X
শনিবার, ০৫ জুলাই ২০২৫
২১ আষাঢ় ১৪৩২

টিয়া পাখিকে ভাষা শেখানোর গল্প

বিনোদন রিপোর্ট
১৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৫:২৬আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:০২

ছোট্ট পিউ-এর পাখি পোষার খুব শখ। বাসায় তার অনেকগুলি পাখি আছে। একটাই দুঃখ, পাখিদের ভাষা সে বোঝে না। তাই তার আবদারে মা-বাবা তাকে একটা টিয়া পাখি কিনে দেয়। বাড়ি ফিরে শুরু হয় টিয়াকে কথা শেখানোর প্রাণান্তকর প্রচেষ্টা। কিন্তু বিপদ হলো, মানুষের মতো করে কথা বলতে পারে না টিয়া। কিন্তু পিউ চেষ্টা চালিয়ে যায়।

এমনই এক মধুর গল্পে সাজানো হয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের বিশেষ নাটক ‘ঝুটুম পাখির কথা’। নাটকটি রচনা করেছেন নূর সিদ্দিকী ও পরিচালনা করেছেন মনিরুল হোসেন শিপন। এতে অভিনয় করেছেন সাবিহা জামান, জিতু আহসান, সুষমা সরকার ও ঋদ্ধি।

নাটকটি সম্পর্কে শিপনের ভাষ্য এমন, ‘ভাষা দিবসের বিশেষ নাটকের গল্প হিসেবে এটিকে আমার কাছে ব্যতিক্রম মনে হয়েছে। শিশু-কিশোরদের কাছে ভাষার প্রতি ভালোবাসার গল্প পৌঁছাতে আমাদের এই প্রচেষ্টা। আশা করছি তারা নাটকটি উপভোগ করবে।’ 

নির্মাতা জানান, বিশেষ নাটকটি দুরন্ত টেলিভিশনে প্রচার হবে ২১ ফেব্রুয়ারি সকাল ৯টায় ও সন্ধ্যা ৬টায়।

‘অ আ ক খ’ অনুষ্ঠানের একটি দৃশ্য দুরন্ত কর্তৃপক্ষ জানায়, বিশেষ নাটকটি ছাড়াও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে তাদের পর্দায় থাকছে সকাল ৮টায় নৃত্যানুষ্ঠান ‘অ আ ক খ’ এবং রাত ৯টা ৩০ মিনিটে ‘আ মরি বাংলা ভাষা’ নামের দুটি বিশেষ অনুষ্ঠান।

/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
আই উইল বি আ মাদার: জায়েদ খানকে তিশা
আই উইল বি আ মাদার: জায়েদ খানকে তিশা
‘লাল জুলাই’ নিয়ে বিপ্লবের নতুন গান
‘লাল জুলাই’ নিয়ে বিপ্লবের নতুন গান
জুলাইকে উৎসর্গ করে ১১ জুলাই থেকে ‘অন্যদিন…’
জুলাইকে উৎসর্গ করে ১১ জুলাই থেকে ‘অন্যদিন…’
অমিতাভ বচ্চনের দেয়ালে জয়া আহসান!
অমিতাভ বচ্চনের দেয়ালে জয়া আহসান!
বাংলাদেশে হলিউডের দুই সিক্যুয়েল
এ সপ্তাহের সিনেমাবাংলাদেশে হলিউডের দুই সিক্যুয়েল