X
বুধবার, ০২ জুলাই ২০২৫
১৮ আষাঢ় ১৪৩২

কানজয়ী সিনেমা ছাপিয়ে অস্কারে ‘লাপাতা লেডিস’

বিনোদন ডেস্ক
২৩ সেপ্টেম্বর ২০২৪, ১৬:২০আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৪, ০২:৫৯

বিশ্বের শীর্ষ উৎসব কান-এর ‘গ্রাঁ প্রিঁ’ জয় করেও অস্কার দৌড়ে সুবিধা করতে পারলো না পায়েল কাপাডিয়ার ছবি ‘অল উই ইমাজিন অ্যাজ লাইট’। এমন আরও অনেক আলোচিত ছবি ছাপিয়ে ভারতের পক্ষ থেকে এবার অস্কার আসরের জন্য মনোনীত হলো পিতৃতন্ত্রের ওপর ব্যঙ্গাত্মক হালকা চালের হিন্দি সিনেমা ‘লাপাতা লেডিস’।

কিরণ রাওয়ের এই ছবিটি ২০২৫ সালের অস্কারে ভারতের অফিসিয়াল এন্ট্রি হিসেবে বেছে নেওয়া হয়েছে।

এবারের আসরের জন্য তালিকায় আরও ছিলো বলিউড হিট ‘অ্যানিম্যাল’, মালায়ালাম জাতীয় পুরস্কার বিজয়ী ‘আট্টাম’সহ ২৯টি চলচ্চিত্র।

অসমীয়া পরিচালক জাহ্নু বড়ুয়ার নেতৃত্বাধীন ১৩ সদস্যের সিলেক্ট কমিটি সর্বসম্মতিক্রমে আমির খান প্রযোজিত ও কিরণ রাও পরিচালিত ‘লাপাতা লেডিস’ সিনেমাটিকে অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসে সেরা আন্তর্জাতিক চলচ্চিত্র বিভাগে জায়গা দিয়েছে।

গত বছর অস্কারে ভারত থেকে পাঠানো হয়েছিল মালায়ালাম সুপারহিট ‘এভরিবডি ইজ আ হিরো’।

সম্প্রতি কিরণ জানিয়েছিলেন তিনি নিশ্চিত যে, ফিল্ম ফেডারেশন অব ইন্ডিয়া (এফএফআই) অস্কারের জন্য সেরা ছবি বেছে নেবে। ফেব্রুয়ারির শুরুতে সিনেমাটির প্রেস স্ক্রিনিংয়ে কিরণ বলেছিলেন, ‘আমাদের প্রাথমিক স্বীকৃতি বক্স অফিসে দর্শকদের প্রতিক্রিয়া থেকে আসে। দর্শক ও দেশ যদি আমাদের কাজের প্রশংসা করে, সেটাই হবে আমাদের জন্য সবচেয়ে বড় প্রশংসা। আর অস্কারে গেলে সেটি হবে পরম পাওয়া।’ 

পায়েল কাপাডিয়া ও ‘অল উই ইমাজিন অ্যাজ লাইট’ ছবির কয়েকটি দৃশ্য ‘লাপাতা লেডিস’ ২০০১ সালের প্রেক্ষাপটে গ্রামীণ ভারতের দুটি মেয়ের একটি হৃদয়গ্রাহী গল্প। যারা দুর্ঘটনাক্রমে ট্রেনে করে যাওয়ার সময় অদলবদল হয়ে যায়। ছবিটি প্রযোজনা করেছে রাওয়ের কিন্ডলিং প্রোডাকশনস এবং আমির খান প্রোডাকশন।

এই বছরের মার্চ মাসে মুক্তি পাওয়া এই সিনেমাটিতে রবি কিষাণ, ছায়া কদম এবং গীতা আগারওয়াল শর্মার পাশাপাশি প্রধান চরিত্রে অভিনয় করেছেন নীতাংশি গোয়েল, প্রতিভা রন্তা এবং স্পর্শ শ্রীবাস্তব।

বাংলা ট্রিবিউন-এর সঙ্গে একান্ত আলাপে ‘লাপাতা লেডিস’ গল্পকার বিপ্লব গোস্বামী:

বলা দরকার, অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেসের আয়োজনে ২০২৫ সালের ২ মার্চ অনুষ্ঠিত হবে ৯৭তম অস্কারের অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে ক্যালিফোর্নিয়ার ডলবি থিয়েটারে ২৪টি শাখায় দেওয়া হবে পুরস্কার।

/এসএস/এমএম/
সম্পর্কিত
অস্কারজয়ী ফিলিস্তিনি সহপরিচালক গ্রেফতার, ইসরায়েলিদের মারধরের শিকার
অস্কারজয়ী ফিলিস্তিনি সহপরিচালক গ্রেফতার, ইসরায়েলিদের মারধরের শিকার
বিয়ের ভিডিও নির্মাণ থেকে চারটি অস্কার জয়ের রেকর্ড
বিয়ের ভিডিও নির্মাণ থেকে চারটি অস্কার জয়ের রেকর্ড
অস্কারজয়ী অভিনেতার ‘দ্য ব্রুটালিস্ট’ দেখবেন যেভাবে  
অস্কারজয়ী অভিনেতার ‘দ্য ব্রুটালিস্ট’ দেখবেন যেভাবে  
অস্কারের একটি রেকর্ড অক্ষুণ্ন রেখে আরেকটি গড়লেন এই অভিনেতা
অস্কারের একটি রেকর্ড অক্ষুণ্ন রেখে আরেকটি গড়লেন এই অভিনেতা
বিনোদন বিভাগের সর্বশেষ
সিনেমা নির্মাণে সংগীত পরিচালক ইমন সাহা
সিনেমা নির্মাণে সংগীত পরিচালক ইমন সাহা
৯ কোটি টাকা অনুদান পাচ্ছে ৩২টি চলচ্চিত্র
৯ কোটি টাকা অনুদান পাচ্ছে ৩২টি চলচ্চিত্র
ধর্ম ইস্যুতে অভিনেতা সামনে আনলেন ছেলের জন্মসনদ!
ধর্ম ইস্যুতে অভিনেতা সামনে আনলেন ছেলের জন্মসনদ!
৩৬ দিনে ৩৬ পর্বের ‘৩৬ জুলাই’
৩৬ দিনে ৩৬ পর্বের ‘৩৬ জুলাই’
৩ জুলাই থেকে শ্যামল মাওলার থ্রিলার
৩ জুলাই থেকে শ্যামল মাওলার থ্রিলার