X
শনিবার, ০৫ জুলাই ২০২৫
২১ আষাঢ় ১৪৩২

এলো ‘মিশন এক্সট্রিম’-এর কয়েক ঝলক (ভিডিও)

বিনোদন রিপোর্ট
১২ মার্চ ২০২০, ২০:১৬আপডেট : ১৩ মার্চ ২০২০, ১৬:৩৯


গত কয়েক বছর ধরে ঢাকাই ছবির আলোচনার টেবিলের অন্যতম সূচি ‌‘মিশন এক্সট্রিম’। কারণ ছবিটি নিয়ে কৌতূহল। এবার সেই কৌতূহলের প্রাথমিক উত্তর মিটলো। এসেছে ছবিটির প্রথম টিজার।

আজ (১২ মার্চ) সন্ধ্যায় কপ ক্রিয়েশন ইউটিউব চ্যানেলে এসেছে এটি।
বলা যায়, এতে হাজির হয়েছেন ছবির প্রায় প্রতিটি গুরুত্বপূর্ণ চরিত্র।
বেশ কিছু অংশজুড়ে আছেন এর নায়ক আরিফিন শুভ। দেখা মিলেছে তাসকিন আহমেদ, জান্নাতুল ঐশী, সাদিয়া, সুদীপ, সুদীপ্ত ও মিশা সওদাগরেরও।
পুরোটা সময় ধরে ধুন্ধুমার অ্যাকশন। তবে এর মধ্যে দু’একবার শোনা গেছে আরিফিন শুভ ও মিশা সওদাগরের গলা।
ছবিতে বেশিরভাগ অ্যাকশনে দেশ ও দুবাইয়ের কিছু ‍মিশনও উঠে এসেছে।
এদিকে এর পরিচালক সানী সানোয়ার জানান, রোজার ঈদেই আসছে ছবিটি। আর টিজারের মাধ্যমে তাদের প্রচারণা শুরু হলো। তিনি বলেন, ‘আমরা একটি প্রচারণা ক্যালেন্ডার তৈরি করেছি। তার মাধ্যমে চলবে ছবিটি নিয়ে নানা প্রচারণামূলক কার্যক্রম।’
ছবিটির যৌথ পরিচালক হিসেবে আছেন ফয়সাল আহমেদ।
‘মিশন এক্সট্রিম’-এর কেন্দ্রীয় চরিত্রে আছেন আরিফিন শুভ ও জান্নাতুল ফেরদৌস ঐশী। এছাড়া আছেন তাসকিন রহমান, ইরেশ যাকের, সাদিয়া নাবিলা, ফজলুর রহমান বাবু, মিশা সওদাগর প্রমুখ। পুলিশ বাহিনীর বেশ কিছু সদস্য এতে সরাসরি কাজ করেছেন।
উল্লেখ্য, ২০১৭ সালে মুক্তিপ্রাপ্ত বাংলাদেশের প্রথম পুলিশ অ্যাকশন থ্রিলারধর্মী সিনেমা ‘ঢাকা অ্যাটাক’-এর কাহিনিকারও ছিলেন সানী সানোয়ার। নায়ক আরিফিন শুভকে নিয়ে ছবিটি নির্মাণ করেছিলেন দীপঙ্কর দীপন। সিনেমাটি ব্যাপকভাবে আলোচিত হয়। বলা হচ্ছে ‘মিশন এক্সট্রিম’ হতে যাচ্ছে ‘ঢাকা অ্যাটাক’ ঘরানার দ্বিতীয় সিনেমা।

/এম/এমএম/এমওএফ/
সম্পর্কিত
ট্রেন্ডিংয়ে নিহার জোড়া নাটক
ট্রেন্ডিংয়ে নিহার জোড়া নাটক
দুই বছর পর নতুন গানে ফেরা...
দুই বছর পর নতুন গানে ফেরা...
ট্রেন্ডিংয়ের শীর্ষে ‘আশিকি’, রেকর্ড ভাঙার আভাস
ট্রেন্ডিংয়ের শীর্ষে ‘আশিকি’, রেকর্ড ভাঙার আভাস
১০ মিলিয়নের মাইলফলক!
১০ মিলিয়নের মাইলফলক!
বিনোদন বিভাগের সর্বশেষ
প্রকৃতিকন্যা মিম
প্রকৃতিকন্যা মিম
সামনে এলো সালমানের নতুন সিনেমার ফার্স্টলুক
সামনে এলো সালমানের নতুন সিনেমার ফার্স্টলুক
গোয়েন্দা সিরিজ নির্মাণে ফেরদৌস ওয়াহিদ
গোয়েন্দা সিরিজ নির্মাণে ফেরদৌস ওয়াহিদ
‘সুশান্তের মতো কার্তিককেও সরিয়ে দেওয়ার চেষ্টা চলছে’
‘সুশান্তের মতো কার্তিককেও সরিয়ে দেওয়ার চেষ্টা চলছে’
আই উইল বি আ মাদার: জায়েদ খানকে তিশা
আই উইল বি আ মাদার: জায়েদ খানকে তিশা