X
শনিবার, ০৩ মে ২০২৫
২০ বৈশাখ ১৪৩২

সমাজ কীভাবে নেয়, সেটি ভেবেছি: ইন্তেখাব দিনার

চন্দনা বিশ্বাস
চন্দনা বিশ্বাস
১১ ডিসেম্বর ২০২৪, ১৮:১৮আপডেট : ১১ ডিসেম্বর ২০২৪, ১৯:৩৮

নির্মাতা রায়হান রাফী তার কাজের বিষয়বস্তু হিসেবে বরাবরই সমাজের বাস্তব ঘটনাকে তুলে ধরেন। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না। কালো টাকা, নারী, মাফিয়া জগতের মিশেলে তার নতুন বার্তা ‘ব্ল্যাক মানি’।

১০ ডিসেম্বর মুক্তি পেয়েছে সিরিজটির প্রথম ঝলক। ১ মিনিট ২৯ সেকেন্ডের ট্রেলারে দেখা গেছে মাফিয়া জগৎ আর কালো টাকার দাপট। চিরাচরিত নিয়মে ঘটেছে নারীর আগমন। গ্ল্যামারাস লুকে ধরা দিয়েছেন পূজা চেরী। তবে সব চরিত্র ছাপিয়ে আগ্রহের জায়গা তৈরি করেছেন অভিনেতা ইন্তেখাব দিনার। যার লুক, এক্সপ্রেশন ছিল দাগ কাটার মতো।

ইন্তেখাব দিনার একজন ট্রান্সজেন্ডারের চরিত্রে অভিনয় করেছেন এই অভিনেতা। পরনে সালোয়ার-কামিজ, চোখে মোটা কাজল, ঠোঁটে গাঢ় লিপস্টিক মেখে চরিত্রটি যেন দর্শকদের দিকে ছুড়ে দেয় চুমু! শরীরের ভাষায় একজন ট্রান্সজেন্ডার হিসেবেই ক্যামেরায় ধরা দিয়েছেন এই অভিনেতা।

এমন চরিত্রে প্রথম অভিনয় দিনারের। কীভাবে তৈরি করলেন নিজেকে? অস্বস্তি হয়নি তো!

অভিনেতার কণ্ঠে সরল স্বীকারোক্তি, প্রথমে খানিকটা অস্বস্তি হয়েছে তার। দিনার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমার চরিত্রের লুকের জন্য পুরো কৃতিত্ব রায়হান রাফী এবং পোশাক ডিজাইনার তুরিনের। ওদেরই আইডিয়া ছিল এটি। প্রথমদিকে আমার অস্বস্তি কাজ করেছিল এটা ভেবে যে লুকটা কেমন হবে। রাফী ও তুরিন আমাকে সাহস দিয়েছিলো যে ইন্টারেস্টিং কিছুই হবে। এরপর আমরা লুক সেট করলাম এবং ফটোশুট করলাম। তখন মনে হলো এটা মানানসই দেখাচ্ছে। এখন দেখা যাক দর্শক কীভাবে গ্রহণ করেন।’ ‘ব্ল্যাক মানি’তে ইন্তেখাব দিনার ট্রান্সজেন্ডারের মতো চরিত্রে অভিনয় করা সহজ নয়। বিশেষ করে আমাদের দেশীয় প্রেক্ষাপটে কাজটি অনেকটাই চ্যালেঞ্জিং। দিনার কি এই চরিত্রে কাজ করতে চ্যালেঞ্জ অনুভব করেছেন?

তিনি বলেন, ‘হ্যাঁ, চ্যালেঞ্জিং ছিল। ছিলাম সংশয়ে। সমাজ কীভাবে নেয়, সেটি নিয়ে ভেবেছি। কিন্তু আমি তো আসলে তাদের (ট্রান্সজেন্ডার) মানুষ হিসেবে দেখি। আমি তো মানুষের চরিত্রই চিত্রায়ণ করেছি।’

‘ব্ল্যাক মানি’র প্রধান চরিত্র অভিনয় করেছেন নায়ক রুবেল। বহু দিন পর তাকে অভিনয়ে ফিরিয়েছেন রায়হান রাফী। একজন গ্যাংস্টারের ভূমিকায় দেখা যাবে তাকে। এত অভিনেতার ভিড়ে নায়ক রুবেলকে বেছে নেওয়ার কার কী? রায়হান রাফী জবাবে রায়হান রাফী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমি সবসময় নিরীক্ষা করতে পছন্দ করি। আপনারা দেখেছেন হলিউড, বলিউডের অনেক সিনিয়র অভিনেতাকে নতুন করে উপস্থাপন করা হয় চরিত্রের প্রয়োজনে। আমিও সেটিই করেছি। এই চরিত্রের জন্য রুবেল ভাইকে সেরা মনে করেছি। কারণ, আপনারা তো জানেন তিনি আমাদের দেশের একসময়ের সুপারস্টার।’

সিরিজটির বিভিন্ন চরিত্রে আরও আছেন সালাউদ্দিন লাভলু, মুকিত জাকারিয়া, সুমন আনোয়ার, সাইদুর রহমান পাভেলসহ অনেকে। ‘ব্ল্যাক মানি’ মুক্তি পাবে ২ জানুয়ারি, একটি ওটিটি প্ল্যাটফর্মে।

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
‘আমলনামা’ বিতর্ক: আত্মপক্ষ সমর্থনে যা বললেন রাফী
‘আমলনামা’ বিতর্ক: আত্মপক্ষ সমর্থনে যা বললেন রাফী
১২ মার্চ মধ্যরাতে আসছে রাফীর ‘আমলনামা’
১২ মার্চ মধ্যরাতে আসছে রাফীর ‘আমলনামা’
ফের সত্য ঘটনার ছায়া মাড়ালেন রায়হান রাফী
ফের সত্য ঘটনার ছায়া মাড়ালেন রায়হান রাফী
বাবা হারালেন রায়হান রাফী
বাবা হারালেন রায়হান রাফী
বিনোদন বিভাগের সর্বশেষ
কুমকুম রানীকে নৃত্যাঞ্চল পদক প্রদান
কুমকুম রানীকে নৃত্যাঞ্চল পদক প্রদান
আগুনে পুড়ে মার্কিন সংগীতশিল্পীর মৃত্যু
আগুনে পুড়ে মার্কিন সংগীতশিল্পীর মৃত্যু
সত্যজিতের জন্মদিনে ‘প্রিয় সত্যজিৎ’
সত্যজিতের জন্মদিনে ‘প্রিয় সত্যজিৎ’
ট্রেলারে আগ্রহ বাড়ালেন জয়া-মহসিনা, মুক্তি ১৬ মে
ট্রেলারে আগ্রহ বাড়ালেন জয়া-মহসিনা, মুক্তি ১৬ মে
নবীন নির্মাতাদের জন্য নতুন উদ্যোগ
নবীন নির্মাতাদের জন্য নতুন উদ্যোগ