X
শুক্রবার, ০২ মে ২০২৫
১৯ বৈশাখ ১৪৩২

জুলাই অভ্যুত্থান নিয়ে প্রথম ডকুড্রামা

বিনোদন রিপোর্ট
২৬ মার্চ ২০২৫, ০০:০৫আপডেট : ২৬ মার্চ ২০২৫, ১৩:২২

২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) দিনব্যাপী প্রচার হবে বিশেষ সংগীতানুষ্ঠান, কবিতা পাঠের অনুষ্ঠান, আলেখ্যানুষ্ঠান, আলোচনা অনুষ্ঠান, শিশুতোষ অনুষ্ঠান ও প্রামাণ্য অনুষ্ঠান। তবে সব ছাপিয়ে এদিন দর্শকদের বিশেষ নজর থাকবে জুলাই অভ্যুত্থান নিয়ে নির্মিত প্রথম ডকুড্রামা ‘ফিরে আসে বারবার’-এর দিকে। 

সৈয়দ অহিদুজ্জামান ডায়মন্ডের রচনা ও নাসির উদ্দিনের প্রযোজনায় ‘ফিরে আসে বারবার’ প্রচার হবে রাত ৯টায়। ১৯৭১ সালের ২৫ মার্চের কালরাত থেকে শুরু হয়ে এ নাটকের গল্প শেষ হয় ২০২৪ সালে ছাত্রদের বৈষম্যবিরোধী আন্দোলনে রূপ নেয়া ছাত্র-জনতার গণঅভ্যুত্থান পর্যন্ত।  ফিরে আসে বারবার ডকুড্রামাটিতে অভিনয় করেছেন সুমনা সোমা, গোলাম কিবরিয়া, দিলরুবা দোয়েল, রকি খান, জাফরিন ফেরদৌসী, গোলাম রাব্বানী মিন্টু, হায়াতুজ্জামান খান, ম আ সালাম ও মোয়াজ্জেম হোসেন।

এছাড়াও সকাল সাড়ে ১১টায় প্রচার হবে কবিতা আবৃত্তির অনুষ্ঠান। দুপুর ১২টা ২০ মিনিটে রয়েছে শিশুতোষ অনুষ্ঠান ‘আমাদের স্বাধীনতা’। শিশুদের অংশগ্রহণে কবিতা, গান, নাচ, নাটিকা ও চিত্রাঙ্কনের মাধ্যমে সাজানো হয়েছে অনুষ্ঠানটি। সংগীতানুষ্ঠান ‘কথা ও সুরে স্বাধীনতা’ প্রচার হবে দুপুর ১টা ১০ মিনিটে। অনুষ্ঠানে সংগীত পরিবেশন করবেন সাব্বির জামান, প্রিয়াংকা গোপ, আতিয়া আনিসা, মৌমিতা তাসরীন নদী, মনিকা দেবনাথ, কিশোর দাস, বেলাল খান ও অপু আমান। আমাদের স্বাধীনতা দুপুর ৩টায় থাকছে সংগীতানুষ্ঠান ‘স্বাধীনতা আমার অহংকার’। তাসনুভা মোহনার উপস্থাপনায় অনুষ্ঠানটিতে সংগীত পরিবেশন করবেন রিজিয়া পারভীন, সুলতানা চৌধুরী, দিঠি আনোয়ার, পিয়াল হাসান, শাহনাজ রহমান স্বীকৃতি, নোশীন তাবাসসুম স্মরণ, মোমিন বিশ্বাস ও শবনম মোস্তারী প্রিয়াঙ্কা। সন্ধ্যা সাড়ে ৬টায় রয়েছে স্বরচিত কবিতা পাঠের অনুষ্ঠান। 

১৯৭১ সালের ২৬ মার্চ দেশি-বিদেশি পত্রিকায় প্রকাশিত সংবাদের বিশ্লেষণধর্মী অনুষ্ঠান প্রচার হবে সন্ধ্যা সাড়ে ৭টায়। অনুষ্ঠানটির উপস্থাপনা করেছেন সুলতান মাহমুদ বাদল। আলোচক হিসেবে রয়েছেন বীর মুক্তিযোদ্ধা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুস সালাম এবং সাংবাদিক এম এ আজিজ। আলোচনা অনুষ্ঠান ‘আমার স্বাধীনতা, আমার গর্ব’ প্রচার হবে রাত সাড়ে ৮টায়। আমিরুল ইসলাম কাগজির উপস্থাপনায় অনুষ্ঠানটির আলোচনায় অংশ নিয়েছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী হাফিজ উদ্দিন (বীর বিক্রম) এবং নজরুল গবেষক ও যুগান্তর সংবাদপত্রের সম্পাদক আব্দুল হাই শিকদার। আমার স্বাধীনতা আমার গর্ব রাত ১০টায় প্রচার হবে বিশেষ আলেখ্যানুষ্ঠান। শাকিলা মতিন মৃদুলার উপস্থাপনায় অনুষ্ঠানটির আলোচনায় অংশ নিয়েছেন বীর মুক্তিযোদ্ধা আবদূস সালাম, প্রফেসর ড. মোঃ সিদ্দিকুর রহমান ও অ্যাডভোকেট আলী নাসির খান। অনুষ্ঠানটিতে সংগীত পরিবেশন করেছেন রোমানা ইসলাম, লিজা, রাশেদ আসিফ তুহিন এবং আবৃত্তি করেছেন রেজাউদ্দিন স্টালিন, টিটু মুনসি, ফারহানা তৃণা ও জাহান বশির। রিজিয়া পারভীন

/এমএম/
সম্পর্কিত
হেমাঙ্গ বিশ্বাসের বিখ্যাত গান থেকে টিভি নাটক
হেমাঙ্গ বিশ্বাসের বিখ্যাত গান থেকে টিভি নাটক
বিটিভির বৈশাখী আয়োজন সাজলো যেভাবে
বিটিভির বৈশাখী আয়োজন সাজলো যেভাবে
আজ সেই ‘ইত্যাদি’
আজ সেই ‘ইত্যাদি’
ঈদে জমকালো ৬টি নাচের আয়োজন
ঈদে জমকালো ৬টি নাচের আয়োজন
বিনোদন বিভাগের সর্বশেষ
ট্রেলারে আগ্রহ বাড়ালেন জয়া-মহসিনা, মুক্তি ১৬ মে
ট্রেলারে আগ্রহ বাড়ালেন জয়া-মহসিনা, মুক্তি ১৬ মে
নবীন নির্মাতাদের জন্য নতুন উদ্যোগ
নবীন নির্মাতাদের জন্য নতুন উদ্যোগ
হেমাঙ্গ বিশ্বাসের বিখ্যাত গান থেকে টিভি নাটক
হেমাঙ্গ বিশ্বাসের বিখ্যাত গান থেকে টিভি নাটক
২০০০ পর্বের মালইলফলক ছুঁয়ে জন্মদিন!
২০০০ পর্বের মালইলফলক ছুঁয়ে জন্মদিন!
আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকায় ‘ইকরি মিকরি’
আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকায় ‘ইকরি মিকরি’