X
শুক্রবার, ০২ মে ২০২৫
১৯ বৈশাখ ১৪৩২

পহেলা বৈশাখে টাইমস স্কয়ারে কবিগান পরিবেশনা

বিনোদন রিপোর্ট
১৩ এপ্রিল ২০২৫, ১২:২৬আপডেট : ১৩ এপ্রিল ২০২৫, ১২:২৬

গোটা বিশ্বের বাঙালি সম্প্রদায়ের কাছে এক স্মরণীয় মুহূর্তে, নিউ ইয়র্কের টাইমস স্কয়ার সাক্ষী রইল এক হৃদয়ছোঁয়া সাংস্কৃতিক অনুষ্ঠানের। যেখানে বাংলাদেশি শিল্পী স্বপ্নীল সজীব পরিবেশন করলেন রবীন্দ্রনাথ ঠাকুর, লালন শাহ ও হাসন রাজার কালজয়ী সকল গান। 

এই অনন্য অনুষ্ঠানটি উদযাপন করলো পয়লা বৈশাখ (১৪ এপ্রিল)-কে নিউ ইয়র্ক স্টেট সিনেট-এর সরকারিভাবে স্বীকৃতি দেওয়ার ঘটনার রেশ ধরে। ব্রঙ্কসের সিনেটর লুইস আর. সেপুলভেদা’র নেতৃত্বে পাশ হয় এই ঐতিহাসিক প্রস্তাব। 

এদিনের গান শেষে আবেগময় এক বক্তব্যে স্বপ্নীল সজীব বলেন, ‘বাংলাদেশে জন্ম ও বড় হওয়া একজন শিল্পী হিসেবে নিউ ইয়র্কের মতো শহরের প্রাণকেন্দ্রে মহান কবিদের গান গাওয়া শুধু গর্বের নয়, এক বিশাল দায়িত্ব। আমাদের অনেক সন্তান-স্বজন বাংলাদেশ থেকে দূর পরবাসে বড় হচ্ছে, তখন এইভাবে পয়লা বৈশাখ উদযাপন করাটা খুবই গুরুত্বপূর্ণ। এমন আয়োজন ও পরিবেশনা শেকড়ের সঙ্গে সংযুক্ত রাখতে সহযোগিতা করে।’ 

তিনি আরও বলেন, ‘এই কবিগানগুলো নিছক গান নয়—এরা ভাবতে শেখায়, গভীরভাবে অনুভব করতে শেখায়, প্রশ্ন তুলতে শেখায়, আর মানবতাকে ভালোবাসতে শেখায়। রবীন্দ্রনাথ, লালন, আর হাসন রাজার জ্ঞানভাণ্ডার নতুন প্রজন্মের সঙ্গে ভাগ করে নেওয়া মানে এমন কিছু মূল্যবোধ তাদের মধ্যে গড়ে তোলা, যেগুলো সর্বকালীন আর সর্বজনীন।’

টাইমস স্কয়ারে স্বপ্নীল সজীব এই অনুষ্ঠানটির অন্যতম প্রধান উদ্যোক্তা ছিল মুক্তধারা ফাউন্ডেশন এবং সাংস্কৃতিক ব্যক্তিত্ব নুরুল আমিন বাবু, যার নেতৃত্বে রয়েছেন বাঙালি সংস্কৃতির এক অক্লান্ত সৈনিক বিশ্বজিত সাহা। ১৯৯০-এর দশকে বাংলাদেশ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে এসে তিনি নিরলসভাবে কাজ করে চলেছেন বাংলা সাহিত্য ও সংস্কৃতিকে বিশ্বমঞ্চে তুলে ধরতে। তার উদ্যোগেই কুইন্সে বাংলা বইমেলা এবং টাইমস স্কয়ারে বাংলা নববর্ষ উদযাপন এক বার্ষিক ঐতিহ্যে পরিণত হয়েছে। 

সাংস্কৃতিক স্বীকৃতির চূড়ান্ত মুহূর্তটি আসে যখন গভর্নর ক্যাথি হোকুল নিউ ইয়র্ক স্টেট সিনেট চেম্বারে বাঙালি-আমেরিকান কমিউনিটির সদস্যদের নিয়ে এক বিশেষ সংবর্ধনার আয়োজন করেন। এই মিলনমেলায় উঠে আসে বাঙালির সংস্কৃতির সম্মান, ঐতিহ্য ও বিশ্বমঞ্চে তার বিকাশের নতুন দিগন্ত।

/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সত্যজিতের জন্মদিনে ‘প্রিয় সত্যজিৎ’
সত্যজিতের জন্মদিনে ‘প্রিয় সত্যজিৎ’
ট্রেলারে আগ্রহ বাড়ালেন জয়া-মহসিনা, মুক্তি ১৬ মে
ট্রেলারে আগ্রহ বাড়ালেন জয়া-মহসিনা, মুক্তি ১৬ মে
নবীন নির্মাতাদের জন্য নতুন উদ্যোগ
নবীন নির্মাতাদের জন্য নতুন উদ্যোগ
হেমাঙ্গ বিশ্বাসের বিখ্যাত গান থেকে টিভি নাটক
হেমাঙ্গ বিশ্বাসের বিখ্যাত গান থেকে টিভি নাটক
২০০০ পর্বের মালইলফলক ছুঁয়ে জন্মদিন!
২০০০ পর্বের মালইলফলক ছুঁয়ে জন্মদিন!