X
শনিবার, ০৩ মে ২০২৫
১৯ বৈশাখ ১৪৩২

চুরির অভিযোগ, যা বললেন ‘লাপাতা লেডিস’-এর গল্পকার

বিনোদন ডেস্ক
০৬ এপ্রিল ২০২৫, ১৩:১২আপডেট : ০৬ এপ্রিল ২০২৫, ১৪:৩৪

‘লাপাতা লেডিস’, একেবারে গল্পনির্ভর একটি সুপারহিট সিনেমা। শুধুমাত্র শক্তিশালী গল্পের গাঁথুনি দিয়েই দর্শককে ধরে রাখা যায়, সেটি আবারও প্রমাণ করেছিলো এই সিনেমা। রীতিমতো সিনেমার নির্মাতা কিরণ রাও-এর নামে ধন্য ধন্য পড়ে গিয়েছিলো সর্বত্র।

কিন্তু সম্প্রতি এই সিনেমার বিরুদ্ধে গল্প চুরির মজবুত অভিযোগ উঠেছে।

অভিযোগ, মধ্যপ্রাচ্যের সিনেমা ‘বোরকা সিটি’র গল্পটাই নাকি হুবহু কপি-পেস্ট করেছে ‘লাপাতা লেডিস’! ‘বোরকা সিটি’র একটি ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তেই অনেকে অভিযোগ তুলছে, এই সিনেমার কাট-কপি-পেস্ট হচ্ছে ‘লাপাতা লেডিস’।

তবে এই অভিযোগ একেবারে উড়িয়ে দিয়েছেন ‘লাপাতা লেডিস’ গল্পকার বিপ্লব গোস্বামী। তিনি স্পষ্ট করে জানিয়ে দিলেন এই অভিযোগ ‘সম্পূর্ণ মিথ্যা’। 

বিপ্লব গোস্বামী জোর দিয়ে জানিয়েছেন, ২০১৪ সালে চিত্রনাট্যকার সমিতির সঙ্গে ‘লাপাতা লেডিস’-এর সারসংক্ষেপ নিবন্ধন করেছিলেন তিনি যা আরবি সিনেমাটি তৈরি হওয়ার আগেই।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Biplab Goswami (@biplabgoswamicinema)

এতক্ষণে জেনে থাকবেন, সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় মধ্যপ্রাচ্যের একটি স্বল্পদৈর্ঘ্য সিনেমা ‘বুরকা সিটি’র ক্লিপ ভাইরাল হয়েছে। কিরণ রাও নির্মিত ‘লাপাতা লেডিস’ এবং ‘বুরকা সিটি’র মধ্যে উল্লেখযোগ্য মিল খুঁজে পেয়েছেন অনেকেই।

এই নিয়ে যখন কিরণ কিংবা এর সহ-প্রযোজক আমির খান একেবারেই চুপ, তখন ‘লাপাতা লেডিস’-এর গল্পকার বিপ্লব গোস্বামী নিজের অবস্থান স্পষ্ট করেছেন।

তিনি দাবি করেছেন যে, তার গল্পটি ‘১০০ শতাংশ মৌলিক’।

ইনস্টাগ্রামে শেয়ার করা একটি বিবৃতিতে, বিপ্লব জানিয়েছেন, তিনি ২০১৪ সালে আরবি সিনেমাটিটি তৈরি হওয়ার আগেই চিত্রনাট্যকার সমিতির সঙ্গে ‘লাপাতা লেডিস’র সারসংক্ষেপ নিবন্ধন করেছিলেন।

তিনি লিখেছেন, “লাপাতা লেডিস’র চিত্রনাট্য বহু বছর ধরে, ব্যাপক পরিসরে তৈরি করা হয়েছে। আমি ২০১৪ সালের ৩ জুলাই চিত্রনাট্যকার সমিতির সঙ্গে ‘টু ব্রাইডস’ শিরোনামে পুরো গল্পের রূপরেখা তৈরি করে সিনেমাটির বিস্তারিত সারসংক্ষেপ নিবন্ধন করি। এই নিবন্ধিত সারসংক্ষেপের মধ্যেও এমন একটি দৃশ্য রয়েছে যা স্পষ্টভাবে বর্ণনা করে যে, বর ভুল কনেকে বাড়িতে নিয়ে আসছে এবং তার  পরিবারের বাকি সদস্যরা এটা বুঝতে পারে। ঘোমটার কারণে যে এমন ভুল, তা বুঝতে পেরে তারা হতবাক হয়ে যায়। গল্পটি এখানেই শুরু হয়।”

গল্পকার দাবি করেছেন যে, ‘লাপাতা লেডিস’-এর গল্প, সংলাপ, চরিত্র এবং দৃশ্যগুলি  বছরের পর বছর ধরে গবেষণা এবং ‘সৎ কাজের চেষ্টা’। পাশাপাশি লিঙ্গ বৈষম্য, গ্রামীণ ক্ষমতার প্রভাব এবং পুরুষ উগ্রবাদ-এর সূক্ষ্মতা সম্পর্কে গভীর ধারণা থেকে উৎসারিত।

তিনি এই কথাটি বলে স্বাক্ষর করেছেন যে, ‘আমাদের গল্প, চরিত্র এবং সংলাপগুলি ১০০% মৌলিক। চুরির যেকোনো অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। এই অভিযোগগুলি কেবল একজন লেখক হিসেবে আমার প্রচেষ্টাকেই নয়, টিমের সকলের অক্লান্ত প্রচেষ্টাকেও প্রশ্নবিদ্ধ করে তোলে।’

অন্যদিকে, বিপ্লব গোস্বামীর দাবির সমর্থনে, পরিচালক কিরণ রাও তার ইনস্টাগ্রাম স্টোরিতে বিবৃতিটি পুনরায় শেয়ার করেছেন।

উল্লেখ্য, ‘লাপাতা লেডিস’ সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করেছেন প্রতিভা রন্ত,  নিতাংশী গোয়েল এবং স্পর্শ শ্রীবাস্তব। সিনেমাটি আমির খানের অর্থায়নে এবং  আমির খান প্রোডাকশনের ব্যানারে নির্মিত।

সূত্র: এনডি টিভি 

/সিবি/
সম্পর্কিত
মধ্যপ্রাচ্যের এক স্বল্পদৈর্ঘ্যের কপি-পেস্ট ‘লাপাতা লেডিস’?
মধ্যপ্রাচ্যের এক স্বল্পদৈর্ঘ্যের কপি-পেস্ট ‘লাপাতা লেডিস’?
সালমান কি তার ‘গৌরী’কে খুঁজে পাবেন
সালমান কি তার ‘গৌরী’কে খুঁজে পাবেন
আমিরের পর্দা-বিরতি কাটছে এই জুনে
আমিরের পর্দা-বিরতি কাটছে এই জুনে
জন্মদিনে আমিরের গৌরি চমক!
জন্মদিনে আমিরের গৌরি চমক!
বিনোদন বিভাগের সর্বশেষ
কুমকুম রানীকে নৃত্যাঞ্চল পদক প্রদান
কুমকুম রানীকে নৃত্যাঞ্চল পদক প্রদান
আগুনে পুড়ে মার্কিন সংগীতশিল্পীর মৃত্যু
আগুনে পুড়ে মার্কিন সংগীতশিল্পীর মৃত্যু
সত্যজিতের জন্মদিনে ‘প্রিয় সত্যজিৎ’
সত্যজিতের জন্মদিনে ‘প্রিয় সত্যজিৎ’
ট্রেলারে আগ্রহ বাড়ালেন জয়া-মহসিনা, মুক্তি ১৬ মে
ট্রেলারে আগ্রহ বাড়ালেন জয়া-মহসিনা, মুক্তি ১৬ মে
নবীন নির্মাতাদের জন্য নতুন উদ্যোগ
নবীন নির্মাতাদের জন্য নতুন উদ্যোগ