X
শনিবার, ০৩ মে ২০২৫
২০ বৈশাখ ১৪৩২

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘নয়া মানুষ’

বিনোদন রিপোর্ট
২৭ জানুয়ারি ২০২৫, ১২:২৮আপডেট : ২৭ জানুয়ারি ২০২৫, ১৪:৪৯

চরের মেহনতি মানুষের জীবন ও প্রকৃতির খেয়ালিপনার বিভিন্ন দিক নিয়ে সোহেল রানা বয়াতি নির্মাণ করেছেন তার প্রথম সিনেমা ‘নয়া মানুষ’।

সারাদেশের মানুষের কাছে ‘নয়া মানুষ’কে পৌঁছে দেয়ার লক্ষ্যে বিকল্প প্রদর্শনীর ঘোষণা দেন সিনেমা সংশ্লিষ্টরা। সেই সূত্রে ঢাকা বিশ্ববিদ্যালয় নাট্য সংসদ-এর আয়োজনে টিএসসি অডিটোরিয়ামে ২৫ ডিসেম্বর (বুধবার) প্রদর্শনীটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। পর্যায়ক্রমে বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও সাংস্কৃতিক কেন্দ্রে চলে এ প্রদর্শনী। ‘নয়া মানুষ’ সিনেমার একটি দৃশ্য সেই ধারাবাহিকতায় ১-২ ফেব্রুয়ারি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে স্ব চিন্তনের আয়োজনে বিকাল সাড়ে ৪টা ও সন্ধ্যা সাড়ে ৬টায় হবে সিনেমাটির প্রদর্শনী।  

আ. মা. ম. হাসানুজ্জামানের ‘বেদনার বালু চরে’ গল্প অবলম্বনে সিনেমার চিত্রনাট্য তৈরি করেছেন মাসুম রেজা। ‘নয়া মানুষ’ সিনেমার একটি দৃশ্য সিনেমার কাহিনিকার আ মা ম হাসানুজ্জামান বলেন, “আমরা মানুষের যে আত্মিক সম্পর্ক তথা মানবিক দায়িত্ব, তা তুলে ধরতে চেয়েছি ‘নয়া মানুষ’ সিনেমার গল্পে। কারণ এই বিষয়টি মানুষের কাছে পৌঁছে দিতে পারলে আত্মিক ও মানবিক দায়িত্বগুলো সম্পর্কে তারা সচেতন হবে। তাই সিনেমাটি সবার দেখা উচিত।” ‘নয়া মানুষ’ সিনেমার একটি দৃশ্য প্রদর্শনী নিয়ে নির্মাতা সোহেল রানা বয়াতি বলেন, “দেশের একটা বিশাল অংশের মানুষ বিভিন্ন কারণে সিনেমা হলবিমুখ। পরিবারের সবাইকে নিয়ে সিনেমা দেখার দীর্ঘদিনের অভ্যাস ত্যাগ করেছে। কিন্তু ‘নয়া মানুষ’ পরিবারের সবাইকে নিয়ে বিশেষ করে শিশুদের নিয়ে দেখার মতো সিনেমা। সিনেপ্লেক্সে সিনেমা দেখাটা ব্যয়বহুল, যা বহন করার সামর্থ্য অনেকের নেই। তাই আমরা এই বিকল্প প্রদর্শনীর মাধ্যমে গণমানুষের কাছে পৌঁছে দিতে চাই সিনেমাটি।” ‘নয়া মানুষ’ সিনেমার একটি দৃশ্য এতে অভিনয় করেছেন রওনক হাসান, মৌসুমী হামিদ, আ মা ম হাসানুজ্জামান, আশীষ খন্দকার, ঝুনা চৌধুরী, নিলুফার ওয়াহিদ, বদরুদ্দোজা, স্মরণ সাহা, শিখা কর্মকার, মাহিন রহমান, মেহারান সানজানা, পারভীন পারু, মেরি, শিশুশিল্পী ঊষশী প্রমুখ।

উল্লেখ্য, ৬ ডিসেম্বর সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পায়।

/সিবি/
সম্পর্কিত
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘নয়া মানুষ’ 
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘নয়া মানুষ’ 
যেসব প্রেক্ষাগৃহে মৌসুমী হামিদের ‘নয়া মানুষ’
যেসব প্রেক্ষাগৃহে মৌসুমী হামিদের ‘নয়া মানুষ’
৬ ডিসেম্বর মুক্তি পাচ্ছেন মৌসুমী!
৬ ডিসেম্বর মুক্তি পাচ্ছেন মৌসুমী!
সিত্রাংয়ে চিত্রায়িত, দানায় মিললো ছাড়পত্র!
সিত্রাংয়ে চিত্রায়িত, দানায় মিললো ছাড়পত্র!
বিনোদন বিভাগের সর্বশেষ
শহীদ মাহমুদ জঙ্গী: আড্ডাময় সমৃদ্ধ এক সংগীতজীবন
গীতিকবির গল্পশহীদ মাহমুদ জঙ্গী: আড্ডাময় সমৃদ্ধ এক সংগীতজীবন
কুমকুম রানীকে নৃত্যাঞ্চল পদক প্রদান
কুমকুম রানীকে নৃত্যাঞ্চল পদক প্রদান
আগুনে পুড়ে মার্কিন সংগীতশিল্পীর মৃত্যু
আগুনে পুড়ে মার্কিন সংগীতশিল্পীর মৃত্যু
সত্যজিতের জন্মদিনে ‘প্রিয় সত্যজিৎ’
সত্যজিতের জন্মদিনে ‘প্রিয় সত্যজিৎ’
ট্রেলারে আগ্রহ বাড়ালেন জয়া-মহসিনা, মুক্তি ১৬ মে
ট্রেলারে আগ্রহ বাড়ালেন জয়া-মহসিনা, মুক্তি ১৬ মে