X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

‘এমন ঘৃণিত চরিত্রে অভিনয় করতে চাইনি’

বিনোদন রিপোর্ট
২৮ আগস্ট ২০২০, ১৬:২৯আপডেট : ২৮ আগস্ট ২০২০, ২১:৩২

মেজর ডালিম চরিত্রে মাজনুন মিজান

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা ও নানা চক্রান্তের ঘটনা নিয়ে নির্মিত হয়েছে চলচ্চিত্র ‘আগস্ট ১৯৭৫’। এতে বঙ্গবন্ধু হত্যার অন্যতম আসামি মেজর ডালিমের চরিত্রে অভিনয় করেছেন মাজনুন মিজান।
১৯৭৫ সালের ১৫ আগস্ট শেষ রাত থেকে শুরু করে ১৬ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মরদেহ দাফন পর্যন্ত কী ঘটেছিল, তাই উঠে আসবে এই বিশেষ চলচ্চিত্রে।
মাজনুন মিজান বলেন, ‘বাংলাদেশের ইতিহাসে মেজর ডালিম ঘৃণিত এক চরিত্র। বঙ্গবন্ধু নিহত হওয়ার পর মেজর ডালিম বাংলাদেশ বেতারে নিজেই হত্যার সঙ্গে জড়িত থাকার ঘোষণা দেন। প্রথমে যখন আমাকে এই চরিত্রে অভিনয়ের জন্য বলা হয়েছিল, তখন এমন ঘৃণ্য চরিত্রে অভিনয় করতে চাইনি। পরে মনে হলো, আমি একজন অভিনেতা। সঠিক ইতিহাস তুলে ধরার জন্য দেশ ও জাতির প্রতি আমার দায়বদ্ধতা আছে। তখন চরিত্রটি করতে রাজি হই।’
শাপলা মিডিয়া ইন্টারন্যাশনালের ব্যানারে ‘আগস্ট ১৯৭৫’ নির্মাণ করছেন সেলিম খান। ছবিটির আরও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, তৌকীর আহমেদ, জয়ন্ত চট্টোপাধ্যায়, ফজলুর রহমান বাবু, আনিসুর রহমান মিলন, তাসকীন রহমান, মাসুমা রহমান নাবিলাসহ অনেকে।

টিজার:

পরিচালক জানিয়েছেন, ছবিটির শুটিং সম্প্রতি শেষ হয়েছে। সম্পাদনা ও সেন্সর পাওয়া সাপেক্ষে শিগগিরই মুক্তি দেওয়া হবে।
চলতি বছরের ৭ ফেব্রুয়ারি মুক্তি পায় মাজনুন মিজান অভিনীত শেষ ছবি ‘গণ্ডি’।

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
শাকিব খান: নির্মাতা-প্রযোজকদের ফাঁকা বুলি, ভক্তরাই রাখলো মান!
শাকিব খান: নির্মাতা-প্রযোজকদের ফাঁকা বুলি, ভক্তরাই রাখলো মান!
ঢাকার পর্দায় আবার গডজিলা-কিং কং
ঢাকার পর্দায় আবার গডজিলা-কিং কং
পুষ্পা: আসবে তৃতীয় কিস্তি!
পুষ্পা: আসবে তৃতীয় কিস্তি!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
যুক্তরাষ্ট্রে নোমান রবিনের ‘ছাই থেকে ফুল’
যুক্তরাষ্ট্রে নোমান রবিনের ‘ছাই থেকে ফুল’