আদিল নামের ছেলেটা ভালোবাসে দেশ, মানুষ ও প্রকৃতিকে। সাহিত্যপ্রেমী আদিল চেয়েছিল কবি হতে। কিন্তু বাবার ইচ্ছায় সে ইঞ্জিনিয়ার হয়। অথচ ক্যালকুলাসের সূত্রের চেয়ে রবীন্দ্রনাথের রচনাসমগ্র তার কাছে বেশি প্রিয়।
অন্যদিকে আদিলের ইঞ্জিনিয়ার হওয়ার খবরে সবচেয়ে বেশি খুশি হয় আফরিন, যার সঙ্গে তার প্রেমের সম্পর্ক। কিন্তু জটিলতা বাধে আদিলের উচ্চতর ডিগ্রির জন্য বিদেশ গমন নিয়ে। প্রেম, দেশপ্রেম ও উচ্চতর শিক্ষার জন্য বিদেশের হাতছানি; শুরু হয় গল্পের নতুন বাঁক।
যা দেখা যাবে বিটিভির এ সপ্তাহের নাটক বিভাগে ‘হায়ার ম্যাথম্যাটিকস’-এর চিত্রনাট্যে।
মাসুদুর রহমানের রচনায় এটি প্রযোজনা করেছেন মোল্লা আবু তৌহিদ। নাটকটিতে অভিনয় করেছেন তনয় বিশ্বাস, লাবণ্য চৌধুরী, দিলরুবা দোয়েল, মাসুম বাশার, শেখ স্বপ্না, বিমল ব্যানার্জি, সানন্দা, শেফালিসহ অনেকে।
প্রযোজক তথা নির্মাতা মোল্লা জানান, ‘হায়ার ম্যাথম্যাটিকস’ প্রচার হবে ২৮ সেপ্টেম্বর, শনিবার রাত ৯টা ৫ মিনিটে।