X
শুক্রবার, ০২ মে ২০২৫
১৯ বৈশাখ ১৪৩২

শাফিন শোকে জেমস: তোমার তুলনা হয় না

বিনোদন রিপোর্ট
২৫ জুলাই ২০২৪, ১৬:৫৫আপডেট : ২৫ জুলাই ২০২৪, ১৬:৫৬

নব্বই দশকের উত্তাল ব্যান্ড প্রজন্মের অন্যতম দুই সারথি শাফিন আহমেদ ও জেমস। একজন মাইলস-এর হয়ে অন্যজন ফিলিংস নিয়ে বাংলা ব্যান্ড ইতিহাসের কণ্ঠ সমৃদ্ধ করেছেন। একই সময়ে আরও একটি বজ্রকন্ঠ ছিলো, তিনি হলেন এলআরবি’র হয়ে আইয়ুব বাচ্চু।

এরমধ্যে অকাল প্রস্থানে চলে গেছেন আইয়ুব বাচ্চু। ২০১৮ সালের ১৮ অক্টোবর এই কিংবদন্তি হার্ট অ্যাটাক করে মৃত্যুর কোলে ঢলে পড়েন, ঢাকায় নিজ বাসায়। অনেকটা একইভাবে দূর পরবাসে যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় আজ (২৫ জুলাই) ভোরে না ফেরার দেশে পাড়ি জমান শাফিন আহমেদ।

সবার মনে থাকার কথা, আইয়ুব বাচ্চু প্রস্থানের পর গানের মঞ্চে ওঠে অঝোরে কেঁদেছিলেন জেমস। একইভাবে কাঁদতে দেখা না গেলেও শাফিন আহমেদের প্রস্থানে জেমসের হৃদয়ে যে রক্তক্ষরণ হচ্ছে সেটুকু স্পষ্ট তার তাৎক্ষণিক প্রতিক্রিয়ায়।

সোশ্যাল হ্যান্ডেলে এই নগরবাউল তুলে ধরেন শাফিন আহমেদের গাওয়া সুপারহিট গান, ‘চাঁদ তারা সূর্য নও তুমি, নও পাহাড়ি ঝর্না / যদি বলি ফুল তবুও হবে ভুল, তোমার তুলনা হয় না।’

শাফিন আহমেদ গানের ভাষায় বুঝিয়ে দিলেন জেমস, শাফিন আহমেদের গানের মতোই শিল্পী হিসেবে তার তুলনা হয় না। সঙ্গে এটাও লিখেন জেমস, ‘বিনম্র শ্রদ্ধা ব্যান্ড তারকা শাফিন আহমেদের প্রতি। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহে রাজিউন। শোকস্তব্ধ দর্শক-শ্রোতাদের প্রতি রইল গভীর সমবেদনা। আসুন আমরা সকলে তার আত্মার চিরশান্তি কামনা করি।’

যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার সেন্টারা হাসপাতালে বৃহস্পতিবার (২৫ জুলাই) বাংলাদেশ সময় সকাল ৬টা ৫০ মিনিটে মারা যান শাফিন আহমেদ। তার আগে ২ দিন তাকে একই হাসপাতালে লাইফ সাপোর্টে রাখা হয়। চলতি মাসের ৯ জুলাই তিনি ঢাকা থেকে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান বেশ কটি কনসার্টের আমন্ত্রণে। একটি কনসার্ট শেষ করলেও ২০ জুলাই দ্বিতীয় কনসার্টের আগমুহূর্তে তিনি হোটেল রুমে অচেতন হয়ে পড়েন। সেখান থেকে হাসপাতাল, লাইফ সাপোর্ট হয়ে অদ্য ভোরে জীবনের ওপারে পাড়ি জমান এই নন্দিত শিল্পী।

বলা দরকার, শাফিন আহমেদের জন্ম ১৯৬১ সালের ১৪ ফেব্রুয়ারি, কলকাতায়। সংগীতের কিংবদন্তি দম্পতি কমল দাশগুপ্ত ও ফিরোজা বেগমের কনিষ্ঠপুত্র তিনি। তারা তিন ভাই তাহসিন, হামিন ও শাফিন।

১৯৭৯ সালে বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ব্যান্ড ‘মাইলস’ গঠিত হয়। এর কিছুদিন পর এতে যুক্ত হন শাফিন ও হামিন। যদিও শেষ ক’বছর দুই ভাইয়ের মধ্যে ব্যান্ডের মালিকানা নিয়ে জটিলতা তৈরি হলে শাফিন আহমেদ ‘মাইলস’ ছেড়ে গড়ে তোলেন ‘ভয়েস অব মাইলস’। শাফিন আহমেদ

/এমএম/
সম্পর্কিত
আরব কনসার্টে রকস্টার জেমস
আরব কনসার্টে রকস্টার জেমস
ডালাস কনসার্টে জেমস, আয়োজকদের দাবি ইতিহাস!
ডালাস কনসার্টে জেমস, আয়োজকদের দাবি ইতিহাস!
হঠাৎ স্থগিত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আয়োজিত কনসার্ট
হঠাৎ স্থগিত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আয়োজিত কনসার্ট
তারুণ্যের উৎসবে জেমস
তারুণ্যের উৎসবে জেমস
বিনোদন বিভাগের সর্বশেষ
সত্যজিতের জন্মদিনে ‘প্রিয় সত্যজিৎ’
সত্যজিতের জন্মদিনে ‘প্রিয় সত্যজিৎ’
ট্রেলারে আগ্রহ বাড়ালেন জয়া-মহসিনা, মুক্তি ১৬ মে
ট্রেলারে আগ্রহ বাড়ালেন জয়া-মহসিনা, মুক্তি ১৬ মে
নবীন নির্মাতাদের জন্য নতুন উদ্যোগ
নবীন নির্মাতাদের জন্য নতুন উদ্যোগ
হেমাঙ্গ বিশ্বাসের বিখ্যাত গান থেকে টিভি নাটক
হেমাঙ্গ বিশ্বাসের বিখ্যাত গান থেকে টিভি নাটক
২০০০ পর্বের মালইলফলক ছুঁয়ে জন্মদিন!
২০০০ পর্বের মালইলফলক ছুঁয়ে জন্মদিন!