বিয়ে করতে যাচ্ছেন দেশের অন্যতম জনপ্রিয় নৃত্যশিল্পী ও শিক্ষক লিখন রায়। পাত্রী রংপুরের মেয়ে সঞ্চিতা রায়। পেশায় শিক্ষক।
লিখন বাংলা ট্রিবিউনকে জানান, ১৩ মার্চ রংপুরে ঘরোয়া আয়োজনে বিয়ের আনুষ্ঠানিকতা হবে। পরে ঢাকায় হবে বড় আনুষ্ঠানিকতা।
লিখন বলেন, ‘আমার জন্মস্থান রংপুর। সঞ্চিতাও একই অঞ্চলের মেয়ে। ভালোই হলো। কারমাইকেল কলেজ থেকে সঞ্চিতা ইংরেজিতে মাস্টার্স শেষ করে এখন একটি হাইস্কুলে কর্মরত আছে। আমার মা-বাবা নেই। বড় দিদির কাছে মানুষ হয়েছি। মূলত তার ইচ্ছা ও পছন্দেই এই বিয়ে। একেবারেই ঘরোয়া আয়োজনে ১৩ মার্চ বিয়ে আর ১৪ মার্চ বৌভাত হবে রংপুরে। সবার কাছ থেকে শুভকামনা প্রত্যাশা করছি।’
লিখন জানান, কয়েক মাস পর শোবিজের সহকর্মীদের নিয়ে ঘটা করে আরেকটি গায়ে হলুদ-বিয়ে ও বৌভাতের অনুষ্ঠান করবেন ঢাকায়।
দুই দশকের নৃত্য ক্যারিয়ার লিখন রায়ের। মঞ্চে তার সঙ্গে অভিনেত্রী নাদিয়া আহমেদের জুটি এখনও সমান জনপ্রিয়। দুজনে গড়েছেন নাচের স্কুল ‘নৃত্যকথা’।