X
বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫
১৪ জ্যৈষ্ঠ ১৪৩২

দীপিকাকে ‘অ্যানিমেল’ নির্মাতার কটাক্ষ

বিনোদন ডেস্ক
২৭ মে ২০২৫, ১৫:১৬আপডেট : ২৭ মে ২০২৫, ১৬:৫৪

দীপিকা পাড়ুকোন এখন বলিউডের সর্বোচ্চ পারিশ্রমিক নেওয়া অভিনেত্রীদের মধ্যে অন্যতম। মা হওয়ার পর বেশ লম্বা সময় তিনি অভিনয় থেকে দূরে ছিলেন। তবে আবারও নিয়মিত হচ্ছেন অভিনয়ে।    

সম্প্রতি ‘অ্যানিমেল’ খ্যাত নির্মাতা সন্দীপ রেড্ডি ভাঙ্গার ‘স্পিরিট’ ছবিটি থেকে সরে দাঁড়িয়েছেন দীপিকা। তার জায়গায় তৃপ্তি দিমরিকে কাস্ট করেছেন নির্মাতা। ‘অ্যানিমেল’ ছবির পর তৃপ্তি আবারও এই নির্মাতার সঙ্গে কাজ করতে চলেছেন।  

এই খবর অবশ্য পুরনো। নতুন খবর হলো, এবার দীপিকা পাড়ুকোনকে একহাত নিলেন সন্দীপ! এই নির্মাতা ২৭ মে একটি টুইট করেছেন। অনেকে সেই টুইটের মর্মার্থ এই বলছেন যে, তিনি এখানে দীপিকার ‘পিআর’ এবং জুনিয়রদের ছোট করা নিয়ে কটাক্ষ করেছেন। এমনকি এই নির্মাতা প্রশ্ন তুলেছেন অভিনেত্রীর ফেমিনিজম  নিয়েও! দীপিকা পাড়ুকোন সন্দীপ রেড্ডি ভাঙ্গা তার করা টুইটে লিখেন, ‘আমি যখন কোনও অভিনেতাকে কোনও গল্প বলি আমি তার উপর ১০০ শতাংশ বিশ্বাস করি, বিশ্বাস রেখেই বলি। সেখানে না বলা একটি নন ডিসক্লোজার অ্যাগ্রিমেন্ট থাকে দুজনের মধ্যে। এটা করে তুমি বুঝিয়ে দিলে যে, তুমি মানুষ হিসেবে কেমন। একজন জুনিয়র অভিনেতাকে খাটো করে, ছবির গল্প ফাঁস করে দিলে? এই বুঝি তোমার নারীবাদ?’

এরপর তিনি লিখেন, ‘নির্মাতা হিসেবে আমি বছরের পর বছর ধরে পরিশ্রম করে একটি কাজ করি। শিল্প, আমার জন্য। সিনেমা বানানোটাই আমার কাছে সবকিছু। তুমি বুঝবে না। তুমি এটা কখনই বুঝবে না। তুমি বরং গোটা গল্পটাই বলে দিও। কারণ, আমার এতে কিছু যায় আসে না। নোংরা পিআর গেম যতো।’

তবে সন্দীপের এমন টুইট দেখে বলিউডের অনেকেই অবাক হয়েছেন। তিনি কেন হঠাৎ দীপিকাকে নিয়ে এমন পোস্ট করছেন! আসলে কী ঘটেছে!

সম্প্রতি পিঙ্কভিলার তরফে একটি রিপোর্টে জানানো হয়েছে যে, তারা নাকি জানতে পেরেছেন ‘স্পিরিট’ ছবির গল্প। তারপর তারা সেটাকে ফাঁস করে দেন। একজন তেলুগু অভিনেতার গল্প বলবে ‘স্পিরিট’। থাকবে দারুণ সব অ্যাকশন দৃশ্যসহ বোল্ড সিন। দীপিকা পাড়ুকোন বলা প্রয়োজন, ২২ মে ভারতীয় এক গণমাধ্যমের একটি প্রতিবেদন অনুসারে, দীপিকা ‘স্পিরিট’-এর জন্য দিনে ৬ ঘন্টার বেশি শুটিং করতে অস্বীকৃতি জানান। এমনকি তিনি তার সংস্থার মাধ্যমে চুক্তি সংশোধনের দাবিও করেন। তাদের যুক্তি ছিল, যদি শুটিং ১০০ দিনের বেশি বাড়ানো হয়, তাহলে কাগজে-কলমে প্রতিশ্রুতির বাইরে প্রতি দিনের শুটিংয়ের জন্য দীপিকাকে অতিরিক্ত পারিশ্রমিক দিতে হবে।

এই প্রস্তাবে সন্দীপ রাজি হননি। এমনকি দীপিকার পক্ষ থেকেও কোনও ছাড় দেওয়া হয়নি। আবার এমনও জল্পনা ছিল যে, সিনেমায় কিছু সাহসী দৃশ্য নিয়ে দীপিকা এবং সন্দীপের মধ্যে মতোবিরোধ ছিল। সবমিলিয়েই ‘স্পিরিট’ থেকে সরে দাঁড়িয়েছেন বলিউড মাস্তানি।   দীপিকা পাড়ুকোন তবে সন্দীপের এই টুইটের পর এখনও পর্যন্ত বিষয়টি নিয়ে কথা বলেননি দীপিকা।

সূত্র: এনডিটিভি

/সিবি/
সম্পর্কিত
সন্তান জন্মের পর যেমন ছিল দীপিকার মানসিক স্বাস্থ্য
সন্তান জন্মের পর যেমন ছিল দীপিকার মানসিক স্বাস্থ্য
সন্তান জন্মের পর সীমানা পেরিয়ে...
সন্তান জন্মের পর সীমানা পেরিয়ে...
আসবে কি ‘ইয়ে জাওয়ানি হ্যায় দিওয়ানি’র সিক্যুয়েল
আসবে কি ‘ইয়ে জাওয়ানি হ্যায় দিওয়ানি’র সিক্যুয়েল
মেয়ের জন্য ফিরতে দেরি!
মেয়ের জন্য ফিরতে দেরি!
বিনোদন বিভাগের সর্বশেষ
ফাহাদ ফাসিলকে নিয়ে আগ্রহী আলিয়া!
ফাহাদ ফাসিলকে নিয়ে আগ্রহী আলিয়া!
রাশিয়ায় আবার পুরস্কৃত বাংলাদেশি ‘মাস্তুল’
রাশিয়ায় আবার পুরস্কৃত বাংলাদেশি ‘মাস্তুল’
অবশেষে পাওয়া গেল নতুন হ্যারি পটার
অবশেষে পাওয়া গেল নতুন হ্যারি পটার
সবাইকে এনসিপি-জামায়াত থেকে দূরে থাকতে বললেন সায়ান
সবাইকে এনসিপি-জামায়াত থেকে দূরে থাকতে বললেন সায়ান
নির্মাতা উজ্জ্বলের নাটকে ফেরা
নির্মাতা উজ্জ্বলের নাটকে ফেরা