X
শুক্রবার, ০৯ মে ২০২৫
২৬ বৈশাখ ১৪৩২

অস্ত্রোপচারের টেবিলে টলি নায়িকা ঋতাভরী

বিনোদন ডেস্ক
০৬ জুলাই ২০২৪, ২২:১৭আপডেট : ০৭ জুলাই ২০২৪, ১৪:৫৮

হঠাৎ হাসপাতালে ভর্তি টলি নায়িকা ঋতাভরী! তড়িঘড়ি হলো অস্ত্রোপচার। ঘটনা শনিবার (৬ জুলাই) সকালের।
 
জানা গেছে, নানান শারীরিক সমস্যায় ভুগছিলেন ‘ফাটাফাটি’ অভিনেত্রী। সাম্প্রতিক সময়ে শুটিংয়ের সময়ও বারবার অসুস্থ হয়ে পড়ছিলেন, সেই নিয়েই কাজ চালিয়ে গিয়েছেন। অবশেষে বমি, মাথা ঘোরার মতো উপসর্গ নিয়ে হাসপাতালে যান নায়িকা, পরে জানা যায় গল-ব্লাডারে পাথর রয়েছে তার।

ঋতাভরী চক্রবর্তী সল্ট লেকের এক বেসরকারি হাসপাতালে আপাতত চিকিৎসাধীন তিনি। শনিবারই তার অস্ত্রোপচার হয়। আপাতত নায়িকার পরিস্থিতি স্থিতিশীল, বিপদমুক্ত। অভিনেত্রীর এক ঘনিষ্ঠ হিন্দুস্তান টাইমসকে জানান, ঋতাভরীর জ্ঞান ফিরেছে, তিনি বিশ্রামে। নায়িকার সঙ্গে সারাক্ষণ রয়েছেন তার মা শতরূপা সান্যাল এবং দিদি চিত্রাঙ্গদা। 

ঋতাভরীর কাছের মানুষ আরও জানান, ‘এই অপারেশনটার দরকার ছিল, মেয়েটা খুব কষ্ট পাচ্ছিল।’

অপারেশনের পর ২৪ ঘণ্টা তাকে পর্যবেক্ষণে রাখবেন চিকিৎসকরা। রবিবার নাগাদ চূড়ান্ত হবে কবে ছাড়া পাবেন তিনি।

ঋতাভরী চক্রবর্তী অথচ গতকালই (৫ জুলাই) সোশ্যাল হ্যান্ডেলে দিদির বিয়ের অদেখা মুহূর্ত তুলে ধরেছিলেন ঋতাভরী। ক্যাপশনে লেখেন, ‘তিতিন সোনার বিয়ের কিছু মুহূর্ত’। আদর করে বোন চিত্রাঙ্গদাকে তিতিন বলে ডাকেন ঋতাভরী।

এর আগে ২০২১ সালেও একবার হাসপাতালে ভর্তি হন ঋতাভরী। ওই সময় ফিসচুলার অপারেশন হয়েছিল নায়িকার। ঋতাভরী চক্রবর্তী

/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
নতুন গানে টিনা রাসেলের ব্যাকুলতা
নতুন গানে টিনা রাসেলের ব্যাকুলতা
ট্রেলারে ‘গুলমোহর’ যেমন
ট্রেলারে ‘গুলমোহর’ যেমন
কান ক্ল্যাসিকসে চার্লি চ্যাপলিনের সঙ্গে সত্যজিৎ রায়
কান ক্ল্যাসিকসে চার্লি চ্যাপলিনের সঙ্গে সত্যজিৎ রায়
বাবাকে ‘মিথ্যাবাদী’ বললেন নওয়াজ!
বাবাকে ‘মিথ্যাবাদী’ বললেন নওয়াজ!
একসঙ্গে আফজাল-শাকিব
একসঙ্গে আফজাল-শাকিব