X
বুধবার, ০২ জুলাই ২০২৫
১৮ আষাঢ় ১৪৩২

এবার ওয়েব সিরিজ হয়ে আসছে ‘আয়নাবাজি’!

মাহমুদ মানজুর
০৫ মে ২০২০, ১৪:১৬আপডেট : ০৫ মে ২০২০, ১৭:৪৮

‘আয়নাবাজি’র তিন চরিত্র আবার নির্মিত হচ্ছে ‘আয়নাবাজি’! তবে এবার আর বড় পর্দার জন্যে নয়। হচ্ছে ওয়েব সিরিজ!

খবরটি বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করলেন অমিতাভ রেজা চৌধুরী ও প্রযোজক জিয়াউদ্দিন আদিল।
দুজনেই বললেন, ‘এরমধ্যে শুটিং শুরু করে দিয়েছি আমরা। প্রথমে তিন পর্বের এক্সক্লুসিভ কিছু করতে যাচ্ছি। তবে এটার সংখ্যা ও পরিধি আরও বাড়তে পারে।’
অমিতাভ রেজা আরও স্পষ্ট করে বললেন, ‘‘আয়নাবাজি’র আয়না, হৃদি এবং ক্রাইম রিপোর্টার সাবেরকে নিয়ে আবারও একটা কিছু করার চেষ্টা করছি। একই নাম, চরিত্র আর গেটআপ ঠিক রেখে শুট করছি। দেখা যাক কী হয়।’’
প্রযোজক-পরিচালক জানান, চলমান করোনাক্রান্তিকালের কথা বিবেচনা করেই তাদের এই উদ্যোগ। যার সঙ্গে রয়েছে এনজিও ব্র্যাক। মূলত, ‘আয়নাবাজি’ সিনেমার তিনটি প্রধান চরিত্রকে নিয়ে মানুষকে সচেতন ও সাহস জোগানোর পরিকল্পনা থেকে এই ওয়েব সিরিজ তৈরির উদ্যোগ নিয়েছেন সংশ্লিষ্টরা।
প্রযোজক জিয়াউদ্দিন আদিল বলেন, ‘আমরা চাইছি জনপ্রিয় এই চরিত্রগুলোর মাধ্যমে গল্পের রেশ ধরে মানুষকে আরেকটু সচেতন করার। মানুষের মনে একটু সচেতনতা বৃদ্ধি পেলে, একটু স্বস্তি ফিরে এলেই আমাদের এই নির্মাণ সার্থক হবে।’
প্রযোজক আরও জানান, ‘আয়নাবাজি’ ওয়েব সিরিজের পর্বগুলো থাকছে সবার জন্য উন্মুক্ত। এক সপ্তাহের মধ্যে এগুলো উন্মুক্ত হবে ইউটিউব ও ফেসবুকে।
‘আয়না’র কারিগর অমিতাভ রেজা কিন্তু এই লকডাউনের মধ্যে শুটিং প্রক্রিয়া বা গেটআপ-মেকআপ-সম্পাদনা কেমন করে চলছে? অমিতাভ রেজা বলেন, ‘সবই যার যার ঘরে বসে হচ্ছে। আমি কম্পিউটার প্যানেল নিয়ে নিজ ঘরে বসে শুরু করে দিলাম শুটিং। আসলে এখানেও কিছু চমক থাকছে। এর জন্য এটলিস্ট টিজার প্রকাশ পর্যন্ত আমরা অপেক্ষা করাতে চাই। যা আজ-কালকের মধ্যে প্রকাশ করবো আমরা।’
এদিকে এ কাজটির মাধ্যমে সাড়ে তিন বছর পর ‘আয়নাবাজি’র একটা পুনর্মিলনী হচ্ছে বলে মনে করছেন আয়না চরিত্রের অভিনেতা চঞ্চল চৌধুরী। একই প্রতিক্রিয়া অন্য দুই চরিত্র নাবিলা (হৃদি) ও পার্থ বড়ুয়ার (ক্রাইম রিপোর্টার)।

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
ট্রেন্ডিংয়ে নিহার জোড়া নাটক
ট্রেন্ডিংয়ে নিহার জোড়া নাটক
দুই বছর পর নতুন গানে ফেরা...
দুই বছর পর নতুন গানে ফেরা...
ট্রেন্ডিংয়ের শীর্ষে ‘আশিকি’, রেকর্ড ভাঙার আভাস
ট্রেন্ডিংয়ের শীর্ষে ‘আশিকি’, রেকর্ড ভাঙার আভাস
১০ মিলিয়নের মাইলফলক!
১০ মিলিয়নের মাইলফলক!
বিনোদন বিভাগের সর্বশেষ
সিনেমা নির্মাণে সংগীত পরিচালক ইমন সাহা
সিনেমা নির্মাণে সংগীত পরিচালক ইমন সাহা
৯ কোটি টাকা অনুদান পাচ্ছে ৩২টি চলচ্চিত্র
৯ কোটি টাকা অনুদান পাচ্ছে ৩২টি চলচ্চিত্র
ধর্ম ইস্যুতে অভিনেতা সামনে আনলেন ছেলের জন্মসনদ!
ধর্ম ইস্যুতে অভিনেতা সামনে আনলেন ছেলের জন্মসনদ!
৩৬ দিনে ৩৬ পর্বের ‘৩৬ জুলাই’
৩৬ দিনে ৩৬ পর্বের ‘৩৬ জুলাই’
৩ জুলাই থেকে শ্যামল মাওলার থ্রিলার
৩ জুলাই থেকে শ্যামল মাওলার থ্রিলার