X
শনিবার, ০৩ মে ২০২৫
২০ বৈশাখ ১৪৩২

এবার গৌরীর প্রেমে আমির খান?

বিনোদন ডেস্ক
০৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:৩০আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:০৯

আমীর খান এক নারীতে থিতু হতে পারেন না মোটেই। একের পর তার জীবনে আসছে নতুন নারী। সে ধারাবাহিকতায়, আমিরের জীবনে নাকি এসেছে নতুন এক নারী। অর্থাৎ ৫৯ বছর বয়সে নাকি আবারও প্রেমে পড়েছেন মিস্টার পারফেক্টশনিস্ত খ্যাত এই অভিনেতা।    

এর আগেও দু’বার বিবাহ বিচ্ছেদ হয়েছে তার। কিছুদিন আগে প্রেমের গুঞ্জন উঠেছিলো ফাতিমা সানা শেখের সঙ্গে। তবে, দিনকয়েক ধরেই বলিউড ইন্ডাস্ট্রির অন্দরে নতুন চর্চা। ৫৯ বছর বয়সি আমির খানের জীবনে আবারও নাকি নতুন প্রেম এসেছে। জানেন কে সেই রহস্যময়ী নারী? বলিউডের সঙ্গে আছে কি েবার তার কোনও সম্পর্ক? বিচ্ছেদের পরেও রিনা ও আমির ভালো বন্ধু ‘পিঙ্কভিলা’র রিপোর্ট অনুযায়ী, আমির খান আবারও প্রেমে পড়েছেন। এমনকি তিনি এক রহস্যময়ীর সঙ্গে ডেটও করছেন। কিন্তু প্রশ্ন, কে সেই নারী? সূত্রের খবর, অভিনেতা ইতিমধ্যেই তার পরিবারের সঙ্গে প্রেমিকার পরিচয়ও করিয়ে দিয়েছেন।

পরিবার পর্যন্ত বিষয়টি যদি সত্যিই গড়িয়ে থাকে, তবে বোঝাই যাচ্ছে এই প্রেম নিয়ে কতটা সিরিয়াস অভিনেতা। তবে অভিনেতা এখনও এ বিষয়ে প্রকাশ্যে কথা বলেননি। ২য় স্ত্রী কিরণ রাও- এর সঙ্গে বিচ্ছেদের পর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখেছেন আমির খান জানা যায়, আমির খান এবার যার প্রেমে পড়েছেন, তিনি বেঙ্গালুরুতে থাকেন এবং বলিউড ইন্ডাস্ট্রির সঙ্গে তার কোনও সম্পর্কও নেই।

‘পিঙ্কভিলা’র প্রতিবেদন অনুযায়ী, আমির খানের নতুন সঙ্গীর নাম গৌরী। তবে আমির খান এখনও তার সম্পর্ক নিয়ে কোনও মন্তব্য করেননি। ফাতিমা সানা শেখ ও আমির খান

তবে কি বলিউডের মিস্টার পারফেকশনিস্টের জীবনের এক নতুন অধ্যায় শীঘ্রই শুরু হতে চলেছে?

উল্লেখ্য, ১৯৮৬ সালে রিনা দত্তকে প্রথম বিয়ে করেছিলেন আমির। ১৬ বছরের দাম্পত্য জীবন শেষে দু’জনে ২০০২ সালে আলাদা হওয়ার সিদ্ধান্ত নেন। ওই পরিবারে তাদের জুনাইদ খান এবং ইরা খান নামে দুটি সন্তান রয়েছে। এরপর আমির ও কিরণ ২০০৫ সালের ২৮ ডিসেম্বর বিয়ে করেন। ২০১১ সালে সারোগেসির মাধ্যমে তাদের ছেলে আজাদ রাওয়ের জন্ম হয়। ১৫ বছর পরে, তারা আলাদা করার সিদ্ধান্ত নেন।

/সিবি/
সম্পর্কিত
চুরির অভিযোগ, যা বললেন ‘লাপাতা লেডিস’-এর গল্পকার
চুরির অভিযোগ, যা বললেন ‘লাপাতা লেডিস’-এর গল্পকার
মধ্যপ্রাচ্যের এক স্বল্পদৈর্ঘ্যের কপি-পেস্ট ‘লাপাতা লেডিস’?
মধ্যপ্রাচ্যের এক স্বল্পদৈর্ঘ্যের কপি-পেস্ট ‘লাপাতা লেডিস’?
সালমান কি তার ‘গৌরী’কে খুঁজে পাবেন
সালমান কি তার ‘গৌরী’কে খুঁজে পাবেন
আমিরের পর্দা-বিরতি কাটছে এই জুনে
আমিরের পর্দা-বিরতি কাটছে এই জুনে
বিনোদন বিভাগের সর্বশেষ
পারিশ্রমিক দ্বিগুণ করলেন শ্রদ্ধা
পারিশ্রমিক দ্বিগুণ করলেন শ্রদ্ধা
‘মানবিক ছবি’ হিসেবে মনোনীত ‘মাস্তুল’
‘মানবিক ছবি’ হিসেবে মনোনীত ‘মাস্তুল’
দর্শক-শ্রোতা প্রতিক্রিয়ায় ‘তীর’বিদ্ধ জেফার!
দর্শক-শ্রোতা প্রতিক্রিয়ায় ‘তীর’বিদ্ধ জেফার!
মৌসুমী ভুলে যেতে চান, তিনি ‘মৌসুমী’ ছিলেন!
মৌসুমী ভুলে যেতে চান, তিনি ‘মৌসুমী’ ছিলেন!
শহীদ মাহমুদ জঙ্গী: আড্ডাময় সমৃদ্ধ এক সংগীতজীবন
গীতিকবির গল্পশহীদ মাহমুদ জঙ্গী: আড্ডাময় সমৃদ্ধ এক সংগীতজীবন