বানভাসি মানুষের আর্তনাদ ছুঁয়ে গেছে গীতিকবি ও সাংবাদিক তারেক আনন্দ’র মনে। সেই অনুভূতি প্রকাশের জন্য লিখেছেন একটি বিশেষ গান। নাম দিয়েছেন ‘বানভাসি জীবন’।
গানটির কথায় সুর, সংগীত ও কণ্ঠ দিয়েছেন সুফি ঘরানার শিল্পী শাহরিয়ার রাফাত। যা প্রকাশ হয়েছে আজই (২৫ আগস্ট), ইউটিউব ও ফেসবুকে। সম্ভবত এবারের বন্যা নিয়ে এটাই প্রথম কোনও গান প্রকাশ হলো।
গীতিকবি তারেক আনন্দ বলেন, ‘হাতে হাত ধরে দুঃসময় করবো পার, তোমাদের কষ্টগুলো আমাদের সবার। এটি গানটির ব্রিজ লাইন। এর বাইরে আমার আর বক্তব্য নেই। যারা এই মুহূর্তে কষ্টে আছে তাদের কষ্টের ভাগ আমরাও নিয়ে নিলাম। বানভাসি মানুষের ক্ষত ও ক্ষতি দ্রুত কেটে উঠুক।’
উল্লেখযোগ্য বিষয়, কপিরাইটের এই কঠিন সময়ে গানটিকে সবার জন্য উন্মুক্ত করে দিয়েছেন আনন্দ ও রাফাত। জানান, এই গানটি কপিরাইট ফ্রি। চাইলে যে কেউ গানটি ব্যবহার করতে পারেন।
এদিকে গানটি প্রসঙ্গে রাফাত বলেন, ‘গানের কথা পাওয়ার পরই সুরে ডুবে যাই। খুব বেশি সময় লাগেনি। মাত্র এক দেড় ঘণ্টায় গানটির সুর-সংগীত করেছি। আমি চেষ্টা করেছি গানের বাণী যাতে করে মানুষের হৃদয় ছুঁয়ে যায় এমন সুর করতে।’
শিল্পী জানান, এই গান থেকে প্রাপ্ত আয় বানভাসি মানুষদের জন্য ব্যয় করবেন তারা।