X
মঙ্গলবার, ০৭ মে ২০২৪
২৪ বৈশাখ ১৪৩১

অবশেষে ১০০ কোটির ঘরে ‘টিউবলাইট’

বাংলা ট্রিবিউন ডেস্ক
৩০ জুন ২০১৭, ১৩:৪৮আপডেট : ৩০ জুন ২০১৭, ২১:০৮

ডিম ডিম করে অবশেষে জ্বললো বলিউড সুপারস্টার সালমান খানের ‘টিউবলাইট’। খোঁড়াতে খোঁড়াতে শেষ পর্যন্ত ১০০ কোটি রুপির ঘরে আলো জ্বালাতে পারলো ঈদের ছবিটি। মুক্তির পর সেঞ্চুরির অঙ্ক স্পর্শ করতে ‘টিউবলাইট’-এর লেগে গেল ছয় দিন। গত ২৮ জুন পর্যন্ত শুধু ভারতে ‘টিউবলাইট’ ঘরে তুলেছে ১০৫ কোটি ৮৬ লাখ রুপি।

টিউবলাইট-এর একটি দৃশ্য এ নিয়ে সল্লুর টানা ১১টি ছবি জায়গা করে নিলো ১০০ কোটির ক্লাবে। ২০১০ সালে ‘দাবাং’ দিয়ে শুরু, এরপর একে একে এই মাইলফলক স্পর্শ করেছে ‘রেডি’, ‘বডিগার্ড’, ‘দাবাং টু’, ‘এক থা টাইগার’, ‘জয় হো’, ‘কিক’, ‘বজরঙ্গি ভাইজান’, ‘প্রেম রতন ধন পায়ো’, ‘সুলতান’ এবং ‘টিউবলাইট’।
তবে সালমানের আগের ১০টি ছবি যেভাবে রমরমিয়ে ব্যবসা করেছে, ‘টিউবলাইট’-এর আয় সেই তুলনায় অনেক ধীরগতির বলে মন্তব্য করেছেন বলিউডের বাণিজ্য বিশ্লেষকরা। টানা সাফল্যের সুবাদে ঈদকে নিজের করে নিয়েছিলেন তিনি। কিন্তু এবার সেই চেনা চিত্রটা দেখা গেল না।
ধারণা করা হচ্ছে, ‘জয় হো’র পর এটাই হতে যাচ্ছে সালমানের সাম্প্রতিক কোনও ছবি, যা দেড়শ’ কোটি রুপিও আয় করবে না। অথচ ‘কিক’ মুক্তির পর থেকে দুটি করে ডাবল সেঞ্চুরি ও ট্রিপল সেঞ্চুরি উপহার দিয়েছেন তিনি।
পরিচালক কবির খানের সাম্প্রতিক ছবিগুলোর মধ্যে ‘ফ্যান্টম’-এর মতো প্রত্যাশিত সাফল্য পাচ্ছে না ‘টিউবলাইট’। তবে তার ও সালমানের জুটির আগের দুই ছবি ‘এক থা টাইগার’ ও ‘বজরঙ্গি ভাইজান’ তুমুল ব্যবসা করেছিল।
‘টিউবলাইট’-এ মুখ্য চরিত্রগুলোতে আরও অভিনয় করেছেন সালমানের ছোট ভাই সোহেল খান, চীনা অভিনেত্রী চু চু, শিশুশিল্পী মাটিন রে টেঙ্গু এবং প্রয়াত ওম পুরি। ছবিটি প্রযোজনা করেছেন সল্লু ও তার মা সালমা খান। সংগীত পরিচালনায় প্রীতম চক্রবর্তী।


/জেএইচ/এমএম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
দুর্গম চর থেকে সিনেমার নাম ভূমিকায় এই শিশু
দুর্গম চর থেকে সিনেমার নাম ভূমিকায় এই শিশু
আচমকা এলো দেড় মিনিটের উসকানিমূলক ‘তুফান’!
আচমকা এলো দেড় মিনিটের উসকানিমূলক ‘তুফান’!
৮ নন্দিত শিল্পীকে নিয়ে আসিফ ইকবালের ‘ঐশ্বর্য’
৮ নন্দিত শিল্পীকে নিয়ে আসিফ ইকবালের ‘ঐশ্বর্য’
কঙ্গনার দাবি: বলিউডের খান-কাপুরদের চেয়েও জনপ্রিয় তিনি
কঙ্গনার দাবি: বলিউডের খান-কাপুরদের চেয়েও জনপ্রিয় তিনি
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা