X
মঙ্গলবার, ১৪ মে ২০২৪
৩১ বৈশাখ ১৪৩১

অনলাইনে 'দেবী' নির্মাতা অনম বিশ্বাসের সিরিজ

বিনোদন রিপোর্ট
২৭ জুন ২০১৯, ১৩:৪৮আপডেট : ২৭ জুন ২০১৯, ২১:১৬

ইয়াশ ও সাফা। পাশে পরিচালক অনম ইয়াশ রোহান ও সাফা কবির অভিনীত ‘গন কেইস’ ওয়েব সিরিজ মুক্তি পাচ্ছে আজ (২৭ জুন) রাতে। ওয়েব প্লাটফর্ম বায়োস্কোপ অ্যাপে 'দেবী' খ্যাত নির্মাতা অনম বিশ্বাস পরিচালিত প্রথম এই ওয়েব সিরিজটি দেখা যাবে। 
নির্মাতা জানান, সাত পর্বের এই ওয়েব সিরিজটি একসঙ্গে বায়োস্কোপে মুক্তি পাবে। প্রতি পর্বের দৈর্ঘ্য ২০ মিনিটের মতো থাকবে।

অনম বিশ্বাস বলেন, ‘‘পুরোপুরি সিনেমার উত্তেজনা আর অ্যারেঞ্জমেন্টে এ সিরিজটি নির্মাণ করেছি। ‘গন কেইস’ ওয়েব সিরিজটিতে ক্লাইমেক্স আছে, কমেডি আছে, সাসপেন্স আছে। এই কাজটি করতে গিয়ে সত্যি সত্যিই সিনেমার মতোই বেশ এক্সাইটিং পেয়েছি।’’

একটি মেয়ে ও একটি ছেলের ব্রেকআপ, ব্ল্যাকমেইল ও প্রতিশোধ নিয়ে মজার ওয়েব সিরিজ ‘গন কেইস’। এটি প্রযোজনা করেছে বঙ্গ। ইয়াশ রোহান ও সাফা কবির ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন নূরে আলম নয়ন, ইকবাল, আদনান আদীব খান, সাইফ ইমাম, ওহি, কৃতিকা, তাপু, অন্ত আজাদ ও বাবলু।
‘গন কেইস’ ওয়েব সিরিজটির গল্প লিখেছেন অনম বিশ্বাস, কায়েনাত আহমেদ, আদনান আদীব খান। চিত্রনাট্য লিখেছেন অনম বিশ্বাস, মুহম্মদ আবু রাজীন, আদনান আদীব খান এবং এম আর মুকুট। ওয়েব সিরিজটিতে কয়েকটি গানও শুনতে পাবেন দর্শক। গানের কথা লিখেছেন অনম বিশ্বাস। কণ্ঠ দিয়েছেন সামি, নাজিম রাইহান ফিরোজ, আলিম।
ওয়েব সিরিজটি দেখতে হলে বায়োস্কোপের অ্যাপ ডাউনলোড অথবা সাবস্ক্রিপশন ফি পরিশোধ করতে হবে।


দেখুন সিরিজের ট্রেলার:

/এমআই/এম/এমওএফ/
সম্পর্কিত
‘তোর ভাতের প্লেটে আমার দেয়া কিছু ঘৃণা থাকুক’
‘তোর ভাতের প্লেটে আমার দেয়া কিছু ঘৃণা থাকুক’
আচমকা এলো দেড় মিনিটের উসকানিমূলক ‘তুফান’!
আচমকা এলো দেড় মিনিটের উসকানিমূলক ‘তুফান’!
ঢাকার জ্যাম আর গরম নিয়ে প্রেমের গান!
ঢাকার জ্যাম আর গরম নিয়ে প্রেমের গান!
‘দেওরা’ সফলতার পর ‘মা লো মা’ চমক
‘দেওরা’ সফলতার পর ‘মা লো মা’ চমক
বিনোদন বিভাগের সর্বশেষ
জমকালো উদ্বোধনের দিনে মনমরা শহর
কান উৎসব ২০২৪জমকালো উদ্বোধনের দিনে মনমরা শহর
‘পদাতিক’ ঝলক: মৃত্যুতে শুরু, ‘কাট’ দিয়ে শেষ (ভিডিও)
‘পদাতিক’ ঝলক: মৃত্যুতে শুরু, ‘কাট’ দিয়ে শেষ (ভিডিও)
‘ডিউন’ সিরিজে টাবু
‘ডিউন’ সিরিজে টাবু
কাজী নজরুলের বায়োপিক, কে থাকছেন কবির ভূমিকায়
কাজী নজরুলের বায়োপিক, কে থাকছেন কবির ভূমিকায়
এবারের পর্দা উঠছে অদ্ভুত মেজাজে!
কান উৎসব ২০২৪এবারের পর্দা উঠছে অদ্ভুত মেজাজে!