোজ শাওনের মা