X
শুক্রবার, ০৯ মে ২০২৫
২৬ বৈশাখ ১৪৩২

সত্যজিৎকে নিয়ে প্রথম সিনেমা, কেন্দ্রীয় চরিত্রে রুবেল

বিনোদন রিপোর্ট
০৫ অক্টোবর ২০২১, ১৯:১৩আপডেট : ০৬ অক্টোবর ২০২১, ১২:৪৪

বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি নির্মাতা ও লেখক সত্যজিৎ রায়কে উৎসর্গ করে তৈরি হচ্ছে পূর্ণদৈর্ঘ্য সিনেমা। নাম ‘প্রিয় সত্যজিৎ’। সেখানে মূল ভূমিকায় দেখা যাবে অভিনেতা আহমেদ রুবেলকে। আর এটি নির্মাণ করছেন স্বাধীন চলচ্চিত্র নির্মাতা প্রসূন রহমান।

জানালেন, সত্যজিৎ রায়ের জন্মশতবর্ষ (২ মে, ২০২১) উপলক্ষেই এটি নির্মাণ করা হচ্ছে। এই কিংবদন্তিকে ঘিরে আগে আর এমন উদ্যোগ হয়নি এই বাংলায়।

বিষয়টি নিয়ে পরিচালক বলেন, ‘‘এই উপমহাদেশের অনেক চলচ্চিত্র নির্মাতার বেড়ে ওঠা, গড়ে ওঠার পেছনে সত্যজিৎ রায়ের প্রত্যক্ষ ও পরোক্ষ প্রভাব রয়েছে। গত ৫০ বছর ধরে যারা জীবনঘনিষ্ঠ চলচ্চিত্র নির্মাণে আগ্রহী হয়েছেন তাদের বেশিরভাগেরই আদর্শ নির্মাতা সত্যজিৎ। এরই মধ্যে তার গল্প থেকে নেটফ্লিক্স ইন্ডিয়া হিন্দি ভাষায় ‘রে’ নামে একটি সিরিজ নির্মাণ করে তাদের ট্রিবিউট জানিয়েছে। সত্যজিতের নিজ শহর কলকাতায় নির্মিত হচ্ছে দুটি চলচ্চিত্র। তাই বাংলাদেশ থেকে ‘প্রিয় সত্যজিৎ’ নির্মাণের উদ্যোগ নিলাম। এমন কোনও উদ্যোগ এখানে কেউ আগে নিয়েছে বলেও আমার জানা নেই।’’

প্রসূন জানালেন, সিনেমার চরিত্রে সরাসরি সত্যজিৎ থাকছেন না। তার একজন ভাবশিষ্য নির্মাতাকে ঘিরে এর গল্প এগুবে। আর সে ভূমিকায় দেখা যাবে আহমেদ রুবেলকে।  

এর কাহিনি তিন সময়ের ৩ জন চলচ্চিত্র নির্মাতাকে নিয়ে। প্রথমজন সত্যজিৎ রায় নিজে। আর অন্য দু’জন পরবর্তী দুই প্রজন্মের। প্রবীণ নির্মাতা আসিফ মাহমুদের চরিত্রে অভিনয় করবেন আহমেদ রুবেল। 

তবে নবীন নির্মাতা অপরাজিতা চরিত্রের অভিনয়শিল্পী এখনও চূড়ান্ত হয়নি। 

সবকিছু ঠিক থাকলে অক্টোবরের শেষ সপ্তাহ থেকে চিত্রায়ণের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন নির্মাতা। আর মুক্তি দেওয়া হবে সত্যজিৎ রায়ের আগামী জন্মদিনে, ২মে। চলচ্চিত্রটি নির্মিত হচ্ছে প্রসূন রহমানের নিজস্ব প্রযোজনা সংস্থা ইমেশন ক্রিয়েটরের ব্যানারে।

/এম/এমএম/
সম্পর্কিত
সত্যজিতের জন্মদিনে ‘প্রিয় সত্যজিৎ’
সত্যজিতের জন্মদিনে ‘প্রিয় সত্যজিৎ’
একাডেমি জাদুঘরে সত্যজিৎ-শ্যাম বেনেগালদের সিনেমা  
একাডেমি জাদুঘরে সত্যজিৎ-শ্যাম বেনেগালদের সিনেমা  
জানা-অজানা ১০ তথ্যে সত্যজিৎ রায়
প্রয়াণ দিনে স্মরণজানা-অজানা ১০ তথ্যে সত্যজিৎ রায়
টরন্টো ও শিকাগো উৎসবে ‘প্রিয় সত্যজিৎ’
টরন্টো ও শিকাগো উৎসবে ‘প্রিয় সত্যজিৎ’
বিনোদন বিভাগের সর্বশেষ
কান ক্ল্যাসিকসে চার্লি চ্যাপলিনের সঙ্গে সত্যজিৎ রায়
কান ক্ল্যাসিকসে চার্লি চ্যাপলিনের সঙ্গে সত্যজিৎ রায়
বাবাকে ‘মিথ্যাবাদী’ বললেন নওয়াজ!
বাবাকে ‘মিথ্যাবাদী’ বললেন নওয়াজ!
একসঙ্গে আফজাল-শাকিব
একসঙ্গে আফজাল-শাকিব
কেন সুপারহিট ‘লিও’ ছেড়েছিলেন সাই পল্লবী?
কেন সুপারহিট ‘লিও’ ছেড়েছিলেন সাই পল্লবী?
সন্তান জন্মের পর যেমন ছিল দীপিকার মানসিক স্বাস্থ্য
সন্তান জন্মের পর যেমন ছিল দীপিকার মানসিক স্বাস্থ্য