রায়হান রাফী নির্মিত ‘আমলনামা’ ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পায় ১৩ মার্চ। মুক্তির পর থেকেই দর্শকদের কেউ কেউ বলছেন, এটি কথিত বন্দুকযুদ্ধে নিহত টেকনাফের পৌর কাউন্সিলর একরামুল হকের ঘটনা নিয়ে নির্মিত।
তবে রায়হান রাফী জানিয়েছেন, একরামুল হকের সঙ্গে ‘আমিলনামা’র গল্পের কোনও মিল নেই।
রবিবার (১৬ মার্চ) একটি ফেসবুক পোস্টের মাধ্যমে ‘আমলনামা’ নিয়ে রাফী বলেন, ‘এটি নির্দিষ্ট কোনো পরিবারের গল্প নয়। সিনেমাটির সঙ্গে একরামুল হকের কোনো সম্পর্ক নেই। দেশের প্রতিটি বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে সিনেমাটি করেছি। আমরা চাই, সব বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের বিচার হোক।’ এছাড়া রাফী গণমাধ্যমকে বলেন, ‘আমরা প্রথম থেকেই বলে আসছি, ছবিটি সত্য ঘটনা অবলম্বনে নয়। সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত হয়ে নির্মিত সিনেমা। দেশে যত বিচারবহির্ভূত হত্যকাণ্ড ঘটেছে, সব ঘটনার ছায়া অবলম্বনে সিনেমাটি নির্মাণ করেছি।’
তিনি আরও বলেন, ‘আমরা অনেকগুলো ঘটনার ছায়া অবলম্বনে একটি গল্প বলার চেষ্টা করেছি, বলেছি। নিশ্চিত করে বলছি এ গল্পে একক কোনও ব্যক্তি নেই।’
এরইমধ্যে আপনারা হয়তো জানেন, টেকনাফ পৌরসভা কাউন্সিলর একরামুল হকের স্ত্রী আয়েশা বেগম বিষয়টি ভালোভাবে নেননি।
তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ‘পরিচালক রায়হান রাফী একটি কাল্পনিক মুভি বানিয়েছে, এই মুভিতে রায়হান রাফী নিজেই প্রথমে স্বীকার করেন যে, মুভিটি কোনও সত্যি ঘটনার সাথে মিল নেই, তিনি তার মন মতো করে কাল্পনিকভাবে এই মুভিটি বানিয়েছেন। আর আপনারা আজ এই মুভি দেখে আমাদেরকে দোষারোপ ও লজ্জিত করছেন।’ এরপর তিনি লেখেন, ‘আপনারা এই মুভিটা আমার স্বামীর ঘটনা বলে অপপ্রচার করছেন, আমার স্বামী কোনও প্রকার মাদকদ্রব্যের সাথে জড়িত ছিল না। আমার স্বামীকে খুনিরা পরিকল্পিতভাবে এবং নির্মমভাবে হত্যা করেছে। আজ আপনারা এই মুভি দেখে আমার স্বামীর আসল ঘটনা বলে উল্লেখ করছেন। রায়হান রাফী যদি বলে যে, এই মুভিটি একরামুল হকের সত্যি ঘটনার ওপর ভিত্তি করে বানানো হয়েছে, তাহলে তার বিরুদ্ধে মানহানি মামলা করতে বাধ্য হবো। আর আমি রায়হান রাফীকে বলব, এই মুভিটি একরামুল হকের আসল ঘটনার সাথে কোনও মিল নেই। এই কথাটা সবার সামনে বলার জন্য অনুরোধ করছি।’
আয়েশা বেগমের এই পোস্টের পরই রায়হান রাফী নিজের অবস্থান পরিষ্কার করলেন। ‘আমলনামা’ সিনেমায় অভিনয় করেছেন তমা মির্জা, জাহিদ হাসান, সারিকা সাবরিন, কামরুজ্জামান কামু, গাজী রাকায়েত, গীতাশ্রী চৌধুরী, হাসনাত রিপন, জান্নাতুল মাওয়া ঝিলিক, এ কে আজাদ সেতু, ইনায়া আর্যা প্রমুখ।
উল্লেখ্য, রায়হান রাফীর গল্পে ‘আমলনামা’র চিত্রনাট্য করেছেন রায়হান রাফী ও এস এম নজরুল ইসলাম।
বলা দরকার, এর আগে সত্য ঘটনার ছায়া অবলম্বনে ‘জানোয়ার’, ‘ফ্রাইডে’, ‘টান’, ‘খাঁচার ভেতর অচিন পাখি’সহ আরও কয়েকটি চলচ্চিত্র নির্মাণ করেছেন রায়হান রাফী।