X
মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫
৩১ আষাঢ় ১৪৩২

‘মি টু’-এর পর লক্ষণীয় পরিবর্তন এসেছে বলি ইন্ডাস্ট্রিতে: ফাতিমা

বিনোদন ডেস্ক
২৩ জুন ২০২৫, ১৪:৪৯আপডেট : ২৩ জুন ২০২৫, ১৭:২৪

ফাতিমা সানা শেখ, ‘দঙ্গল’ সিনেমা দিয়ে যাকে চিনেছিল বলিউড। বর্তমানে ‘মেট্রো ইন ডিনো’ সিনেমার প্রচারণা নিয়ে ব্যস্ত এই অভিনেত্রী। সম্প্রতি তিনি এক সাক্ষাৎকারে শুটিং সেটে যৌন নির্যাতন, কাস্টিং কাউচ এবং অন্যান্য নিয়ে কথা বলেছেন।

‘দঙ্গল’ অভিনেত্রী বলেন, ‘মি টু আন্দোলনের পর একটি লক্ষণীয় পরিবর্তন এসেছে বলি ইন্ডাস্ট্রিতে। মানুষ এখন এই বিষয়টিতে ভীত বোধ করেন। তবে ইন্ডাস্ট্রিকে আরও অনেক দূর যেতে হবে।’ ফাতিমা সানা শেখ ফাতিমা সবসময় খোলাখুলিভাবে কথা বলতে পছন্দ করেন। এ ব্যাপারেও ব্যতিক্রম নন। তিনি বলেন, ‘প্রতিটি ইন্ডাস্ট্রিতেই এটি (যৌন নির্যাতন) বিদ্যমান। তবে এখন অভিযোগ আগের চেয়ে বেশি গুরুত্ব সহকারে নেওয়া হচ্ছে। আপনি কারো সাথে কাজ করছেন, আপনি সিনেমার জন্য ঘনিষ্ঠ হয়ে উঠছেন কিন্তু তারপর আপনি বুঝতে পারেন না, সম্পর্কগুলো কীভাবে কাজ করে। এরপর আছে ক্ষমতার ব্যবহার।’

নারীরা এখন জনসমক্ষে তাদের অভিজ্ঞতা নিয়ে কথা বলতে পারেন, সেই পরিবর্তন সম্পর্কে বলতে গিয়ে ফাতিমা বলেন, ‘এটি একটি পুরুষশাসিত শিল্প। তবে, মি টু-এর পর নারীরা এ বিষয়ে কথা বলতে পারেন। আপনি কেন একজন অভিনেতার সঙ্গে এমন করলেন, আপনাকে সেই জবাবদিহি করতে হবে।’ ফাতিমা সানা শেখ নিজের ব্যক্তিগত অভিজ্ঞতার কথা স্মরণ করে ফাতিমা জানান যে, তিনি অস্বস্তিকর অবস্থার ভেতর দিয়ে গেছেন। তবে সেটে তিনি কখনও সরাসরি যৌন অসদাচরণের মুখোমুখি হননি।

তিনি বলে, ‘এটি এমন নয় যে সিনেমা ইন্ডাস্ট্রি খারাপ। যে ঘটনা ঘটেছে, তা কেবল কারও কারও সাথে ঘটছে। এমনকি তা অনেক সময় কথোপকথনের মাধ্যমেই ঘটেছে।’ ফাতিমা সানা শেখ বলা প্রয়োজন, ‘মেট্রো ইন দিনো’ সিনেমাটি মুক্তি পাবে ৪ জুলাই। ফাতিমা সানা শেখ ছাড়া এই সিনেমায় আরও অভিনয় করেছেন কঙ্কনা সেন শর্মা, পঙ্কজ ত্রিপাঠী, সারা আলী খান, আদিত্য রায় কাপুর, আলী ফজল, নীনা গুপ্তা, অনুপম খের প্রমুখ।

সূত্র: এনডিটিভি

/সিবি/
সম্পর্কিত
আমির-ফাতিমার প্রেম গুঞ্জনে ঘি ঢাললো নতুন ভিডিও!
আমির-ফাতিমার প্রেম গুঞ্জনে ঘি ঢাললো নতুন ভিডিও!
‘আমি এখন বেকার’
‘আমি এখন বেকার’
বিনোদন বিভাগের সর্বশেষ
 ‘আলী’র ট্রেলারে ইরফান চমক!
 ‘আলী’র ট্রেলারে ইরফান চমক!
নারীর সাহস ও স্বর তুলে ধরবেন তোরসা
নারীর সাহস ও স্বর তুলে ধরবেন তোরসা
কনসার্টে ছুরিকাঘাতে আহত কানাডিয়ান র‌্যাপার
কনসার্টে ছুরিকাঘাতে আহত কানাডিয়ান র‌্যাপার
‘এই সম্মান আমার মৃত্যুর আগ পর্যন্ত মনে থাকবে’
‘এই সম্মান আমার মৃত্যুর আগ পর্যন্ত মনে থাকবে’
গিটারিস্টের জন্য কনসার্ট
গিটারিস্টের জন্য কনসার্ট