X
মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫
১৭ আষাঢ় ১৪৩২

অন্তর্জালে নির্মাতা মিমির প্রথম ওয়েব ফিল্ম

বিনোদন রিপোর্ট
০১ জুন ২০২৪, ১৫:৪৭আপডেট : ০১ জুন ২০২৪, ১৬:৪০

অভিনয়ের গভীর মুগ্ধতা ছড়িয়ে নির্মাতা হিসেবেও দারুণ সব কাজ করেছেন আফসানা মিমি। তবে মাঝে লম্বা সময় চুপচাপ ছিলেন। ফের নির্মাণে ফিরলেন ক্যারিয়ারের প্রথম ওয়েব ফিল্ম নিয়ে।

৩০ মে ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিন-এ মুক্তি পেয়েছে ‘অফ দ্য মার্ক’ নামের সিনেমাটি। রচনায় এহসান হাফিজ। চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন যৌথভাবে নির্মাতা ও রচয়িতা। 

এক কিশোরের ক্রিকেটার হতে চাওয়ার গল্প নিয়ে তৈরি হয়েছে এটি। মফস্বলের একটি মধ্যবিত্ত পরিবারের ছেলে দীপু ছোটবেলা থেকেই স্বপ্ন দেখে ক্রিকেটার হওয়ার। তবে ক্রিকেট খেলা পছন্দ নয় তার বাবার। তার চাওয়া, পড়ালেখা করে ছেলে বড় চাকরি করবে। তবে দীপুর স্বপ্নপূরণে সহায়তা করে তার মা। জমি বন্ধক রেখে ছেলেকে টাকা জোগাড় করে দেয়। দীপু ক্রিকেট একাডেমিতে ভর্তি হয়। একসময় তারা বুঝতে পারে, এত টাকা দিয়ে যেখানে ভর্তি হয়েছে, সেই প্রতিষ্ঠানটি ভুয়া। বিপাকে পড়ে যায় দীপু। তবু থেমে যায় না সে। নতুন সুযোগ খুঁজতে থাকে। আফসানা মিমি

এমনই এক ভিন্ন গল্পের সিনেমা ‘অফ দ্য মার্ক’। যা মুক্তির পর ভালোই প্রশংসা কুড়াচ্ছে।

কাজটি প্রসঙ্গে আফসানা মিমি বললেন, ‘১৪ বছরের এক কিশোরের স্বপ্ন পূরণের গল্প এটা। সেই স্বপ্নের পেছনে তার মায়ের ত্যাগ ও সংগ্রাম কতখানি, সেটাও দেখানো হয়েছে। খুব সাধারণ একটা গল্প। তাই নির্মাণেও সেই সাধারণ বিষয়টি রাখার চেষ্টা করেছি।’

‘অফ দ্য মার্ক’-এ অভিনয় করেছেন আরহাম, মোস্তাফিজুর নুর ইমরান, শারমিন আক্তার শর্মী, হায়াতুজ্জামান খান, খালিদ হাসান রুমি, আরিবা, আনাস, শামসুল হাদি, আশরাফুল আলম, তামান্না ইসলাম প্রমুখ।

বলা দরকার, অভিনয়ের লম্বা ক্যারিয়ার ছাপিয়ে ২০০০ সালে ‘বন্ধন’ নামের ধারাবাহিক দিয়ে প্রথম পরিচালকের খাতায় নাম লেখান আফসানা মিমি। শুরুতেই বাজিমাত। তুমুল জনপ্রিয়তা পায় সেটি। এরপর নির্মাণ করেছেন ‘পৌষ ফাগুনের পালা’, ‘সাড়ে তিনতলা’, ‘ডলস হাউজ’-এর মতো টিভি সিরিজ।

/এমএম/
সম্পর্কিত
সিনেমা ‘উৎসব’: পরিবার ছাড়া দেখা নিষেধ!
সিনেমা ‘উৎসব’: পরিবার ছাড়া দেখা নিষেধ!
আফসানা মিমির বাবা মারা গেছেন
আফসানা মিমির বাবা মারা গেছেন
২২ বছর পর আবার একসঙ্গে
২২ বছর পর আবার একসঙ্গে
ফিরলো ওসি হারুণ, সঙ্গে অনির্বাণ চমক, মিলছে প্রশংসা
মহানগর ২ফিরলো ওসি হারুণ, সঙ্গে অনির্বাণ চমক, মিলছে প্রশংসা
বিনোদন বিভাগের সর্বশেষ
শেফালির মৃত্যু: কারিনা বললেন, ‘আমি বোটক্সের বিরুদ্ধে’
শেফালির মৃত্যু: কারিনা বললেন, ‘আমি বোটক্সের বিরুদ্ধে’
তৌকীর আহমেদের ‘ধূসর প্রজাপতি’, অভিনয়ে শ্যামল-আইশা
তৌকীর আহমেদের ‘ধূসর প্রজাপতি’, অভিনয়ে শ্যামল-আইশা
সাউথ আফ্রিকায় যাচ্ছে ‘আনটাং’
সাউথ আফ্রিকায় যাচ্ছে ‘আনটাং’
বাবা-মায়ের অমতে অভিনয়ে আসেন রাশমিকা
বাবা-মায়ের অমতে অভিনয়ে আসেন রাশমিকা
শুটিংয়ে ফিরছেন শাবনূর
শুটিংয়ে ফিরছেন শাবনূর