X
বুধবার, ১৫ মে ২০২৪
৩১ বৈশাখ ১৪৩১

ইউটিউবে বৈশ্বিক চলচ্চিত্র উৎসব: চতুর্থ দিনের অনুষ্ঠান

বিনোদন ডেস্ক
০১ জুন ২০২০, ১৪:৪৮আপডেট : ০১ জুন ২০২০, ১৫:০৪

তিনটি ছবির কোলাজ ইউটিউবে চলছে ‘উই আর ওয়ান: অ্যা গ্লোবাল ফিল্ম ফেস্টিভ্যাল’। আজ (১ জুন) উৎসবের চতুর্থ দিন। বাংলাদেশের দর্শকরাও ঘরে বসে এই আয়োজন উপভোগ করতে পারছেন। ১০ দিনের এই উৎসব চলবে ৭ জুন পর্যন্ত। ‘ক্লিক’-এ ক্লিক করলেই পেয়ে যাবেন উৎসবটির খোঁজ। 

ট্রাইবেকা চলচ্চিত্র উৎসবের আয়োজক ট্রাইবেকা এন্টারপ্রাইজেসের উদ্যোগে ‘উই আর ওয়ান: অ্যা গ্লোবাল ফিল্ম ফেস্টিভ্যাল’-এ অংশ নিচ্ছে বিশ্বের ২০টি উৎসব কর্তৃপক্ষ। এগুলো হলো কান, বার্লিন, ভেনিস, টরন্টো, নিউ ইয়র্ক, ট্রাইবেকা, সানড্যান্স, বিএফআই লন্ডন, লোকার্নো, কারলোভি ভ্যারি, রটারডাম, সান সেবাস্তিয়ান, অ্যানসি আন্তর্জাতিক অ্যানিমেশন চলচ্চিত্র উৎসব, গুয়াদালাখারা, ম্যাকাও, জেরুজালেম, মুম্বাই, সারায়েভো, সিডনি, টোকিও, মারাকেশ ও টোকিও। 

উৎসবের সব আয়োজন বিনামূল্যে থাকলেও দর্শকদের বিশ্ব স্বাস্থ্য সংস্থার কোভিড-১৯ ত্রাণ তহবিলে অনুদানের আহ্বান জানানো হচ্ছে। 

সোমবারের হাইলাইটস (বাংলাদেশ সময়)

* বিকাল ৫টা ৪ মিনিটে টোকিও আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের তত্ত্বাবধানে রয়েছে কোজি ফুকাদার কমেডি শো ‘দ্য ইয়ালটা কনফারেন্স অনলাইন’। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন ডি. রুজভেল্ট, ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল ও সোভিয়েত ইউনিয়নের প্রধান জোসেফ স্তালিনের মধ্যকার বৈঠক কাল্পনিকভাবে উপস্থাপন করেছে জাপানিজ নাট্য প্রতিষ্ঠান সেইনেন্ডান। 

* সন্ধ্যা ৬টায় থাকছে টোকিও আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে নির্বাচিত স্বল্পদৈর্ঘ্য ছবি ‘ইনাবি’র আন্তর্জাতিক অনলাইন প্রিমিয়ার। কোজি ফুকাদার পরিচালনায় এতে দেখা যাবে, ১৭ বছর পর এক শূকর চাষির বোন হঠাৎ সন্তান নিয়ে ঘরে ফিরে আসে। কেন চলে গিয়েছিল তা এড়িয়ে যায় সে। ভাইবোন শৈশব হাতড়ে বেড়ানোর সময় বহু আগে মাটিচাপা দেওয়া বিশেষ কিছুর সমাধান বের করার সিদ্ধান্ত নেয়। ছবিটির ব্যাপ্তি ৩৫ মিনিট।  ইনাবি

* সন্ধ্যা ৭টায় দেখা যাবে বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে নির্বাচিত ‘টিকিট অব নো রিটার্ন’। আলরিকে অটিনার পরিচালিত ছবিটির গল্প নিঃসঙ্গ এক নারীকে ঘিরে। অতীত ভুলতে বার্লিন যাওয়ার একমুখী টিকিট কেনে সে। শহরটিতে এর আগে কখনও যায়নি ওই নারী। অতিরিক্ত মদ্যপানের ইচ্ছাপূরণ করাই তার লক্ষ্য।  টিকিট অব নো রিটার্ন

* রাত ৯টা ১৫ মিনিটে দেখানো হবে ট্রাইবেকা চলচ্চিত্র উৎসবে অস্কারজয়ী মেক্সিকান নির্মাতা আলেহান্দ্রো গঞ্জালেজ ইনারিতুর আলাপচারিতা। তার সঙ্গে আলাপ করেছেন সার্বিয়ান শিল্পী মারিনা আব্রামোভিচ। 

* রাত সাড়ে ১০টা থেকে রয়েছে মেক্সিকোর গুয়াদালাখারা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে নির্বাচিত তিনটি অ্যানিমেটেড ছবি। এগুলো হলো ‘দ্য ক্যাটস’, ‘চেরুলিয়া’ ও ‘থার্টি টু-র‌্যাবিট’। 

* রাত সাড়ে ১১টায় কার্লোভি ভ্যারি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের তত্ত্বাবধানে রয়েছে টক শো ‘না প্লোভার্ন’। এতে রয়েছে হলিউডের বেশ কয়েকজন তারকার সাক্ষাৎকার। তাদের মধ্যে উল্লেখযোগ্য— জুলিয়ান মুর, লরা ডার্ন, ড্যানি ডেভিটো, জুডি ডেঞ্চ, উইলেম ড্যাফো, জন ম্যালকোভিচ প্রমুখ। 

* আজ দিবাগত রাত ১টা (২ জুন) থেকে রয়েছে কান চলচ্চিত্র উৎসবে নির্বাচিত তিনটি স্বল্পদৈর্ঘ্য ছবি। এগুলো হলো ‘দ্য জাম্প’, ‘আনা’ ও ‘দ্য ন্যাপ’।  আনা

* আজ দিবাগত রাত ২টা ১৫ মিনিটে (২ জুন) থাকছে মেক্সিকোর গুয়াদালাখারা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে নির্বাচিত ৭৮ মিনিটের প্রামাণ্যচিত্র ‘ফোর্টি ফাইভ ডেজ ইন হারবার’। এতে দেখা যাবে, মেক্সিকোর সর্বোচ্চ নিরাপত্তাবেষ্টিত কারাগারে নিজের বসার ঘর ও স্টুডিও তৈরি করেন প্লাস্টিক শিল্পী-চলচ্চিত্রকার ফেসার আরেচিয়া। এর মাধ্যমে ১৫ কয়েদি পেপার প্রোডাকশন, মাটির মডেল, ভাস্কর্য ও ছবি আঁকা সম্পর্কে জানতে পেরেছে।

/জেএইচ/এম/
সম্পর্কিত
‘তোর ভাতের প্লেটে আমার দেয়া কিছু ঘৃণা থাকুক’
‘তোর ভাতের প্লেটে আমার দেয়া কিছু ঘৃণা থাকুক’
আচমকা এলো দেড় মিনিটের উসকানিমূলক ‘তুফান’!
আচমকা এলো দেড় মিনিটের উসকানিমূলক ‘তুফান’!
ঢাকার জ্যাম আর গরম নিয়ে প্রেমের গান!
ঢাকার জ্যাম আর গরম নিয়ে প্রেমের গান!
‘দেওরা’ সফলতার পর ‘মা লো মা’ চমক
‘দেওরা’ সফলতার পর ‘মা লো মা’ চমক
বিনোদন বিভাগের সর্বশেষ
ডানপিঠে দুলু থেকে কিংবদন্তি ফারুক
প্রয়াণ দিবসে স্মরণডানপিঠে দুলু থেকে কিংবদন্তি ফারুক
জমকালো উদ্বোধনের দিনে মনমরা শহর
কান উৎসব ২০২৪জমকালো উদ্বোধনের দিনে মনমরা শহর
‘পদাতিক’ ঝলক: মৃত্যুতে শুরু, ‘কাট’ দিয়ে শেষ (ভিডিও)
‘পদাতিক’ ঝলক: মৃত্যুতে শুরু, ‘কাট’ দিয়ে শেষ (ভিডিও)
‘ডিউন’ সিরিজে টাবু
‘ডিউন’ সিরিজে টাবু
কাজী নজরুলের বায়োপিক, কে থাকছেন কবির ভূমিকায়
কাজী নজরুলের বায়োপিক, কে থাকছেন কবির ভূমিকায়