X
বুধবার, ১৪ মে ২০২৫
৩০ বৈশাখ ১৪৩২

নায়কের জন্মদিনে প্রযোজকের প্রস্থান!

বিনোদন রিপোর্ট
২০ সেপ্টেম্বর ২০২৪, ০২:১৭আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৪, ১২:৪৯

কাকতালীয় বটে! পৃথিবীতে অমর নায়ক সালমান শাহ’র আগমনের দিনে (১৯ সেপ্টেম্বর) না ফেরার দুনিয়ায় পাড়ি জমালেন তারই ক্যারিয়ারের অন্যতম প্রযোজক দেওয়ান হাবিবুর রহমান হাবিব। যিনি একাধারে নাট্য-প্রযোজক, সাংবাদিক ও প্রকাশক।

প্রয়াতর ছোট ভাই দেওয়ান সিদ্দিকুর রহমান বাংলা ট্রিবিউনকে, বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) রাত ১১টা ৩৩ মিনিটের দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে দেওয়ান হাবিব শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি.....রাজিউন)। 

এর আগে দেওয়ান হাবিব লম্বা সময় ক্যানসারের সঙ্গে লড়াই করছিলেন। গত কয়েকদিন ছিলেন লাইফ সাপোর্টে।

হাবিব পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, শুক্রবার (২০ সেপ্টেম্বর) জুমার নামাজের পর রাজধানীর সোবহানবাগ মসজিদে জানাজা অনুষ্ঠিত হবে। তাতে বন্ধু-স্বজন সবাইকে অংশগ্রহণ করার জন্য অনুরোধ করা হয়। বিনোদন সাংবাদিকদের মধ্যমণি ছিলেন দেওয়ান হাবিব

দেওয়ান হাবিব, স্ত্রী, এক ছেলে ও মেয়ে ছাড়াও অসংখ্য গুণগ্রাহী-স্বজন রেখে গেছেন। বিশেষ করে, গত চার দশকের সিনে-ইন্ডাস্ট্রির শিল্পী-সাংবাদিক-পরিচালক-প্রযোজকসহ প্রায় সবাই দেওয়ান হাবিবকে একনামে চিনতেন, জানতেন এবং মান্য করতেন। প্রযোজনার বাইরে দেওয়ান হাবিবের আরেকটি বড় পরিচিতি সিনে-সাংবাদিকতায়। তিনি তিন দশক ধরে দেশের অন্যতম বিনোদন ঘরানার পাক্ষিক ম্যাগাজিন পত্রিকা ‘বিনোদন বিচিত্রা’র সম্পাদক ও প্রকাশক হিসেবে কাজ করেছেন নিরলস। এই পত্রিকার ব্যানারে তিনি আয়োজন করেছেন বেশ কয়েকটি সুন্দরী প্রতিযোগিতা। যার মাধ্যমে দেওয়ান হাবিবের হাত ধরে ইন্ডাস্ট্রি পেয়েছে অনেক মডেল ও নায়িকা।

দেওয়ান হাবিবের প্রস্থানে বিনোদন অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। বৃহস্পতিবার মধ্যরাত থেকে সোশ্যাল হ্যান্ডেল রূপ নিয়েছে শোকবই-এ।

দেওয়ান হাবিবুর রহমান হাবিব ফেরা যাক সালমান শাহ প্রসঙ্গে। নায়ক সালমান শাহ’র সিনেমা ক্যারিয়ার শুরু হয় ১৯৯৩ সালে ‘কেয়ামত থেকে কেয়ামত’ সিনেমার মধ্য দিয়ে। এরপর তিনি যে ক’টি সিনেমা করেছেন, সবই সুপারহিট। এরমধ্যে ১৯৯৫ সালে, তিনি যখন সিনেমার সুপারস্টার তখন সবাইকে চমকে দিয়ে একটি নাটকে অভিনয় করেন। নাম ‘নয়ন’। এতে সালমান শাহ’র বিপরীতে অভিনয় করেছেন শমী কায়সার। অরুণ চৌধুরীর চিত্রনাট্যে নাটকটি বানিয়েছেন আহমেদ রিয়াজ। বিটিভিতে প্রচার হয়েছিল সেটি। যেটি তখনকার নাটক ইতিহাসের সবচেয়ে আলোচিত ছিলো। আর সেই ব্যয়বহুল আলোচিত নাটকটির জন্ম হয়েছে দেওয়ান হাবিবের প্রযোজনায়। যে সময় এমন একটি নাটক প্রযোজনা করার মতো সাহসী মানুষ খুব একটা ছিলো না। সালমান শাহ ও শমী কায়সারের মতো দুই সুপারস্টারকে নিয়ে যে সাহসটি দেখিয়েছিলেন দেওয়ান হাবিব। স্ত্রী, কন্যা ও পুত্রের সঙ্গে দেওয়ান হাবিব

সালমান শাহ মূলত ১৯৮৫ সাল থেকে বিভিন্ন নাটকে অভিনয়ের চেষ্টা করছিলেন। এ বছর বিটিভির ‘আকাশ ছোঁয়া’ নাটক দিয়ে অভিনয়ের যাত্রা শুরু করেন। পরে ‘দেয়াল’ (১৯৮৫), ‘সব পাখি ঘরে ফিরে’ (১৯৮৫), ‘সৈকতে সারস’ (১৯৮৮), ‘নয়ন’ (১৯৯৫) এবং ‘স্বপ্নের পৃথিবী’ (১৯৯৬) নাটকে অভিনয় করেন। এরমধ্যে ‘নয়ন’ নাটকটি শ্রেষ্ঠ একক নাটক হিসেবে বাচসাস পুরস্কার লাভ করে। সাংস্কৃতিক অঙ্গনে যে পুরস্কারের কদর ছিলো তখন সবার ওপরে।

নায়ক সালমান শাহ’র ৫৪তম জন্মদিনে (১৯ সেপ্টেম্বর) তারই সবচেয়ে আলোচিত নাটকের প্রযোজক দেওয়ান হাবিব পাড়ি জমালেন না ফেরার দেশে। যেটাকে অকাল প্রয়াত প্রিয় নায়কের জন্মদিনে, একজন প্রযোজকের জীবন উৎসর্গ-উপহারও বলছেন অনেকে! নায়িকা কেয়ার সেলফিতে দেওয়ান হাবিব, পপি ও ফেরদৌস

/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
বলিউডের পোস্টার থেকে উধাও পাকিস্তানি তারকারা!
বলিউডের পোস্টার থেকে উধাও পাকিস্তানি তারকারা!
৮ বছর পর আসছে নেমেসিসের নতুন অ্যালবাম
৮ বছর পর আসছে নেমেসিসের নতুন অ্যালবাম
আহত শাবনূর
আহত শাবনূর
৭৮তম কান উৎসব: নগ্নতা, শুল্ক, যুদ্ধ এবং ‘আলী’
কান উৎসব ২০২৫৭৮তম কান উৎসব: নগ্নতা, শুল্ক, যুদ্ধ এবং ‘আলী’
মব জাস্টিস নিয়ে প্রশ্ন তুললেন সায়ান
মব জাস্টিস নিয়ে প্রশ্ন তুললেন সায়ান